হোম > সারা দেশ > রাজশাহী

বিক্ষুব্ধ গ্রাহকদের পল্লী বিদ্যুৎ অফিস ঘেরাও, অফিসে নেই ডিজিএম

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

তানোরে পল্লী বিদ্যুৎ অফিস ঘেরাও করে আজ বিক্ষোভ করেন গ্রাহকেরা। ছবি: সংগৃহীত

অতিরিক্ত বিদ্যুৎ বিলের প্রতিবাদে রাজশাহীর তানোরে পল্লী বিদ্যুৎ অফিস ঘেরাও করে বিক্ষোভ করেছেন স্থানীয়রা। আজ রোববার (২৯ জুন) সকাল সাড়ে ১০টার দিকে তানোর পল্লী বিদ্যুৎ সমিতি-১ কার্যালয়ে এ ঘটনা ঘটে। এ সময় বিক্ষুব্ধ গ্রাহকদের দাবি, তাঁদের তোপের মুখে সটকে পড়েন অফিসের উপমহাব্যবস্থাপক (ডিজিএম) মো. আমিনুল ইসলাম।

জানা গেছে, এদিন শতাধিক গ্রাহক বিলের অস্বাভাবিক বৃদ্ধির অভিযোগ নিয়ে অফিস চত্বরে জড়ো হন। ‘অতিরিক্ত বিল মানি না’, ‘দুর্নীতিবাজ কর্মকর্তার বিচার চাই’—এমন স্লোগান দিয়ে তাঁরা অফিস ঘেরাও করেন। বিক্ষোভকারীদের অভিযোগ, চলতি মাসে কোনো কারণ ছাড়াই তাঁদের দ্বিগুণ থেকে তিন গুণ পর্যন্ত বিদ্যুৎ বিল এসেছে, যা সম্পূর্ণ অযৌক্তিক ও অনৈতিক। তাঁরা অবিলম্বে অতিরিক্ত বিল বাতিল, দায়ী কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা, বিল যাচাইয়ের সুযোগ ও ভোক্তাবান্ধব সেবা নিশ্চিত করার দাবি জানান। ঘটনার খবর পেয়ে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বিক্ষোভকারীরা দাবি করেন, তাঁরা যখন বিদ্যুৎ অফিসে যান, তখন ডিজিএম আমিনুল ইসলাম সেখানে ছিলেন; কিন্তু পরে তাঁকে আর পাওয়া যায়নি।

স্থানীয় গ্রাহক মো. রফিকুল ইসলাম বলেন, ‘গত মাসে আমার বিল এসেছিল ৬৫০ টাকা, আর এ মাসে এসেছে ১ হাজার ৮৫০ টাকা। অথচ বিদ্যুৎ ব্যবহার বাড়েনি। তাহলে এত বিল এল কীভাবে?’ আরেক বাসিন্দা সালমা খাতুন বলেন, ‘এই অস্বাভাবিক বিলের বোঝা কীভাবে বইব? অফিসে গেলে কর্মকর্তারা অভিযোগ শুনতেই চান না, উল্টো তুচ্ছ-তাচ্ছিল্য করেন।’

বিষয়টি নিয়ে ডিজিএম আমিনুল ইসলামের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি। তবে নাম প্রকাশে অনিচ্ছুক পল্লী বিদ্যুৎ অফিসের এক কর্মকর্তা জানান, ‘এটি হয়তো মিটার রিডিং বা কোনো টেকনিক্যাল ত্রুটির কারণে হয়ে থাকতে পারে। আমরা বিষয়টি খতিয়ে দেখছি।’

তানোর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সালমান লিয়াকত বলেন, ‘বিষয়টি আমাদের নজরে এসেছে। আমরা গুরুত্বসহকারে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেব।’

রাজশাহীতে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১

নির্বাচনে ব্যাপক প্রভাব কালোটাকার: বদিউল আলম

রাবিতে ভর্তি পরীক্ষা শুরু কাল, মানতে হবে যেসব নির্দেশনা

আচরণবিধি লঙ্ঘন: রাজশাহী-১ আসনের বিএনপির প্রার্থীকে আদালতে তলব

রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের তিন কর্মকর্তাকে চাকরিচ্যুত

গণভোটের ব্যালটের টিক চিহ্ন মানেই ঠিক: আলী রীয়াজ

ট্রায়াল দেওয়ার নামে গাড়ি নিয়ে লাপাত্তা যুবদল নেতাকে বহিষ্কার

ব্রেনের চিকিৎসা করতেন এইচএসসি পাস নুরুল, ৬ মাসের জেল

দুই সহযোগীসহ ‘চাঁদাবাজ’ চান সওদাগর আটক, দেশীয় অস্ত্র উদ্ধার

লবণের কার্গো ট্রাকে মিলল ১২৬ কেজি গাঁজা