রাজশাহীর বাঘা উপজেলার আব্দুল গণি কলেজে নিয়োগ জালিয়াতির অভিযোগে করা মামলায় প্রতিষ্ঠানটির গভর্নিং বডির সভাপতি শাহিনুর রহমান ওরফে বিপ্লব, কলেজটির ভারপ্রাপ্ত অধ্যক্ষ জাহাঙ্গীর আলম ও শিক্ষক প্রতিনিধি আলমাস হোসেনকে কারাগারে পাঠানো হয়েছে।
আজ বৃহস্পতিবার (১০ জুলাই) আইনজীবীর মাধ্যমে রাজশাহীর অতিরিক্ত দায়রা জজ ৩-এর আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করলে আদালতের বিচারক জামিন আবেদন নামঞ্জুর করে ওই তিনজনকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
বিষয়টি নিশ্চিত করেছেন আসামিপক্ষের আইনজীবী কাউসার আলী।
এর আগে গত ৫ মে উপজেলার গড়গড়ি ইউনিয়নের সরেরহাট গ্রামের জাহিদুল ইসলাম ওরফে জাহিদ বাদী হয়ে নিয়োগে জালিয়াতির অভিযোগে বাঘা থানায় ফৌজদারি আইনে মামলা করেন। মামলায় আসামি করা হয় কলেজটির গভর্নিং বডির সভাপতি শাহিনুর রহমান ওরফে বিপ্লব, ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. জাহাঙ্গীর আলম ও শিক্ষক প্রতিনিধি আলমাস হোসেন এবং অজ্ঞাতনামা চার থেকে পাঁচজনকে।