হোম > সারা দেশ > রাজশাহী

ভেড়ামারায় পদ্মায় জেলের জালে ঘড়িয়াল

ভেড়ামারা (কুষ্টিয়া) প্রতিনিধি 

কুষ্টিয়ার ভেড়ামারায় পদ্মা নদীতে জেলের জালে একটি ঘড়িয়াল ধরা পড়েছে। আজ শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বাহিরচর ইউনিয়নের লালনশাহ সেতুর নিচে পদ্মা নদীতে আবুল কালাম আজাদ নামের এক জেলের জালে প্রায় ১০ ফুট লম্বা এই ঘড়িয়াল ধরা পড়ে। এরপর ঘড়িয়ালটি একনজর দেখতে ভিড় করে স্থানীয় মানুষ। 

বাহিরচর ইউনিয়ন পরিষদের সদস্য আসাদুজ্জামান কচি জানান, ‘বারোদাগ গ্রামের জেলে আবুল কালাম আজাদ, সজল, আশরাফুল, হোসেন আলী প্রতিদিনের মতো আজও পদ্মায় মাছ ধরার জন্য জাল ফেলেন। সন্ধ্যায় জাল তোলার সময় তাঁরা দেখতে পান প্রায় ১০ ফুট লম্বা একটি ঘড়িয়াল জালে আটকে আছে। এ সময় অন্য জেলেদের সহযোগিতায় ঘড়িয়ালটি ধরে নদীর পাড়ে আনেন তাঁরা। পরে বন বিভাগে খবর দেওয়া হয়। বন বিভাগের কর্মকর্তারা রাত ৯টার দিকে পদ্মা নদীতেই ঘড়িয়ালটিকে অবমুক্ত করেন। 

এ নিয়ে জেলে মো. সজল বলেন, ‘পদ্মা নদীর লালনশাহ সেতুর নিচ থেকে মুনশিপাড়ার সাগর মুনশির বাড়ি পর্যন্ত প্রায় দুই কিলোমিটারজুড়ে জাল ফেলি। সন্ধ্যায় জাল তোলার সময় ঘড়িয়ালটিকে জালে আটকে পড়া অবস্থায় দেখতে পাই। এ সময় ভয় পেলেও কয়েক ঘণ্টা পানিতে খেলিয়ে ক্লান্ত করে এটি ধরি।’ 

এ বিষয়ে ভেড়ামারা বন বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহিদুল ইসলাম বলেন, ‘কুমির ধরা পড়েছে খবর পেয়ে ঘটনাস্থলে যাই। তবে এটি কুমির নয় ঘড়িয়াল। এরা মূলত মাছ খায়। ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কথা বলে আজ শুক্রবার রাত ৯টার দিকে পদ্মা নদীতেই এটিকে অবমুক্ত করা হয়।’

১৮ দিন পর অপহৃত গরু ব্যবসায়ীর লাশ মিলল পদ্মা নদীতে

জাতীয় নির্বাচনের আগেই শাকসু দাবি রাবি শিবিরের

এনসিপির রাজশাহী জেলা ও মহানগর কমিটির দ্বন্দ্বের জেরে দুই কমিটিই স্থগিত

নাটোরে আদালত প্রাঙ্গণে দুপক্ষের সংঘর্ষ, আটক ৩

রাকসু জিএস আম্মারের ‘মানসিক চিকিৎসা’র দাবিতে ছাত্রদলের মানববন্ধন

আচরণবিধি লঙ্ঘন: জামায়াতের নায়েবে আমিরকে শোকজ

তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে টানানো ব্যানার সরিয়ে আম্মারের ভিডিও পোস্ট

দেশকে পাল্টে দিতে গণভোটে ‘হ্যাঁ’ দিতে হবে: স্বাস্থ্য উপদেষ্টা

নির্বাচনে নিরাপত্তা নিশ্চিত করতে ১ লাখ পুলিশকে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

রাবিতে ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা শুরু, আসনপ্রতি লড়ছেন ৫৯ পরীক্ষার্থী