হোম > সারা দেশ > রাজশাহী

আদালতে জামিন নিয়ে বেরিয়ে ছুরিকাহত আসামি 

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

রাজশাহীর আদালত এলাকায় জামিন পাওয়া আসামিকে ছুরিকাঘাতের ঘটনা ঘটেছে। আজ বুধবার রাজশাহী মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-২–এর সামনে এ ঘটনা ঘটে। জানতে পেরে আদালত তাৎক্ষণিকভাবে জড়িতদের আটকের নির্দেশ দেন। পরে পুলিশ দুজনকে আটক করে থানা হেফাজতে নিয়েছে।

আহত আতিকুল ইসলাম সাদ্দামকে (২৮) উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। তিনি রাজশাহীর কাটাখালী থানার বেলঘরিয়া মহল্লার মো. আলাউদ্দিনের ছেলে।

আটক ব্যক্তিরা হলেন মো. শাহিন (৪৫) ও তাঁর ছেলে আলিফ ওরফে রাব্বি (১৮)। তাঁরা কাটাখালী পৌরসভার শ্যামপুর পশ্চিমপাড়া মহল্লার বাসিন্দা। শাহিনের মেয়ে শাহরিন আক্তার আরিফাকে প্রতারণা করে বিয়ে করার মামলায় জামিন নিতে আদালতে যান ভুক্তভোগী। জামিন পাওয়ার পর তাঁর ওপর হামলা হয়।

আদালত সূত্রে জানা গেছে, গত বছর পারিবারিকভাবে আতিকুলের সঙ্গে শাহরিন আক্তারের বিয়ে হয়। শাহরিন আক্তারের মা লাভলী বেগম গত ৩০ জানুয়ারি আদালতে আতিকুল ও তাঁর মা-বাবাসহ চারজনের বিরুদ্ধে একটি নালিশি মামলার আবেদন করেন।

মামলার আরজিতে তিনি অভিযোগ করেন, বিবাহিত হওয়া সত্ত্বেও আতিকুল অবিবাহিত সেজে তাঁর মেয়েকে দ্বিতীয় বিয়ে করেন। আদালত সেদিন কোনো আদেশ না দিয়ে এ ব্যাপারে প্রতিবেদন দাখিলের জন্য কাটাখালী পৌরসভার মেয়রকে নির্দেশ দেন। পরে মেয়রের প্রতিবেদন এলে গত ১০ জুলাই আদালত মামলাটি গ্রহণ করেন এবং আসামিদের প্রতি সমন জারি করেন।

সমন পেয়ে মামলার নির্ধারিত দিনে আজ (বুধবার) আদালতে হাজির হন আসামিরা। এ সময় তাঁদের আইনজীবী জামিনের আবেদন করলে আদালতের বিচারক মো. মাসুদুজ্জামান তা মঞ্জুর করেন।

আদালতের স্টেনো টাইপিস্ট মনজুরুল হক জানান, জামিন পেয়ে আসামিরা আদালত থেকে বের হন। তখন ফাঁকা জায়গায় বাদীপক্ষের লোকজন আসামি আতিকুল ইসলামকে ছুরিকাঘাত করে। ঘটনা জানতে পেরে আদালত তাৎক্ষণিকভাবে ঘটনার সঙ্গে জড়িতদের আটক করার নির্দেশ দেন। এ সময় আদালত চত্বরে থাকা পুলিশ দুজনকে ধরে ফেলে। পরে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য তাদের রাজপাড়া থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

রামেক হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক শঙ্কর কে বিশ্বাস জানান, আতিকুলের শরীরের কয়েকটি স্থানে জখম হয়। তবে গভীর ক্ষত নয় বলে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।

যোগাযোগ করা হলে আতিকুল দাবি করে বলেন, মামলার বাদী লাভলী বেগম, তাঁর স্বামী শাহিন এবং তাঁদের ছেলে রাব্বিসহ চার-পাঁচজন তাকে ছুরিকাঘাত করেন। ঘটনাস্থল থেকে দুটি ছুরি জব্দ করে পুলিশকে দেওয়া হয়েছে বলেও জানান তিনি। মামলার অভিযোগের বিষয়ে কথা বলতে চাইলে তিনি সংযোগ বিচ্ছিন্ন করে দেন।

এ বিষয়ে নগরীর রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, আটক দুজনকে থানাহাজতে রাখা হয়েছেন। তাঁদের বিরুদ্ধে ভুক্তভোগী মামলা দায়ের করবেন।

এনসিপির রাজশাহী জেলা ও মহানগর কমিটির দ্বন্দ্বের জেরে দুই কমিটিই স্থগিত

নাটোরে আদালত প্রাঙ্গণে দুপক্ষের সংঘর্ষ, আটক ৩

রাকসু জিএস আম্মারের ‘মানসিক চিকিৎসা’র দাবিতে ছাত্রদলের মানববন্ধন

আচরণবিধি লঙ্ঘন: জামায়াতের নায়েবে আমিরকে শোকজ

তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে টানানো ব্যানার সরিয়ে আম্মারের ভিডিও পোস্ট

দেশকে পাল্টে দিতে গণভোটে ‘হ্যাঁ’ দিতে হবে: স্বাস্থ্য উপদেষ্টা

নির্বাচনে নিরাপত্তা নিশ্চিত করতে ১ লাখ পুলিশকে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

রাবিতে ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা শুরু, আসনপ্রতি লড়ছেন ৫৯ পরীক্ষার্থী

ভর্তি পরীক্ষায় বসে বাবাকে প্রশ্নপত্রের ছবি পাঠাতে গিয়ে ধরা

রাবিতে ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত