রাজশাহীর চারঘাটে পুত্রবধূর সঙ্গে পারিবারিক কলহের জেরে আনেকা বেগম (৫৮) নামে এক নারী আত্মহত্যা করেছেন। আজ বৃহস্পতিবার সকালে উপজেলার ভায়ালক্ষীপুর ইউনিয়নের মোহননগর গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, মোহননগর গ্রামের মৃত ওহাব আলীর স্ত্রী আনেকা বেগমের একমাত্র ছেলে জাকিরুল ইসলামের স্ত্রী রুপসানা খাতুনের সঙ্গে প্রায়ই সাংসারিক বিষয় নিয়ে ঝগড়া বিবাদ লেগেই থাকত। বৃহস্পতিবার সকালেও ঝগড়া চলছিল। এরই একপর্যায়ে মনোয়ারা খাতুন মানসিক চাপ সহ্য করতে না পেরে সকাল ৯টার দিকে ঘরের আড়ার সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।
স্থানীয় ইউপি সদস্য মনিরুল ইসলাম আত্মহত্যার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
এ ব্যাপারে চারঘাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম বলেন, আত্মহত্যার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।