হোম > সারা দেশ > জয়পুরহাট

পর্নো ভিডিও সরবরাহ করায় ছয়জনকে গ্রেপ্তার

জয়পুরহাট প্রতিনিধি

জয়পুরহাটের কালাই উপজেলায় পর্নো ভিডিও সরবরাহ করায় ছয়জনকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। আজ রোববার সকালে র‍্যাব-৫-এর পাঠানো একটি সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এর আগে গতকাল শনিবার রাতে উপজেলার মোলাগাড়ীহাট এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার উপজেলার বিভিন্ন এলাকার বাসিন্দা আকতারুল ইসলাম (৩১), সাদেক আলী (২৩) শামসুল আলম (৩৪), সাজু মিয়া সেলিম (২৬), সবুর ইসলাম (২৪) ও সাহেব আলী (৩২)।

র‍্যাব-৫-এর জয়পুরহাট ক্যাম্পের কোম্পানি অধিনায়ক মেজর মোস্তফা জামান জানান, পর্নো ভিডিও সরবরাহের অপরাধে ছয়জনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তল্লাশি চালিয়ে ঘটনাস্থল থেকে ছয়টি মনিটর, ছয়টি সিপিইউ ও ১১টি হার্ডডিস্ক জব্দ করা হয়।

মোস্তফা জামান আরও জানান, গ্রেপ্তার ব্যক্তিরা দীর্ঘদিন ধরে টাকার বিনিময়ে বিভিন্ন ইলেকট্রিক ডিভাইসের মাধ্যমে কিশোর ও স্কুলের ছাত্রদের কাছে পর্নোগ্রাফি সরবরাহ করতেন।

কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মঈনুদ্দীন জানান, গ্রেপ্তার ব্যক্তিদের রোববার সকালে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

সাজিদের মৃত্যুতে রাষ্ট্রের কাছে ৫ কোটি টাকা ক্ষতিপূরণ দাবি

দুর্গাপুরে বধ্যভূমিতে শহীদদের স্মরণে শ্রদ্ধা ও মোনাজাত

রাকসুর জিএসকে ‘হত্যার হুমকি’ দিয়ে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার ফেসবুক পোস্ট

বগুড়ায় ট্রাক-অটোরিকশার সংঘর্ষে চালক নিহত, আহত তিন

গভীর নলকূপ খনন: বরেন্দ্রজুড়ে শত শত মৃত্যুকূপ

শিশু সাজিদের শেষ বিদায়ে হাজারো মানুষের ঢল

আমার একটা কলিজা হারায় ফেলছি, বিচার চাই: সাজিদের বাবা

প্রাথমিকে শতভাগ বই, মাধ্যমিকে এল অর্ধেক

সব চেষ্টা—আকুতি বিফলে, মায়ের কোলে মৃত সাজিদ

শিশু সাজিদ মারা গেছে