কুষ্টিয়ার ভেড়ামারায় পদ্মা নদীতে জেলের জালে একটি ঘড়িয়াল ধরা পড়েছে। আজ শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বাহিরচর ইউনিয়নের লালনশাহ সেতুর নিচে পদ্মা নদীতে আবুল কালাম আজাদ নামের এক জেলের জালে প্রায় ১০ ফুট লম্বা এই ঘড়িয়াল ধরা পড়ে। এরপর ঘড়িয়ালটি একনজর দেখতে ভিড় করে স্থানীয় মানুষ।
বাহিরচর ইউনিয়ন পরিষদের সদস্য আসাদুজ্জামান কচি জানান, ‘বারোদাগ গ্রামের জেলে আবুল কালাম আজাদ, সজল, আশরাফুল, হোসেন আলী প্রতিদিনের মতো আজও পদ্মায় মাছ ধরার জন্য জাল ফেলেন। সন্ধ্যায় জাল তোলার সময় তাঁরা দেখতে পান প্রায় ১০ ফুট লম্বা একটি ঘড়িয়াল জালে আটকে আছে। এ সময় অন্য জেলেদের সহযোগিতায় ঘড়িয়ালটি ধরে নদীর পাড়ে আনেন তাঁরা। পরে বন বিভাগে খবর দেওয়া হয়। বন বিভাগের কর্মকর্তারা রাত ৯টার দিকে পদ্মা নদীতেই ঘড়িয়ালটিকে অবমুক্ত করেন।