হোম > সারা দেশ > রাজশাহী

বন বিভাগের কার্যালয়ে বন্য হাতির তাণ্ডব, তছনছ

নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি 

শেরপুরের নালিতাবাড়ীর সীমান্তবর্তী বন বিভাগের বিট কার্যালয়ে বন্য হাতির তাণ্ডব। ছবি: আজকের পত্রিকা

শেরপুরের নালিতাবাড়ী উপজেলার সীমান্তবর্তী বন বিভাগের বিট কার্যালয়ে ২০ থেকে ২৫টি বন্য হাতির দল তাণ্ডব চালিয়ে ঘরের আসবাবপত্র ভেঙে তছনছ করে দিয়েছে। গতকাল সোমবার রাত সাড়ে ৯টার দিকে পাহাড়ের টিলায় অবস্থিত বাতকুচি বিট কার্যালয়ে এ ঘটনা ঘটে।

বন বিভাগের মধুটিলা রেঞ্জ কার্যালয় সূত্রে জানা গেছে, গতকাল বিকেলে একটি হাতি বিট কার্যালয়ের সীমানায় চলে আসে। খবর পেয়ে বন বিভাগের লোকজন, গ্রামবাসী ও এলিফ্যান্ট রেসপন্স টিমের সদস্যরা তাড়িয়ে জঙ্গলে ফিরিয়ে দেন। পরে রাত সাড়ে ৯টার দিকে ওই হাতিসহ ২০-২৫টি হাতির দল বাতকুচি বিট কার্যালয়ের চারপাশে দাঁড়িয়ে থাকে। এতে ৪-৫টি হাতি ঘরের দরজা-জানালা ভেঙে ফেলে। এ সময় দলের সঙ্গে থাকা কয়েকটি হাতির শাবক ঘরের ভেতরে প্রবেশ করে।

পরে ঘরে থাকা চাল খেয়ে ফেলে এবং তিনটি কক্ষে থাকা সব আসবাবপত্র ভেঙে তছনছ করে ফেলে। পরে সেখান থেকে দলটি বন উপদেষ্টার পরিদর্শন করে যাওয়া প্রস্তাবিত দাওধারা কাটাবাড়ি পর্যটনকেন্দ্রে অবস্থান করে ও জঙ্গলের দিকে চলে যায়। রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেন মধুটিলা ইকোপার্কের রেঞ্জ কর্মকর্তা মো. দেওয়ান আলীসহ বন বিভাগের লোকজন।

জানতে চাইলে শমশ্চুড়া বিট কর্মকর্তা মো. কাওসার হোসেন আজকের পত্রিকাকে বলেন, শমশ্চুড়া ও কাটাবাড়ি এলাকার জঙ্গলে ৩০-৩৫টি হাতি দুই ভাগে অবস্থান করছে। বিট কার্যালয় ভেঙে শেষ রাতে কয়েকটি ঘর ভেঙে দিয়েছে।

শেরপুরের নালিতাবাড়ীর সীমান্তবর্তী বন বিভাগের বিট কার্যালয়ে বন্য হাতির তাণ্ডব। ছবি: আজকের পত্রিকা

বন বিভাগের মধুটিলা ইকোপার্কের রেঞ্জ কর্মকর্তা মো. দেওয়ান আলী বলেন, বাতকুচি বিট অফিসটা টিলার ওপরে। গতকাল বিকেলে একটি হাতি দেখে যাওয়ার পর রাতে দল বেঁধে হানা দিয়েছে। এতে অফিসে থাকা সবকিছু তছনছ করে ফেলেছে।

ট্রায়াল দেওয়ার নামে গাড়ি নিয়ে লাপাত্তা যুবদল নেতাকে বহিষ্কার

ব্রেনের চিকিৎসা করতেন এইচএসসি পাস নুরুল, ৬ মাসের জেল

দুই সহযোগীসহ ‘চাঁদাবাজ’ চান সওদাগর আটক, দেশীয় অস্ত্র উদ্ধার

লবণের কার্গো ট্রাকে মিলল ১২৬ কেজি গাঁজা

জামায়াতে ইসলামীতে কেউ স্বাধীনতাবিরোধী নয়: মেজর আখতারুজ্জামান

দেশে ১৭ লাখ ৮০ হাজার শিশু শ্রমে নিযুক্ত: সচিব

রাজশাহীতে হেরোইনসহ দম্পতি গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জে ২ ভারতীয় নাগরিক আটক, বিএসএফের কাছে হস্তান্তর

প্রক্সির মাধ্যমে ভর্তি হওয়া রাবির তিন শিক্ষার্থীকে বহিষ্কার

সীমান্ত দিয়ে আসা অস্ত্র দেশের নিরাপত্তার জন্য হুমকি: বিজিবির রাজশাহী সেক্টর কমান্ডার