হোম > সারা দেশ > সিরাজগঞ্জ

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল পিটিআই ইনস্ট্রাক্টরের

সিরাজগঞ্জ প্রতিনিধি

সিরাজগঞ্জে সড়ক দুর্ঘটনায় প্রাইমারি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউটের (পিটিআই) ইনস্ট্রাক্টর (কৃষি) মোশারফ হোসেনের (৩২) মৃত্যু হয়েছে।

আজ রোববার সকালে সিরাজগঞ্জে বঙ্গবন্ধু সেতু পশ্চিম গোলচত্বর এলাকায় এই দুর্ঘটনা ঘটে। 

নিহত মোশারফ হোসেন রংপুর সিটি করপোরেশনের হারাগাছ থানা বধু কমলা গ্রামের বখতিয়ার হোসেনের ছেলে। তিনি গত বছরের ৬ এপ্রিল সিরাজগঞ্জ পিটিআইয়ে ইনস্ট্রাক্টর (কৃষি) পদে যোগদান করেন। 

বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রওশন ইয়াজদানি বলেন, সকালে অটো ভ্যানে সদর উপজেলার সায়দাবাদ সিএনজি স্টেশনের দিকে যাচ্ছিলেন মোশারফ। এ সময় অটো ভ্যানটি সড়কের এক্সেলেটর ভেঙে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ওপর উল্টে যায়। এতে মোশারফ হোসেন অটো ভ্যান থেকে ছিটকে গিয়ে একটি পাথরের সঙ্গে ধাক্কা খেয়ে আহত হন। তাঁকে উদ্ধার করে সিরাজগঞ্জের ২৫০ শয্যাবিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। পরে সেখানে মৃত্যু হয়। 

এ বিষয়ে সিরাজগঞ্জ প্রাইমারি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউটের (পিটিআই) অতিরিক্ত দায়িত্বে থাকা সুপারিনটেনডেন্ট মুকুল হোসেন জানান, ২১ মার্চ ছুটির দরখাস্ত দিয়ে বাড়ি চলে যান মোশারফ। ছুটি শেষে আগামীকাল সোমবার তাঁর অফিসে যোগ দেওয়ার কথা ছিল। এ জন্য তিনি আজ রোববার সিরাজগঞ্জে আসছিলেন। গত সপ্তাহে মোশারফ হোসেন বিয়ে করেছেন বলে জানান তিনি।

প্রথম আলো, ডেইলি স্টারসহ সুশীল সংবাদপত্র অবশ্যই বন্ধ করতে হবে: রাকসু ভিপি

বিএনপির ‘বিদ্রোহী’ প্রার্থীর মনোনয়ন ফরম তুললেন দণ্ডিত আসামি, খুঁজে পায় না পুলিশ

ভেকু দিয়ে যুবককে হত্যার ঘটনায় ৭ জনের বিরুদ্ধে মামলা

রাজশাহীতে বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হলো আ.লীগ পরিত্যক্ত কার্যালয়

বগুড়ায় স্ত্রীকে হত্যা করে সেপটিক ট্যাংকে লাশ ফেলে থানায় নিখোঁজের জিডি

রাবিতে আওয়ামীপন্থী ডিনদের পদত্যাগের আলটিমেটাম রাকসুর জিএস আম্মারের

ঋত্বিক ঘটকের পৈতৃক ভিটা ভাঙচুরের সঙ্গে জড়িতদের শাস্তির দাবি

রাজশাহীতে ভারতীয় সহকারী হাইকমিশন অভিমুখে যাত্রা, পুলিশি বাধায় পণ্ড

আবাদি জমিতে পুকুর খননে বাধা, কৃষককে এক্সকাভেটরের নিচে ফেলে হত্যা

ইউপি সদস্যের কার্যালয়ে আটকে রাখা ব্যক্তির লাশ উদ্ধার, নির্যাতনে মৃত্যুর অভিযোগ