হোম > সারা দেশ > পাবনা

সাঁথিয়ায় বাস উল্টে পুকুরে, আহত ২৫

সাঁথিয়া (পাবনা) প্রতিনিধি 

পাবনার সাঁথিয়ায় যাত্রীবাহী বাস উল্টে রাস্তার পাশে পুকুরের পানিতে পড়ে অন্তত ২৫ জন যাত্রী আহত হয়েছেন। আজ মঙ্গলবার সকাল ১০টার দিকে সাঁথিয়া উপজেলার ধুলাউড়ি ইউনিয়নের তেরখাদা গ্রামের বটতলা নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে। আহত যাত্রীদের উদ্ধার করে পাবনা ও ফরিদপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহত ব্যক্তিদের মধ্যে ফরিদপুর উপজেলার উত্তর টিয়াপাড়া গ্রামের একই পরিবারের রিনা খাতুন (৩৫), মারিয়া খাতুন (৪), মুসলিমা খাতুন (২৫), মেরিনা খাতুন (৪৫), ডেমরা গ্রামের ইসহাক আলী (৪৮), ছোট পাথাইলহাট গ্রামের সুমাইয়ার (১৮) পরিচয় পাওয়া গেলেও বাকি আহত ব্যক্তিদের পরিচয় পাওয়া যায়নি। 

স্থানীয়দের বরাত দিয়ে সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসিফ মোহাম্মদ সিদ্দিকুল ইসলাম জানান, ফরিদপুর ‍উপজেলার ডেমরা থেকে বিশ্বাস এক্সপ্রেস নামের যাত্রীবাহী বাস পাবনার উদ্দেশে ছেড়ে যায়। বাসটি ডেমরা-আতাইকুলা সড়কের সাঁথিয়ার তেরখাদা গ্রামের বটতলা নামক স্থানে পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারান। এ সময় বাসটি রাস্তার পাশে পুকুরে উল্টে যায়। যাত্রীদের চিৎকারে আশপাশের লোকজন এসে আহত ব্যক্তিদের উদ্ধার করে ফরিদপুর উপজেলা ও পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করে। 

খবর পেয়ে পাবনা ও সাঁথিয়ার ফায়ার সার্ভিসের ২টি ইউনিট দ্রুত ঘটনাস্থলে গিয়ে পুকুর থেকে বাস ও আহত ব্যক্তিদের উদ্ধারের জন্য পুকুর থেকে শ্যালোমেশিনের সাহায্যে পানিনিষ্কাশন করে। তবে এ ঘটনায় কেউ মারা যায়নি। উদ্ধারকাজ চলাকালে সকাল সাড়ে ৯টা থেকে বেলা ১টা পর্যন্ত আঞ্চলিক ওই সড়কে যানজটের সৃষ্টি হয়। বাসটি উদ্ধারের পর যানজট নিরসন হয়। এ ঘটনায় থানায় কেউ অভিযোগ দেয়নি। 

রাজশাহীতে কৃষক লীগ নেত্রী ও আ.লীগ সমর্থক আইনজীবীর মনোনয়নপত্র দাখিল

খালেদা জিয়ার মৃত্যু: শোকে স্তব্ধ বগুড়াবাসী

কম্বল নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৩

শিক্ষক নেটওয়ার্ক বন্ধের আহ্বান জানাচ্ছি: রাকসু জিএস আম্মার

রাজশাহী-৫ আসনে জামায়াতের প্রার্থী পরিবর্তন

রাজশাহী বিশ্ববিদ্যালয়: তহবিলের হিসাব না পেয়ে দৃশ্যত স্থবির রাকসু

রাজশাহীতে র‍্যাবের অভিযানে আগ্নেয়াস্ত্র উদ্ধার

রাজশাহীর চরাঞ্চলে শিয়ালের আতঙ্ক, এক রাতে আক্রান্ত ২০০ গরু

বগুড়ায় বিএনপির মিছিলে হামলার মামলায় শ্রমিক লীগ নেতা গ্রেপ্তার

ওসমান হাদি হত্যার বিচার দাবিতে রাজশাহীতে শিক্ষার্থীদের অবস্থান