হোম > সারা দেশ > রাজশাহী

জয় ত্রিপুরা হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন

রাঙামাটি প্রতিনিধি

রাঙামাটি শহরে জয় ত্রিপুরার হত্যাকারীদের চিহ্নিত করে গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন করেছেন বাংলাদেশ ত্রিপুরা স্টুডেন্টস ফোরাম রাঙামাটি জেলা ও রাঙামাটি সরকারী কলেজ শাখার নেতৃবৃন্দ। 

আজ মঙ্গলবার সকালে রাঙামাটি জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। 

মানববন্ধনে বক্তারা বলেন, জয় ত্রিপুরা হত্যার সাত দিন অতিবাহিত হতে চললেও পুলিশ এ ঘটনার কোনো কূলকিনারা করতে পারেনি। পুলিশের ব্যর্থতার কারণে সন্ত্রাসীরা রাঙামাটি শহরে এ ধরনের হত্যাকাণ্ড ঘটানোর সাহস পাচ্ছে। অবিলম্বে জয় ত্রিপুরার খুনিদের চিহ্নিত করে আইনের আওতায় আনা না হলে সামনে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। 

ত্রিপুরা স্টুডেন্টস ফোরাম রাঙামাটির সভাপতি সুরেশ ত্রিপুরার সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন ত্রিপুরা কল্যাণ ফাউন্ডেশনের সাবেক সভাপতি স্মৃতি বিকাশ ত্রিপুরা, ঝিনুক ত্রিপুরা, জীবনশ্রী ত্রিপুরা, রূপায়ণ ত্রিপুরা, শুক্লা ত্রিপুরা, নয়ন ত্রিপুরা, অঞ্জুলাল ত্রিপুরা, টিটু ত্রপুরা, ঊর্মি ত্রিপুরা, পলি ত্রিপুরা, সীমা ত্রিপুরা, অনন্ত ত্রিপুরাসহ অন্য নেতৃবৃন্দ। 

উল্লেখ্য, গত বুধবার রাত আড়াইটার দিকে রাঙামাটি শহরের হাসপাতাল গেট এলাকায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে নিহত হন রাঙামাটি শহরের দেবাশীষনগরের বাসিন্দা ছাত্রলীগের রাঙামাটি সদর উপজেলা উপপ্রচার সম্পাদক জয় ত্রিপুরা। নিহতের ভাই সাগর ত্রিপুরা কোতোয়ালি থানায় অজ্ঞাত আসামিদের নামে একটি হত্যা মামলা দায়ের করেন। এ ঘটনার সাতদিন পার হলেও এখন পর্যন্ত কাউকে আটক করতে পারেনি পুলিশ। 

জামায়াতে ইসলামীতে কেউ স্বাধীনতাবিরোধী নয়: মেজর আখতারুজ্জামান

দেশে ১৭ লাখ ৮০ হাজার শিশু শ্রমে নিযুক্ত: সচিব

রাজশাহীতে হেরোইনসহ দম্পতি গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জে ২ ভারতীয় নাগরিক আটক, বিএসএফের কাছে হস্তান্তর

প্রক্সির মাধ্যমে ভর্তি হওয়া রাবির তিন শিক্ষার্থীকে বহিষ্কার

সীমান্ত দিয়ে আসা অস্ত্র দেশের নিরাপত্তার জন্য হুমকি: বিজিবির রাজশাহী সেক্টর কমান্ডার

বাঘায় অস্ত্র, গুলিসহ যুবক আটক

রাজশাহীতে তাপমাত্রা নামল ৭ ডিগ্রিতে

রাজশাহীর ৬ আসন: দুই দলের ৮ প্রার্থীর ভরসা ধারের টাকা

গাড়িতে মিলল ৩৭ লাখ টাকা, এলজিইডির প্রকৌশলীর বিরুদ্ধে দুদকের মামলা