হোম > সারা দেশ > রাজশাহী

একসঙ্গে ডেঙ্গু-করোনায় আক্রান্ত, গর্ভের সন্তানসহ প্রাণ গেল নারীর

শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি

বগুড়া শাজাহানপুর উপজেলায় ডেঙ্গু জ্বর এবং করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গর্ভবতী এক নারীর মৃত্যু হয়েছে। গতকাল বুধবার সন্ধ্যা ৬টার দিকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। 

বিষয়টি নিশ্চিত করেছেন শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালের সহকারী পরিচালক জাকারিয়া রানা। তিনি বলেন, ‘অন্তঃসত্ত্বা ওই নারী ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন। পরে করোনাভাইরাস পরীক্ষায় পজিটিভ পাওয়া যায়। গতকাল বুধবার সন্ধ্যা ৬টার দিকে তাঁর মৃত্যু হয়। তাঁর পেটের বাচ্চাকেও বাঁচানো যায়নি।’

মৃত ওই নারীর নাম—রোকসানা খাতুন (২৭)। তিনি ধুনট উপজেলার বেড়েরবাড়ী গ্রামের জাবির হাসানের স্ত্রী। ওই দম্পতি শাজাহানপুর উপজেলার দুবলাগাড়ি এলাকায় বসবাস করতেন। 

ওই নারীর স্বামী জাবির হাসান আজকের পত্রিকাকে বলেন, ‘আমার স্ত্রী অন্তঃসত্ত্বা ছিল। আগামী ২৮ আগস্ট ডেলিভারি হওয়ার কথা ছিল। এর মধ্যে প্রচণ্ড জ্বর এবং শরীরে ব্যথা নিয়ে গত ১৭ জুলাই (সোমবার) বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করাই। সে সময় পরীক্ষায় ডেঙ্গু রোগ ধরা পড়ে। করোনা পরীক্ষার জন্য নমুনাও নেন চিকিৎসকেরা।’ 

তিনি আরও বলেন, ‘গতকাল বুধবার বিকেল ৪টার দিকে করোনা পরীক্ষার ফলাফল থেকে জানতে পারি, আমার স্ত্রী করোনা রোগেও আক্রান্ত হয়েছ। ওই দিন বিকেল ৬টার দিকে হাসপাতালের আইসিইউ ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় আমার স্ত্রীর মৃত্যু হয়। সঙ্গে পেটের সন্তানও মারা গেছে। পরে রাত ১০টার দিকে ডেমাজানী কুন্দইশ গ্রামে ওর বাবার বাড়িতে পারিবারিক কবরস্থানে লাশ দাফন করা হয়েছে।’ 

এ বিষয়ে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালের সহকারী পরিচালক জাকারিয়া রানা আজকের পত্রিকাকে বলেন,

আচরণবিধি লঙ্ঘন: রাজশাহী-১ আসনের বিএনপির প্রার্থীকে আদালতে তলব

রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের তিন কর্মকর্তাকে চাকরিচ্যুত

গণভোটের ব্যালটের টিক চিহ্ন মানেই ঠিক: আলী রীয়াজ

ট্রায়াল দেওয়ার নামে গাড়ি নিয়ে লাপাত্তা যুবদল নেতাকে বহিষ্কার

ব্রেনের চিকিৎসা করতেন এইচএসসি পাস নুরুল, ৬ মাসের জেল

দুই সহযোগীসহ ‘চাঁদাবাজ’ চান সওদাগর আটক, দেশীয় অস্ত্র উদ্ধার

লবণের কার্গো ট্রাকে মিলল ১২৬ কেজি গাঁজা

জামায়াতে ইসলামীতে কেউ স্বাধীনতাবিরোধী নয়: মেজর আখতারুজ্জামান

দেশে ১৭ লাখ ৮০ হাজার শিশু শ্রমে নিযুক্ত: সচিব

রাজশাহীতে হেরোইনসহ দম্পতি গ্রেপ্তার