হোম > সারা দেশ > সিরাজগঞ্জ

সিরাজগঞ্জে ডাকঘর পরিদর্শক বরখাস্ত

সিরাজগঞ্জ প্রতিনিধি

অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের দায়ের করা মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারি করায় সিরাজগঞ্জের প্রধান ডাকঘরের (পোস্ট অফিস) পরিদর্শক গোলবার হোসেন অনন্তকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। 

গতকাল সোমবার পোস্ট মাস্টার জেনারেল (চলতি দায়িত্ব) কাজী আসাদুল ইসলাম স্বাক্ষরিত পত্রে গোলবার হোসেন অনন্তকে সাময়িক বরখাস্ত করা হয়। 

আজ মঙ্গলবার দুপুর ১২টার দিকে সিরাজগঞ্জের প্রধান ডাকঘরের পোস্ট মাস্টার জেনারেল মো. আলী আশরাফ এ তথ্য নিশ্চিত করে বলেন, ‘১৪ অক্টোবর (সোমবার) বিকেলে গোলবার হোসেন অনন্তের বরখাস্তের আদেশ হাতে পেয়েছি।’ 

আদালত সূত্রে জানা গেছে, সিরাজগঞ্জের প্রধান ডাকঘরের পরিদর্শক গোলবার হোসেন অনন্তের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন মামলার তদন্ত শেষে গত ১৩ মে আদালতে অভিযোগপত্র দাখিল করেন তদন্তকারী কর্মকর্তা। ১ অক্টোবর গোলবার হোসেন অনন্তের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। 

গোলবার হোসেন অনন্ত সিরাজগঞ্জ পৌর এলাকার সাহেদনগর মহল্লার মৃত গোলাম মোস্তফা সরকারের ছেলে। ২০০০ সালের ২৯ জুন ডাকঘরের পরিদর্শক হিসেবে যোগদান করেন তিনি। 

মামলার অভিযোগপত্র সূত্রে জানা গেছে, গোলবার হোসেন অনন্ত ২০১৮ সালের ৮ সেপ্টেম্বর দুর্নীতি দমন কমিশনের প্রধান কার্যালয়ে সম্পদ বিবরণী দাখিল করেন। সেখানে তিনি নিজ নামে ৬৩ লাখ টাকা মূল্যের স্থাবর, ৪৮ লাখ টাকা মূল্যের অস্থাবরসহ মোট ১ কোটি ১১ লাখ টাকার সম্পদ অর্জনের তথ্য দেন। 

সম্পদ বিবরণী যাচাইকালে গোলবার হোসেন অনন্তের নামে ৮৩ লাখ ২০ হাজার টাকা মূল্যের স্থাবর এবং ৪৮ লাখ টাকা মূল্যের অস্থাবরসহ মোট ১ কোটি ৩১ লাখ ২০ টাকার সম্পদ অর্জনের তথ্য পাওয়া যায়। এ ক্ষেত্রে তিনি দাখিল করা সম্পদ বিবরণীতে ২০ লাখ ২০ হাজার টাকা মূল্যের সম্পদ অর্জনের তথ্য গোপন করে দুদক আইন, ২০০৪-এর ২৬ (খ) ধারায় শাস্তিযোগ্য অপরাধ করেছেন। 

তদন্ত শেষে চলতি বছরের ১৩ মে আদালতে অভিযোগপত্র দাখিল করেন মামলার তদন্তকারী কর্মকর্তা ও দুর্নীতি দমন কমিশন সমন্বিত পাবনা জেলা কার্যালয়ের উপসহকারী পরিচালক মো. মোক্তার হোসেন। পরে আদালত তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। এ কারণে তাঁকে সাময়িক বরখাস্ত করা হয়।

আচরণবিধি লঙ্ঘন: রাজশাহী-১ আসনের বিএনপির প্রার্থীকে আদালতে তলব

রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের তিন কর্মকর্তাকে চাকরিচ্যুত

গণভোটের ব্যালটের টিক চিহ্ন মানেই ঠিক: আলী রীয়াজ

ট্রায়াল দেওয়ার নামে গাড়ি নিয়ে লাপাত্তা যুবদল নেতাকে বহিষ্কার

ব্রেনের চিকিৎসা করতেন এইচএসসি পাস নুরুল, ৬ মাসের জেল

দুই সহযোগীসহ ‘চাঁদাবাজ’ চান সওদাগর আটক, দেশীয় অস্ত্র উদ্ধার

লবণের কার্গো ট্রাকে মিলল ১২৬ কেজি গাঁজা

জামায়াতে ইসলামীতে কেউ স্বাধীনতাবিরোধী নয়: মেজর আখতারুজ্জামান

দেশে ১৭ লাখ ৮০ হাজার শিশু শ্রমে নিযুক্ত: সচিব

রাজশাহীতে হেরোইনসহ দম্পতি গ্রেপ্তার