হোম > সারা দেশ > চাঁপাইনবাবগঞ্জ

সরকারের নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে কোনো উদ্যোগ নেই: বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ

চাঁপাইনবাবগঞ্জ, প্রতিনিধি

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে বর্তমান সরকার বেশ কিছু ‘সংখ্যালঘু স্বার্থবান্ধব’ অঙ্গীকার করে। কিন্তু দীর্ঘ চার বছর পেরিয়ে গেলেও এসব নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে দৃশ্যমান কোনো উদ্যোগ দেখা যাচ্ছে না। কিন্তু এসব অঙ্গীকার পূরণ না করলে এবার রাজপথ ছাড়া হবে না। চাঁপাইনবাবগঞ্জে গতকাল শুক্রবার রাতে ২০১৮ সালে বর্তমান সরকারের নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের দাবিতে অনুষ্ঠিত মশাল মিছিল শেষে এক সমাবেশে এসব কথা বলেন বক্তারা। বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার আয়োজনে এই মশাল মিছিল অনুষ্ঠিত হয়।

এ সময় বক্তারা আরও বলেন, সরকারের কিছু কুচক্রী আমলার কারণে দেশে সংখ্যালঘুদের ধর্ম পালনে বাধা তৈরি হচ্ছে। অথচ স্বাধীনতা-পরবর্তী জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশে সব ধর্মবর্ণ-জাতের মানুষ যাতে সমান অধিকার নিয়ে বসবাস করতে পারে, তা সংবিধানে নিশ্চিত করেছিলেন।

বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার নেতারা বলেন, সরকারের দেওয়া সাত দফা অবিলম্বে বাস্তবায়ন, মঠ-মন্দিরে হামলা ও ভাঙচুরের আসল দোষীদের খুঁজে দ্রুত আইনের আওতায় এনে শাস্তির ব্যবস্থা করতে হবে। অসাম্প্রদায়িক বাংলাদেশ বিনির্মাণের জন্য ১৯৭২ সালের মৌল সংবিধানে ফিরে যাওয়া ব্যতীত কোনো বিকল্প নেই।

সমাবেশে বক্তারা বলেন, সংখ্যালঘুদের ওপর নির্যাতন ও নিপীড়ন বন্ধে আইন করতে হবে। এ ছাড়া ১৯৭২ সালের সংবিধান পুনঃপ্রতিষ্ঠাসহ জাতীয় সংখ্যালঘু কমিশন গঠন, সংখ্যালঘু সুরক্ষা আইন প্রণয়ন, অর্পিত সম্পত্তি প্রত্যাবর্তন আইন যথাযথ বাস্তবায়ন, সমতলের আদিবাসীদের জন্য পৃথক ভূমি কমিশন গঠন, পার্বত্য শান্তি চুক্তি ও পার্বত্য ভূমি কমিশনের যথাযথ বাস্তবায়ন, দেবোত্তর সম্পত্তি সংরক্ষণ আইন প্রণয়ন, বৈষম্য বিলোপ আইন প্রণয়ন আগামী নির্বাচনের আগেই বাস্তবায়ন করতে হবে।

মশাল মিছিলে উপস্থিত ছিলেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক দিলীপ রায়, সদর উপজেলা শাখার সভাপতি অর্জুন চৌধুরী, সাধারণ সম্পাদক সঞ্জীব সাহা, চাঁপাইনবাবগঞ্জ পৌর শাখার সভাপতি সংযোগ কুমার ঘোষ, সাধারণ সম্পাদক সুমিত চট্টোপাধ্যায় প্রমুখ।

প্রথম আলো, ডেইলি স্টারসহ সুশীল সংবাদপত্র অবশ্যই বন্ধ করতে হবে: রাকসু ভিপি

বিএনপির ‘বিদ্রোহী’ প্রার্থীর মনোনয়ন ফরম তুললেন দণ্ডিত আসামি, খুঁজে পায় না পুলিশ

ভেকু দিয়ে যুবককে হত্যার ঘটনায় ৭ জনের বিরুদ্ধে মামলা

রাজশাহীতে বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হলো আ.লীগ পরিত্যক্ত কার্যালয়

বগুড়ায় স্ত্রীকে হত্যা করে সেপটিক ট্যাংকে লাশ ফেলে থানায় নিখোঁজের জিডি

রাবিতে আওয়ামীপন্থী ডিনদের পদত্যাগের আলটিমেটাম রাকসুর জিএস আম্মারের

ঋত্বিক ঘটকের পৈতৃক ভিটা ভাঙচুরের সঙ্গে জড়িতদের শাস্তির দাবি

রাজশাহীতে ভারতীয় সহকারী হাইকমিশন অভিমুখে যাত্রা, পুলিশি বাধায় পণ্ড

আবাদি জমিতে পুকুর খননে বাধা, কৃষককে এক্সকাভেটরের নিচে ফেলে হত্যা

ইউপি সদস্যের কার্যালয়ে আটকে রাখা ব্যক্তির লাশ উদ্ধার, নির্যাতনে মৃত্যুর অভিযোগ