হোম > সারা দেশ > রাজশাহী

বিনা টিকিটে ট্রেন ভ্রমণের দায়ে ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা

প্রতিনিধি, ঈশ্বরদী 

বিনা টিকিটে ট্রেন ভ্রমণের দায়ে ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা আদায় ও স্টেশন প্ল্যাটফর্ম থেকে ১ হাজার যাত্রীকে ফেরত পাঠিয়েছে পাকশী রেলওয়ে বিভাগীয় বাণিজ্যিক দপ্তর। গত বৃহস্পতিবার সকাল থেকে রাত পর্যন্ত এ অভিযান চলে পাকশী রেল বিভাগের ঈশ্বরদী জংশনসহ বেশ কয়েকটি স্টেশনে। পাকশী রেল সূত্রে এ তথ্য জানা গেছে। 

বিভাগীয় রেলওয়ে বাণিজ্যিক কর্মকর্তা নাসির উদ্দিনের নেতৃত্বে পরিচালিত এ অভিযানের উপস্থিত ছিলেন সহকারী বাণিজ্যিক কর্মকর্তা সাজেদুল ইসলাম, খুলনা স্টেশনের এরিয়া অপারেটিং ম্যানেজার মুজিবুর রহমান, রাজশাহী স্টেশনের ম্যানেজার আব্দুল করিম, সান্তাহার স্টেশনের ট্রাফিক ইন্সপেক্টর হাবিবুর রহমান, পোড়াদহ স্টেশনে শফিকুর রহমান ও নুরুল আলম। 

রেল সূত্রে জানা গেছে, পাকশী বিভাগের ছয়টি স্টেশনে আন্তনগর চিত্রা মধুমতি, সুন্দরবন, তিতুমীর, টুঙ্গিপাড়া এক্সপ্রেসসহ কয়েকটি যাত্রীবাহী ট্রেনে এ অভিযান চালানো হয়। এ সময় বিনা টিকিটের ১ হাজার যাত্রীকে ফেরত পাঠায় এবং ৩৩০ জন যাত্রীর কাছ থেকে জরিমানাসহ ভাড়া আদায় করা হয়। 

পাকশী বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা কর্মকর্তা নাসির উদ্দিন জানান, ট্রেনে যাত্রী সেবা নিশ্চিত ও আয় বাড়ানোর লক্ষ্যে এ অভিযান নিয়মিত চলবে। 

আচরণবিধি লঙ্ঘন: রাজশাহী-১ আসনের বিএনপির প্রার্থীকে আদালতে তলব

রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের তিন কর্মকর্তাকে চাকরিচ্যুত

গণভোটের ব্যালটের টিক চিহ্ন মানেই ঠিক: আলী রীয়াজ

ট্রায়াল দেওয়ার নামে গাড়ি নিয়ে লাপাত্তা যুবদল নেতাকে বহিষ্কার

ব্রেনের চিকিৎসা করতেন এইচএসসি পাস নুরুল, ৬ মাসের জেল

দুই সহযোগীসহ ‘চাঁদাবাজ’ চান সওদাগর আটক, দেশীয় অস্ত্র উদ্ধার

লবণের কার্গো ট্রাকে মিলল ১২৬ কেজি গাঁজা

জামায়াতে ইসলামীতে কেউ স্বাধীনতাবিরোধী নয়: মেজর আখতারুজ্জামান

দেশে ১৭ লাখ ৮০ হাজার শিশু শ্রমে নিযুক্ত: সচিব

রাজশাহীতে হেরোইনসহ দম্পতি গ্রেপ্তার