হোম > সারা দেশ > জয়পুরহাট

স্কুলছাত্রী অপহরণ মামলায় ইউপি সদস্য গ্রেপ্তার

আক্কেলপুর (জয়পুরহাট) প্রতিনিধি

জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার রায়কালী ইউনিয়ন পরিষদের ৪ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মুক্তার হোসেন (৩৫) অপহরণ মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে রয়েছেন। গতকাল শুক্রবার স্থানীয় তরুণীকে অপহরণের অভিযোগে তাঁকে গ্রেপ্তার করে আক্কেলপুর থানার পুলিশ। আজ শনিবার তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। 

ইউপি সদস্য মুক্তার হোসেনের বাড়ি রায়কালী ইউনিয়নের খাঁপাড়া গ্রামে। তিনি ওই গ্রামের মৃত হাফেজ উদ্দিনের ছেলে। এদিকে ওই তরুণী স্থানীয় একটি বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী। 

মামলার বাদী শিক্ষার্থীর বাবা এজাহারে উল্লেখ করেছেন, ইউপি সদস্য মুক্তার হোসেন গত বৃহস্পতিবার রাতে তাঁদের বাড়ির প্রাচীর টপকে ভেতরে প্রবেশ করেন। ওই সময় তাঁর সঙ্গে আরও দু-তিনজন অজ্ঞাত লোক ছিলেন। এরপর তারা ওই তরুণীকে দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে অপহরণ করে নিয়ে যান। 

তরুণীর বাবা বলেন, ‘দীর্ঘদিন ধরে মুক্তার আমার মেয়েকে উত্ত্যক্ত করে আসছিল। আমার মেয়ে মুক্তারকে পাত্তা দিত না। ঘটনার দিন মুক্তার দেশীয় অস্ত্র নিয়ে বাড়িতে ঢুকে আমার মেয়েকে জোর করে একটি মোটরসাইকেলে তুলে নিয়ে যায়। এরপর আমি গতকাল শুক্রবার দুপুরে থানায় অপহরণ মামলা করি।’ 

এ বিষয়ে আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুর রহমান বলেন, ‘থানায় অপহরণ মামলার পর ওই দিন রাত সাড়ে ৮টার দিকে পুলিশ অভিযান চালিয়ে মুক্তার ও ভুক্তভোগীকে রায়কালী বাজারের একটি দোকানঘর থেকে উদ্ধার করে। আজ (শনিবার) আসামি মুক্তারকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।’

রাবিতে নারী শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মেঝেতে স্ত্রীর লাশ, বিছানায় পড়ে ছিলেন আহত সাংবাদিক

বাড়ি থেকে ৪ কিলোমিটার দূরে মিলল নিখোঁজ কৃষকের রক্তাক্ত লাশ

শ্রমিকদের চাঙা রাখতে জমিতে মাইক

নির্বাচনী সহিংসতা ও হয়রানি বন্ধে ৭ দাবি রাবি ছাত্রীসংস্থার

রাজশাহীতে তারেক রহমানের আগমনকে লাল কার্ড প্রদর্শন করলেন রাবির কয়েকজন শিক্ষার্থী

আসছেন তারেক রহমান, যা চান রাজশাহীর মানুষ

রাজশাহী বিভাগের ৩৯ আসন: ১৬ আসনে হাড্ডাহাড্ডি লড়াই

ইউএনওর বিরুদ্ধে ডিসির কাছে নালিশ

দ্বন্দ্ব ভুলে ধানের শীষের মঞ্চে তারেক