হোম > সারা দেশ > রাজশাহী

সোমবার রাবিতে যাচ্ছেন শিক্ষামন্ত্রী

রাবি প্রতিনিধি

কৃতী শিক্ষার্থীদের হাতে স্বর্ণপদক তুলে দিতে আগামীকাল সোমবার রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) যাচ্ছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে এ পদক প্রদান অনুষ্ঠান হবে। 

আজ রোববার বিকেলে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক প্রদীপ কুমার পাণ্ডে বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রদীপ কুমার পাণ্ডে জানান, অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের ১০৩ জন কৃতী শিক্ষার্থীর হাতে স্বর্ণপদক তুলে দেওয়া হবে। তাঁদের মধ্যে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের প্রথম ও দ্বিতীয় স্থান অধিকারী ৯৬ জনকে অগ্রণী ব্যাংক থেকে ‘বঙ্গবন্ধু স্বর্ণপদক’, দর্শন বিভাগের ৫ জনকে ‘ড. মমতাজ উদ্দিন আহমদ স্বর্ণপদক’, চিকিৎসা অনুষদের ২ জন শিক্ষার্থীকে ‘ডা. এ কে খান স্বর্ণপদক’ দেওয়া হবে। 

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক সুলতান-উল ইসলাম ও অধ্যাপক হুমায়ুন কবীর, কোষাধ্যক্ষ অধ্যাপক অবায়দুর রহমান প্রামাণিক এবং অতিথি হিসেবে অগ্রণী ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. মুরশেদুল ইসলাম। এ ছাড়া অনুষ্ঠানে কৃতী শিক্ষার্থীদের অভিভাবকেরাও উপস্থিত থাকবেন। 

এদিন সকাল সাড়ে ৮টায় স্বর্ণপদকপ্রাপ্ত শিক্ষার্থীদের নিবন্ধন শুরু হবে। সকাল ১০টার দিকে পদক প্রদান শেষে বেলা সাড়ে ১১টা থেকে অতিথিরা বক্তব্য দেবেন।

শিক্ষক নেটওয়ার্ক বন্ধের আহ্বান জানাচ্ছি: রাকসু জিএস আম্মার

রাজশাহী-৫ আসনে জামায়াতের প্রার্থী পরিবর্তন

রাজশাহী বিশ্ববিদ্যালয়: তহবিলের হিসাব না পেয়ে দৃশ্যত স্থবির রাকসু

রাজশাহীতে র‍্যাবের অভিযানে আগ্নেয়াস্ত্র উদ্ধার

রাজশাহীর চরাঞ্চলে শিয়ালের আতঙ্ক, এক রাতে আক্রান্ত ২০০ গরু

বগুড়ায় বিএনপির মিছিলে হামলার মামলায় শ্রমিক লীগ নেতা গ্রেপ্তার

ওসমান হাদি হত্যার বিচার দাবিতে রাজশাহীতে শিক্ষার্থীদের অবস্থান

সিরাজগঞ্জে লাশবাহী গাড়ির সঙ্গে সিমেন্টবোঝাই ট্রাকের সংঘর্ষ, আহত ২

যুবকের হাত-পা কেটে দেওয়ার অভিযোগ জামায়াত-শিবিরের কর্মীদের বিরুদ্ধে

চিড়িয়াখানা ফাঁকা করে আবার প্রাণ ফেরানোর চেষ্টায় রাসিক