হোম > সারা দেশ > জয়পুরহাট

স্কুলছাত্রী অপহরণ মামলায় ইউপি সদস্য গ্রেপ্তার

আক্কেলপুর (জয়পুরহাট) প্রতিনিধি

জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার রায়কালী ইউনিয়ন পরিষদের ৪ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মুক্তার হোসেন (৩৫) অপহরণ মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে রয়েছেন। গতকাল শুক্রবার স্থানীয় তরুণীকে অপহরণের অভিযোগে তাঁকে গ্রেপ্তার করে আক্কেলপুর থানার পুলিশ। আজ শনিবার তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। 

ইউপি সদস্য মুক্তার হোসেনের বাড়ি রায়কালী ইউনিয়নের খাঁপাড়া গ্রামে। তিনি ওই গ্রামের মৃত হাফেজ উদ্দিনের ছেলে। এদিকে ওই তরুণী স্থানীয় একটি বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী। 

মামলার বাদী শিক্ষার্থীর বাবা এজাহারে উল্লেখ করেছেন, ইউপি সদস্য মুক্তার হোসেন গত বৃহস্পতিবার রাতে তাঁদের বাড়ির প্রাচীর টপকে ভেতরে প্রবেশ করেন। ওই সময় তাঁর সঙ্গে আরও দু-তিনজন অজ্ঞাত লোক ছিলেন। এরপর তারা ওই তরুণীকে দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে অপহরণ করে নিয়ে যান। 

তরুণীর বাবা বলেন, ‘দীর্ঘদিন ধরে মুক্তার আমার মেয়েকে উত্ত্যক্ত করে আসছিল। আমার মেয়ে মুক্তারকে পাত্তা দিত না। ঘটনার দিন মুক্তার দেশীয় অস্ত্র নিয়ে বাড়িতে ঢুকে আমার মেয়েকে জোর করে একটি মোটরসাইকেলে তুলে নিয়ে যায়। এরপর আমি গতকাল শুক্রবার দুপুরে থানায় অপহরণ মামলা করি।’ 

এ বিষয়ে আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুর রহমান বলেন, ‘থানায় অপহরণ মামলার পর ওই দিন রাত সাড়ে ৮টার দিকে পুলিশ অভিযান চালিয়ে মুক্তার ও ভুক্তভোগীকে রায়কালী বাজারের একটি দোকানঘর থেকে উদ্ধার করে। আজ (শনিবার) আসামি মুক্তারকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।’

রাকসুর জিএসকে ‘হত্যার হুমকি’ দিয়ে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার ফেসবুক পোস্ট

বগুড়ায় ট্রাক-অটোরিকশার সংঘর্ষে চালক নিহত, আহত তিন

গভীর নলকূপ খনন: বরেন্দ্রজুড়ে শত শত মৃত্যুকূপ

শিশু সাজিদের শেষ বিদায়ে হাজারো মানুষের ঢল

আমার একটা কলিজা হারায় ফেলছি, বিচার চাই: সাজিদের বাবা

প্রাথমিকে শতভাগ বই, মাধ্যমিকে এল অর্ধেক

সব চেষ্টা—আকুতি বিফলে, মায়ের কোলে মৃত সাজিদ

শিশু সাজিদ মারা গেছে

শিশু সাজিদকে উদ্ধার, নেওয়া হয়েছে হাসপাতালে

শিশু সাজিদের বাঁচার আশা নেই, বন্ধ করা হয়েছে অক্সিজেন