হোম > সারা দেশ > রাজশাহী

রাজশাহীর আ.লীগ নেতা ডাবলু সরকার দুদিনের রিমান্ডে

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

ডাবলু সরকারের দুপুরে কারাগার থেকে আদালতে আনা হয়। ছবি: আজকের পত্রিকা

রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকারের দুদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ সোমবার (৩০ ডিসেম্বর) দুপুরে রাজশাহী মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-১ এর বিচারক ফয়সাল তারেক তাঁর এই রিমান্ড মঞ্জুর করেন।

রিমান্ড শুনানির জন্য ডাবলু সরকারকে এদিন দুপুরে কারাগার থেকে এনে আদালতে তোলা হয়েছিল। রাজশাহী মেট্রোপলিটন পুলিশের আদালত পরিদর্শক আবদুর রফিক রিমান্ডের বিষয়টি নিশ্চিত করেছেন।

আবদুর রফিক জানান, ছাত্র-জনতার ওপর হামলার একটি মামলায় ডাবলু সরকারের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। মামলাটি তদন্ত করছে নগর পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। মামলার তদন্ত কর্মকর্তা পাঁচ দিনের রিমান্ডের আবেদন করেছিলেন। আদালত দুদিন মঞ্জুর করেছেন।

তবে এদিন ডাবলু সরকারের পক্ষ থেকে জামিনের আবেদন করা হয়নি বলেও জানান পুলিশ পরিদর্শক আবদুর রফিক।

গত ৫ আগস্ট আওয়ামী সরকারের পতনের পর ৪ অক্টোবর গ্রেপ্তার হন ডাবলু সরকার। তাঁর বিরুদ্ধে রাজশাহীতে দুটি হত্যাসহ বেশকিছু মামলা হয়েছে। এরইমধ্যে কয়েকটি মামলায় তিনি কয়েক দফা রিমান্ডে থেকেছেন। গত ২৩ ডিসেম্বর আদালত তাঁকে এক দিনের রিমান্ডে পাঠিয়েছিলেন।

রাবিতে অরাজক পরিস্থিতি সৃষ্টির ষড়যন্ত্র চলছে: ডিনদের পদত্যাগ ইস্যুতে ছাত্রদল

আন্দোলনের মুখে রাবিতে আওয়ামীপন্থী ছয় ডিনের পদত্যাগ

নিরাপত্তা শঙ্কায় রাবি শিক্ষকের ক্লাস-পরীক্ষা বর্জন

ওসমান হাদি ভোটের রাজনীতিতে বিশ্বাস করতেন: তারেক রহমান

রাবির ৬ ডিনের পদত্যাগ দাবি: ভিসি, প্রো-ভিসির দপ্তরে তালার পর সভা, সিদ্ধান্ত রাতে

শিশু সাজিদের পরিবারকে অনুদান দিল জামায়াত

বগুড়ায় ট্রাকচাপায় কলেজছাত্র নিহত

দুই ধান ব্যবসায়ীর ১০ লাখ টাকা ও কৃষকের তিনটি গরু চুরি

রাবিতে ৬ ডিনের চেম্বারে তালা, দায়িত্ব ছাড়তে রাজি হয়েছেন বলে জানালেন জিএস আম্মার

‘অপারেশন জিরো টলারেন্স ফর ফ্যাসিজম’ কর্মসূচি ঘোষণা রাকসুর জিএস আম্মারের