হোম > সারা দেশ > রাজশাহী

মিষ্টির পচা শিরা, আটা ও রং মিশিয়ে তৈরি হতো গুড়

চারঘাট (রাজশাহী) প্রতিনিধি

চিনিকলের চিটা গুড়, পচা শিরা, পচা আটা ও রং মিশিয়ে তৈরি করা হয় গুড়। সেই গুড় দেশের বিভিন্ন হাটবাজারে বিক্রি করা হয়। গোপন তথ্যের ভিত্তিতে পুলিশ অভিযান চালায় সেই কারখানায়। কারখানা থেকে জব্দ করা হয় তৈরি ৪০ মণ ভেজাল গুড়। সোমবার দিবাগত রাত আড়াইটার দিকে রাজশাহীর চারঘাট পৌরসভার দিড়িপাড়া গ্রামে এই অভিযান চালানো হয়। 

অভিযানের সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যান কারখানার মালিক রাজু আহমেদ। তবে তাঁর বিরুদ্ধে আজ মঙ্গলবার বিশেষ ক্ষমতা আইনে চারঘাট মডেল থানায় মামলা করা হয়েছে। 

পুলিশ ও স্থানীয় লোকজন বলেছেন, পলাতক রাজু বছরখানেক আগে নিজ বাড়িতে গড়ে তোলেন ভেজাল গুড়ের কারখানা। চিনিকলের গোখাদ্য চিটা গুড়, পচা শিরা, পচা আটা এবং এগুলোর সঙ্গে ক্ষতিকর রং মিশিয়ে তৈরি করেন ভেজাল গুড়। তাঁর কারখানায় প্রতিদিন গড়ে ৪০-৫০ মণ ভেজাল গুড় তৈরি করা হতো। সেই গুড় রাজশাহীসহ বিভিন্ন জেলার হাটবাজারে বিক্রি করা হতো। চারঘাট থানা-পুলিশ সোমবার দিবাগত রাত আড়াইটার দিকে ওই বাড়িতে অভিযান পরিচালনা করে। তখনো কারখানায় গুড় তৈরির কাজ চলছিল। এ সময় জব্দ করা হয় তৈরি ৪০ মণ ভেজাল গুড় এবং ক্ষতিকর রংসহ গুড় তৈরির বিভিন্ন সরঞ্জাম। 

এ ঘটনায় চারঘাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম আজকের পত্রিকাকে বলেন, ‘মাঝরাতে ওই গ্রামের সবাই যখন ঘুমে তখন রাজু তাঁর বাড়িতে কারখানায় ভেজাল গুড় তৈরি করছিল। পুলিশের উপস্থিতি টের পেয়ে সে পালিয়ে যায়। ৪০ মণ ভেজাল গুড়সহ গুড় তৈরির সরঞ্জাম জব্দ করা হয়েছে। তার বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা করা হয়েছে।’ 

প্রসঙ্গত, এর আগে দৈনিক ‘আজকের পত্রিকা’ চারঘাটের ভেজাল গুড় নিয়ে একাধিক প্রতিবেদন প্রকাশ করে। এরপরই ভেজাল গুড়ের বিরুদ্ধে ধারাবাহিক অভিযানে নামে উপজেলা প্রশাসন ও চারঘাট মডেল থানা-পুলিশ। 

রাজশাহীতে তাপমাত্রা নামল ৭ ডিগ্রিতে

রাজশাহীর ৬ আসন: দুই দলের ৮ প্রার্থীর ভরসা ধারের টাকা

গাড়িতে মিলল ৩৭ লাখ টাকা, এলজিইডির প্রকৌশলীর বিরুদ্ধে দুদকের মামলা

রাজশাহীতে ৯ স্বতন্ত্র প্রার্থীর সবার মনোনয়নপত্র বাতিল

র‍্যাব পরিচয়ে কম্বল বিতরণের কথা বলে ৫ লাখ টাকা আত্মসাৎ, প্রতারক গ্রেপ্তার

সিরাজগঞ্জে ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে যুবককে নির্যাতন করে হত্যার অভিযোগ বিএসএফের বিরুদ্ধে

‘ত্রুটিপূর্ণ হলফনামা’ দিয়েও বৈধ হলেন বিএনপির প্রার্থী

পদ্মার চরে দুই মাসের মাথায় আবারও দুর্বৃত্তের গুলিতে যুবক খুন

রাজশাহীতে মিনু-মুজিবুরের মনোনয়ন বৈধ