হোম > সারা দেশ > চাঁপাইনবাবগঞ্জ

সরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে কোনো উদ্যোগ নেই: বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ

চাঁপাইনবাবগঞ্জ, প্রতিনিধি

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে বর্তমান সরকার বেশ কিছু ‘সংখ্যালঘু স্বার্থবান্ধব’ অঙ্গীকার করে। কিন্তু দীর্ঘ চার বছর পেরিয়ে গেলেও এসব নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে দৃশ্যমান কোনো উদ্যোগ দেখা যাচ্ছে না। কিন্তু এসব অঙ্গীকার পূরণ না করলে এবার রাজপথ ছাড়া হবে না। চাঁপাইনবাবগঞ্জে গতকাল শুক্রবার রাতে ২০১৮ সালে বর্তমান সরকারের নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের দাবিতে অনুষ্ঠিত মশাল মিছিল শেষে এক সমাবেশে এসব কথা বলেন বক্তারা। বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার আয়োজনে এই মশাল মিছিল অনুষ্ঠিত হয়।

এ সময় বক্তারা আরও বলেন, সরকারের কিছু কুচক্রী আমলার কারণে দেশে সংখ্যালঘুদের ধর্ম পালনে বাধা তৈরি হচ্ছে। অথচ স্বাধীনতা-পরবর্তী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশে সব ধর্মবর্ণ-জাতের মানুষ যাতে সমান অধিকার নিয়ে বসবাস করতে পারে, তা সংবিধানে নিশ্চিত করেছিলেন।

বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার নেতারা বলেন, সরকারের দেওয়া সাত দফা অবিলম্বে বাস্তবায়ন, মঠ-মন্দিরে হামলা ও ভাঙচুরের আসল দোষীদের খুঁজে দ্রুত আইনের আওতায় এনে শাস্তির ব্যবস্থা করতে হবে। অসাম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মাণের জন্য ১৯৭২ সালের মৌল সংবিধানে ফিরে যাওয়া ব্যতীত কোনো বিকল্প নেই।

সমাবেশে বক্তারা বলেন, সংখ্যালঘুদের ওপর নির্যাতন ও নিপীড়ন বন্ধে আইন করতে হবে। এ ছাড়া ১৯৭২ সালের সংবিধান পুনঃপ্রতিষ্ঠাসহ জাতীয় সংখ্যালঘু কমিশন গঠন, সংখ্যালঘু সুরক্ষা আইন প্রণয়ন, অর্পিত সম্পত্তি প্রত্যাবর্তন আইন যথাযথ বাস্তবায়ন, সমতলের আদিবাসীদের জন্য পৃথক ভূমি কমিশন গঠন, পার্বত্য শান্তি চুক্তি ও পার্বত্য ভূমি কমিশনের যথাযথ বাস্তবায়ন, দেবোত্তর সম্পত্তি সংরক্ষণ আইন প্রণয়ন, বৈষম্য বিলোপ আইন প্রণয়ন আগামী নির্বাচনের আগেই বাস্তবায়ন করতে হবে।

মশাল মিছিলে উপস্থিত ছিলেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক দিলীপ রায়, সদর উপজেলা শাখার সভাপতি অর্জুন চৌধুরী, সাধারণ সম্পাদক সঞ্জীব সাহা, চাঁপাইনবাবগঞ্জ পৌর শাখার সভাপতি সংযোগ কুমার ঘোষ, সাধারণ সম্পাদক সুমিত চট্টোপাধ্যায় প্রমুখ।

রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের তিন কর্মকর্তাকে চাকরিচ্যুত

গণভোটের ব্যালটের টিক চিহ্ন মানেই ঠিক: আলী রীয়াজ

ট্রায়াল দেওয়ার নামে গাড়ি নিয়ে লাপাত্তা যুবদল নেতাকে বহিষ্কার

ব্রেনের চিকিৎসা করতেন এইচএসসি পাস নুরুল, ৬ মাসের জেল

দুই সহযোগীসহ ‘চাঁদাবাজ’ চান সওদাগর আটক, দেশীয় অস্ত্র উদ্ধার

লবণের কার্গো ট্রাকে মিলল ১২৬ কেজি গাঁজা

জামায়াতে ইসলামীতে কেউ স্বাধীনতাবিরোধী নয়: মেজর আখতারুজ্জামান

দেশে ১৭ লাখ ৮০ হাজার শিশু শ্রমে নিযুক্ত: সচিব

রাজশাহীতে হেরোইনসহ দম্পতি গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জে ২ ভারতীয় নাগরিক আটক, বিএসএফের কাছে হস্তান্তর