হোম > সারা দেশ > নওগাঁ

সমাজসেবা অফিসে চাকরির নামে প্রতারণার অভিযোগ, গ্রেপ্তার ৩

নওগাঁ প্রতিনিধি

সমাজসেবা অফিসে চাকরির প্রলোভন দেখিয়ে ভুয়া নিয়োগপত্রের মাধ্যমে টাকা হাতিয়া নেওয়ার অভিযোগে নওগাঁর বদলগাছী উপজেলায় তিন ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

র‍্যাব বলছে, গ্রেপ্তার ব্যক্তিরা একটি প্রতারক চক্র। এই চক্রের মূল হোতাসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছ।

আজ রোববার সকালে র‍্যাব-৫ জয়পুরহাটের কোম্পানি কমান্ডার মো. মোস্তফা জামান এ তথ্য নিশ্চিত করেছেন। গতকাল শনিবার সন্ধ্যায় উপজেলার ভানদারপুর এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন বদলগাছী উপজেলার কেশাইল গ্রামের আমজাদ হোসেনের ছেলে নাজমুল হক (২৮), জয়পুরহাট জেলার আক্কেলপুর উপজেলার নীচা বাজার গ্রামের মৃত আব্দুল লতিফের ছেলে জামাল উদ্দিন (৬০) এবং পশ্চিম আমট্ট গ্রামের মৃত মুখফুর সরদারের ছেলে সালাম সরদার (৫৬)।

র‍্যাব কর্মকর্তা মোস্তফা জামান জানান, ২০১৬ সাল থেকে গ্রেপ্তারকৃতরা একটি প্রতারক সিন্ডিকেট হিসেবে কাজ করছেন। এর মধ্যে নাজমুল হক মূল হোতা আর জামাল উদ্দিন ও সালাম সরদার তাঁর সহকারী হিসেবে জাল দলিল তৈরি ও টাকা আদায়ের কাজ করতেন।

 ২০২২ সালে নাজমুল চাকরি দেওয়ার নামে শহিদুল ইসলাম নামের এক ব্যক্তির কাছ থেকে ১০ লাখ টাকা নেন। পরে জামাল উদ্দিনের মাধ্যমে মিথ্যা নিয়োগপত্র দেন। পরে জয়পুরহাটের আক্কেলপুর সমাজসেবা অফিসে ওই চাকরিতে যোগ দিতে গেলে ভুয়া নিয়োগপত্রের বিষয়টি জানতে পারেন শহিদুল। এরপর তিনি জয়পুরহাট র‍্যাব ক্যাম্পে অভিযোগ করলে র‍্যাব-৫-এর একটি দল জাল কাগজপত্রসহ ওই সিন্ডিকেটকে আটক করে।

র‍্যাবের কোম্পানি কমান্ডার মোস্তফা জামান আরও জানান, গ্রেপ্তার নাজমুল হক সমাজসেবা অফিসে পিয়নের চাকরি করতেন। এখন তিনি অবসরে গেছেন। সেই সুযোগ কাজে লাগিয়ে ভুয়া নিয়োগপত্র দিয়ে প্রার্থীদের কাছ থেকে টাকা হাতিয়ে নিতেন। তাঁদের বিরুদ্ধে বদলগাছী থানায় মামলা হয়েছে।

আন্দোলনের মুখে রাবিতে আওয়ামীপন্থী ছয় ডিনের পদত্যাগ

নিরাপত্তা শঙ্কায় রাবি শিক্ষকের ক্লাস-পরীক্ষা বর্জন

ওসমান হাদি ভোটের রাজনীতিতে বিশ্বাস করতেন: তারেক রহমান

রাবির ৬ ডিনের পদত্যাগ দাবি: ভিসি, প্রো-ভিসির দপ্তরে তালার পর সভা, সিদ্ধান্ত রাতে

শিশু সাজিদের পরিবারকে অনুদান দিল জামায়াত

বগুড়ায় ট্রাকচাপায় কলেজছাত্র নিহত

দুই ধান ব্যবসায়ীর ১০ লাখ টাকা ও কৃষকের তিনটি গরু চুরি

রাবিতে ৬ ডিনের চেম্বারে তালা, দায়িত্ব ছাড়তে রাজি হয়েছেন বলে জানালেন জিএস আম্মার

‘অপারেশন জিরো টলারেন্স ফর ফ্যাসিজম’ কর্মসূচি ঘোষণা রাকসুর জিএস আম্মারের

রাজশাহীতে ওসমান হাদির গায়েবানা জানাজা