রাজশাহীর বাঘায় সিঁধ কেটে ঘরে ঢুকে এক গৃহবধূকে (২৫) ধর্ষণচেষ্টার অভিযোগ পাওয়া গেছে। গতকাল বুধবার গভীর রাতে উপজেলার পাকুড়িয়া ইউনিয়নের এ ঘটনায় গৃহবধূ থানায় লিখিত অভিযোগ জানিয়েছেন।
থানায় করা লিখিত অভিযোগ সূত্রে জানা গেছে, ওই গৃহবধূর স্বামী ঢাকায় একটি প্রতিষ্ঠানে চাকরি করেন। দুই সন্তান নিয়ে তিনি গ্রামের বাড়িতে থাকেন। হিমেল হোসেন (২৭) নামের এক যুবক প্রায়ই তাঁকে কুপ্রস্তাব দিয়ে আসছিলেন। তাতে রাজি না হওয়ায় গত মঙ্গলবার গভীর রাতে সিঁধ কেটে সঙ্গীসহ ঘরে ঢুকে ধারালো অস্ত্রের মুখে ধর্ষণের চেষ্টা করা হয়।
এ সময় গৃহবধূর চিৎকার শুনে প্রতিবেশীরা এগিয়ে গেলে ধারালো চাকু দিয়ে আঘাত করে গৃহবধূর কানের দুল নিয়ে সঙ্গীসহ হেলাল পালিয়ে যায়। পরে স্থানীয়রা গৃহবধূকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। কেটে যাওয়া স্থানে বেশ কয়েকটি সেলাই দেওয়া হয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ঘটনার পর থেকে আসামি পলাতক রয়েছেন। তাঁকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।