হোম > সারা দেশ > রাজশাহী

ভেড়ামারায় পদ্মায় জেলের জালে ঘড়িয়াল

ভেড়ামারা (কুষ্টিয়া) প্রতিনিধি 

কুষ্টিয়ার ভেড়ামারায় পদ্মা নদীতে জেলের জালে একটি ঘড়িয়াল ধরা পড়েছে। আজ শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বাহিরচর ইউনিয়নের লালনশাহ সেতুর নিচে পদ্মা নদীতে আবুল কালাম আজাদ নামের এক জেলের জালে প্রায় ১০ ফুট লম্বা এই ঘড়িয়াল ধরা পড়ে। এরপর ঘড়িয়ালটি একনজর দেখতে ভিড় করে স্থানীয় মানুষ। 

বাহিরচর ইউনিয়ন পরিষদের সদস্য আসাদুজ্জামান কচি জানান, ‘বারোদাগ গ্রামের জেলে আবুল কালাম আজাদ, সজল, আশরাফুল, হোসেন আলী প্রতিদিনের মতো আজও পদ্মায় মাছ ধরার জন্য জাল ফেলেন। সন্ধ্যায় জাল তোলার সময় তাঁরা দেখতে পান প্রায় ১০ ফুট লম্বা একটি ঘড়িয়াল জালে আটকে আছে। এ সময় অন্য জেলেদের সহযোগিতায় ঘড়িয়ালটি ধরে নদীর পাড়ে আনেন তাঁরা। পরে বন বিভাগে খবর দেওয়া হয়। বন বিভাগের কর্মকর্তারা রাত ৯টার দিকে পদ্মা নদীতেই ঘড়িয়ালটিকে অবমুক্ত করেন। 

এ নিয়ে জেলে মো. সজল বলেন, ‘পদ্মা নদীর লালনশাহ সেতুর নিচ থেকে মুনশিপাড়ার সাগর মুনশির বাড়ি পর্যন্ত প্রায় দুই কিলোমিটারজুড়ে জাল ফেলি। সন্ধ্যায় জাল তোলার সময় ঘড়িয়ালটিকে জালে আটকে পড়া অবস্থায় দেখতে পাই। এ সময় ভয় পেলেও কয়েক ঘণ্টা পানিতে খেলিয়ে ক্লান্ত করে এটি ধরি।’ 

এ বিষয়ে ভেড়ামারা বন বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহিদুল ইসলাম বলেন, ‘কুমির ধরা পড়েছে খবর পেয়ে ঘটনাস্থলে যাই। তবে এটি কুমির নয় ঘড়িয়াল। এরা মূলত মাছ খায়। ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কথা বলে আজ শুক্রবার রাত ৯টার দিকে পদ্মা নদীতেই এটিকে অবমুক্ত করা হয়।’

শিক্ষক নেটওয়ার্ক বন্ধের আহ্বান জানাচ্ছি: রাকসু জিএস আম্মার

রাজশাহী-৫ আসনে জামায়াতের প্রার্থী পরিবর্তন

রাজশাহী বিশ্ববিদ্যালয়: তহবিলের হিসাব না পেয়ে দৃশ্যত স্থবির রাকসু

রাজশাহীতে র‍্যাবের অভিযানে আগ্নেয়াস্ত্র উদ্ধার

রাজশাহীর চরাঞ্চলে শিয়ালের আতঙ্ক, এক রাতে আক্রান্ত ২০০ গরু

বগুড়ায় বিএনপির মিছিলে হামলার মামলায় শ্রমিক লীগ নেতা গ্রেপ্তার

ওসমান হাদি হত্যার বিচার দাবিতে রাজশাহীতে শিক্ষার্থীদের অবস্থান

সিরাজগঞ্জে লাশবাহী গাড়ির সঙ্গে সিমেন্টবোঝাই ট্রাকের সংঘর্ষ, আহত ২

যুবকের হাত-পা কেটে দেওয়ার অভিযোগ জামায়াত-শিবিরের কর্মীদের বিরুদ্ধে

চিড়িয়াখানা ফাঁকা করে আবার প্রাণ ফেরানোর চেষ্টায় রাসিক