হোম > সারা দেশ > রাজশাহী

পদ্মায় নিখোঁজের ২১ ঘণ্টা পর শিশুর লাশ উদ্ধার

বাঘা (রাজশাহী) প্রতিনিধি 

রাজশাহীর বাঘায় পদ্মা নদীতে নিখোঁজের ২১ ঘণ্টা পর লাবনী খাতুন (৮) নামে এক শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। আজ রোববার সকাল ১০টার দিকে পদ্মা নদীর মানিকের চর এলাকায় খেয়াঘাটের পাশ থেকে লাশটি উদ্ধার করা হয়। নৌ পুলিশের চারঘাট ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) বেলাল হোসেন আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেছেন। 

পুলিশ ও মেয়েটির পরিবার সূত্র জানায়, গতকাল শনিবার দুপুর দেড়টার দিকে চাচাতো ভাই-বোনদের সঙ্গে বাড়ির পাশের পদ্মায় গোসল করতে নেমে নিখোঁজ হয় লাবনী খাতুন। এর পরে নদীতে নৌকায় করে ও জেলেদের জাল দিয়ে খোঁজ করেও উদ্ধার করা যায়নি। আজ রোববার সকালে সেখান থেকে ১ কিলোমিটার দূরে মানিকের চর এলাকায় খেয়াঘাটের পাশ থেকে ভাসমান অবস্থায় লাশ উদ্ধার করা হয়। 

লাবনী খাতুন উপজেলার পদ্মার চরাঞ্চলের আতারপাড়া গ্রামের শাহা জামাল ওরফে লালুর মেয়ে এবং একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তৃতীয় শ্রেণি ছাত্রী। 

বাবা শাহা জামাল জানান, শনিবার দুপুরে চাচাতো ভাই-বোনদের সঙ্গে বাড়ির পাশে পদ্মায় গোসল করতে নেমে নিখোঁজ হয় লাবনী খাতুন। পরে নদীতে খোঁজ করেও পাওয়া যায়নি। আজ রোববার সকালে মানিকের চর এলাকায় খেয়াঘাটের পাশ থেকে ভাসমান লাশ উদ্ধার করা হয়।

প্রথম আলো, ডেইলি স্টারসহ সুশীল সংবাদপত্র অবশ্যই বন্ধ করতে হবে: রাকসু ভিপি

বিএনপির ‘বিদ্রোহী’ প্রার্থীর মনোনয়ন ফরম তুললেন দণ্ডিত আসামি, খুঁজে পায় না পুলিশ

ভেকু দিয়ে যুবককে হত্যার ঘটনায় ৭ জনের বিরুদ্ধে মামলা

রাজশাহীতে বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হলো আ.লীগ পরিত্যক্ত কার্যালয়

বগুড়ায় স্ত্রীকে হত্যা করে সেপটিক ট্যাংকে লাশ ফেলে থানায় নিখোঁজের জিডি

রাবিতে আওয়ামীপন্থী ডিনদের পদত্যাগের আলটিমেটাম রাকসুর জিএস আম্মারের

ঋত্বিক ঘটকের পৈতৃক ভিটা ভাঙচুরের সঙ্গে জড়িতদের শাস্তির দাবি

রাজশাহীতে ভারতীয় সহকারী হাইকমিশন অভিমুখে যাত্রা, পুলিশি বাধায় পণ্ড

আবাদি জমিতে পুকুর খননে বাধা, কৃষককে এক্সকাভেটরের নিচে ফেলে হত্যা

ইউপি সদস্যের কার্যালয়ে আটকে রাখা ব্যক্তির লাশ উদ্ধার, নির্যাতনে মৃত্যুর অভিযোগ