হোম > সারা দেশ > সিরাজগঞ্জ

তাড়াশে সোতি জাল উচ্ছেদ অভিযান

প্রতিনিধি, তাড়াশ (সিরাজগঞ্জ) 

সিরাজগঞ্জের তাড়াশে অভিযান চালিয়ে অবৈধ সোতি জাল উচ্ছেদ করেছেন তাড়াশ উপজেলার মৎস্য অধিদপ্তরের কর্মকর্তা মশগুল আজাদ।

আজ মঙ্গলবার (৬ জুলাই) সকালে অভিযান চালিয়ে উপজেলার তালম ইউনিয়নের কলামুলা ভাদাই ব্রিজ থেকে তালম নাগোড় পাড়া পর্যন্ত ভদ্রাবতী নদীতে পাতা ১১টি স্থানে অবৈধ সোতি জাল উচ্ছেদ করা হয়।

উচ্ছেদ অভিযানে সহযোগিতা করেন স্থানীয় তালম ইউপি সদস্য হাবিবুর রহমান হিরনসহ এলাকার ক্ষতিগ্রস্ত কৃষক ও সাধারণ জনগণ।

স্থানীয় সূত্রে জানা গেছে, তাড়াশ উপজেলার তালম ইউনিয়নের কলামুলা ভাদাই ব্রিজ থেকে তালম নাগোড় পাড়া পর্যন্ত ভদ্রাবতী নদীর ১১টি স্থানে অবৈধ সোতি জালের কারণে পানি প্রবাহের পথে বাঁধা সৃষ্টি হয়। এতে ওই এলাকার ১৫টি গ্রামের ফসলি মাঠে বৃষ্টির পানি জমে কৃত্রিম জলাবদ্ধতার সৃষ্ট হয়। এই কারণে ওই এলাকার কৃষকদের ফসলি মাঠে রোপা আমন ধান চাষ ব্যাহত হওয়ায় তাঁরা তাড়াশ উপজেলা মৎস্য অধিদপ্তরে অভিযোগ দেন। অভিযোগের প্রেক্ষিতে আজ মঙ্গলবার দুপুরে উপজেলা মৎস্য কর্মকর্তা, স্টাফ ও এলাকার কৃষক-জনতার সমন্বয়ে ওই অবৈধ সোতি জাল উচ্ছেদ করা হয়।

তালম ইউনিয়নের কোলাকুপা গ্রামের আবু সাঈদ সরকার বলেন, অবৈধ সুতিজাল উচ্ছেদ করায় আমরা অত্যন্ত খুশি হয়েছি। তবে আরও কিছুদিন আগে যদি উচ্ছেদ করা হতো তাহলে আমাদের ফসলের ক্ষতি হতো না।

নামা সিলোট গ্রামের আলহাজ্ব মো. মোফাজ্জল হোসেন জানান, সোতি জাল থাকার কারণে আমরা ধান রোপণ করতে পারছি না। আমাদের অনেক ক্ষতি হয়েছে। এখন কৃষকদের রোপা আমন ধান চাষ করতে কোন সমস্যা হবে না। এ জন্য আমরা এলাকাবাসী অনেক আনন্দিত। 

নামা সিলোট গ্রামের আরেক কৃষক সাইদুর রহমান বলেন, সোতি জালে পানি আটকানোর ফলে এলাকার মানুষের অনেক দুর্ভোগ পোহাতে হয়েছে। অবৈধ সোতি জাল উচ্ছেদের ফলে আর কোন দুর্ভোগ পোহাতে হবে না। এখন আর কোন কষ্ট করতেও হবে না।

এই বিষয়ে ইউপি চেয়ারম্যান আব্বাস-উজ-জামান বলেন, এলাকার মানুষের দুর্ভোগ লাঘব করতে অবৈধ সোতি জাল উচ্ছেদ করা হয়েছে। এলাকার কৃষকেরা এখন সহজেই রোপা জাতের আমন ধান আবাদ করতে পারবেন।

উপজেলা মৎস্য কর্মকর্তা মশগুল আজাদ বলেন, অবৈধ সোতি জাল দিয়ে মাছ ধরা সম্পূর্ণ নিষেধ। সোতি জাল উচ্ছেদের অভিযান শুরু হয়েছে। এ উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে।

প্রথম আলো, ডেইলি স্টারসহ সুশীল সংবাদপত্র অবশ্যই বন্ধ করতে হবে: রাকসু ভিপি

বিএনপির ‘বিদ্রোহী’ প্রার্থীর মনোনয়ন ফরম তুললেন দণ্ডিত আসামি, খুঁজে পায় না পুলিশ

ভেকু দিয়ে যুবককে হত্যার ঘটনায় ৭ জনের বিরুদ্ধে মামলা

রাজশাহীতে বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হলো আ.লীগ পরিত্যক্ত কার্যালয়

বগুড়ায় স্ত্রীকে হত্যা করে সেপটিক ট্যাংকে লাশ ফেলে থানায় নিখোঁজের জিডি

রাবিতে আওয়ামীপন্থী ডিনদের পদত্যাগের আলটিমেটাম রাকসুর জিএস আম্মারের

ঋত্বিক ঘটকের পৈতৃক ভিটা ভাঙচুরের সঙ্গে জড়িতদের শাস্তির দাবি

রাজশাহীতে ভারতীয় সহকারী হাইকমিশন অভিমুখে যাত্রা, পুলিশি বাধায় পণ্ড

আবাদি জমিতে পুকুর খননে বাধা, কৃষককে এক্সকাভেটরের নিচে ফেলে হত্যা

ইউপি সদস্যের কার্যালয়ে আটকে রাখা ব্যক্তির লাশ উদ্ধার, নির্যাতনে মৃত্যুর অভিযোগ