হোম > সারা দেশ > রাজশাহী

রাজশাহীতে মাদক মামলায় ফাঁসানোর হুমকি, ডিবি পুলিশের বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

ডিবি পুলিশের বিরুদ্ধে সংবাদ সম্মেলনে মুরাদ হোসেন। ছবি: সংগৃহীত

রাজশাহী জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) এক উপপরিদর্শকের (এসআই) বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ পাওয়া গেছে। আজ বুধবার দুপুরে রাজশাহী প্রেসক্লাবে মুরাদ হোসেন নামের এক বেসরকারি সংস্থার কর্মী সংবাদ সম্মেলন করে এ অভিযোগ করেন। মুরাদ জেলার দুর্গাপুর উপজেলার পুরান তাহিরপুর গ্রামের বাসিন্দা।

যাঁর বিরুদ্ধে অভিযোগ তোলা হয়েছে, সেই এসআইয়ের নাম আবদুর রহিম। সংবাদ সম্মেলনে মুরাদ বলেন, তুলে নেওয়ার পর মাদক মামলায় ফাঁসানোর ভয় দেখিয়ে এসআই রহিম তাঁর কাছ থেকে ২ লাখ ৪৬ হাজার টাকা আদায় করেছেন। গত ২৮ জুলাই বিকেলে দুর্গাপুরের মোহনগঞ্জ বাজার থেকে তুলে নেওয়া হয় তাঁকে। সাদা পোশাকে এসআই রহিমসহ ছয়জন ছিলেন। সেদিন তুলে তাঁকে এলাকার একটি নির্জন পুকুর পাড়ে নেওয়া হয়।

মুরাদ বলেন, ‘রহিম প্রথমে আমার কাছে ৬ লাখ টাকা চাঁদা দাবি করেন। টাকা না দিলে আমাকে মাদক মামলায় ফাঁসানোর হুমকি দেন। বাঁচার জন্য আমি আমার বাবাকে ফোন করি। তিনি ২ লাখ ৪৬ হাজার টাকা এনে এসআই রহিমকে দেন। এরপর আমি দুই দফা জেলা পুলিশের কাছে লিখিত অভিযোগ করেও প্রতিকার পাইনি।’

মুরাদ হোসেন আরও বলেন, ‘লিখিত অভিযোগ করার কারণে এসআই রহিম এখন আবার আমাকে মাদকের মামলায় ফাঁসানোর পরিকল্পনা করছেন। পাশাপাশি আমাকে সামাজিকভাবে হেয় করার চেষ্টা করছেন।’ সংবাদ সম্মেলন থেকে এসআই আবদুর রহিমসহ তাঁর সহযোগীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন মুরাদ।

এ ব্যাপারে জানতে চাইলে অভিযুক্ত এসআই আবদুর রহিম বলেন, ‘মুরাদ আমার নামে অনেক জায়গায় অভিযোগ দিয়েছে। তদন্ত চলমান রয়েছে। তদন্ত হলে সত্য-মিথ্যা জানতে পারবেন।’

এ বিষয়ে জানতে চাইলে রাজশাহীর পুলিশ সুপার (এসপি) ফারজানা ইসলাম আজকের পত্রিকাকে বলেন, তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

১৮ দিন পর অপহৃত গরু ব্যবসায়ীর লাশ মিলল পদ্মা নদীতে

জাতীয় নির্বাচনের আগেই শাকসু দাবি রাবি শিবিরের

এনসিপির রাজশাহী জেলা ও মহানগর কমিটির দ্বন্দ্বের জেরে দুই কমিটিই স্থগিত

নাটোরে আদালত প্রাঙ্গণে দুপক্ষের সংঘর্ষ, আটক ৩

রাকসু জিএস আম্মারের ‘মানসিক চিকিৎসা’র দাবিতে ছাত্রদলের মানববন্ধন

আচরণবিধি লঙ্ঘন: জামায়াতের নায়েবে আমিরকে শোকজ

তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে টানানো ব্যানার সরিয়ে আম্মারের ভিডিও পোস্ট

দেশকে পাল্টে দিতে গণভোটে ‘হ্যাঁ’ দিতে হবে: স্বাস্থ্য উপদেষ্টা

নির্বাচনে নিরাপত্তা নিশ্চিত করতে ১ লাখ পুলিশকে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

রাবিতে ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা শুরু, আসনপ্রতি লড়ছেন ৫৯ পরীক্ষার্থী