হোম > সারা দেশ > চাঁপাইনবাবগঞ্জ

আ. লীগের কেন্দ্রীয় নেতাকে নিয়ে কটূক্তির অভিযোগ, কারাগারে যুবলীগ কর্মী 

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এসএম কামাল হোসেনকে নিয়ে কটূক্তির অভিযোগ ওঠে এক যুবলীগ কর্মীর বিরুদ্ধে। এ নিয়ে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে তথ্য প্রযুক্তি আইনে মামলা দায়ের করার পর সোহেল রানা (৩৮) নামের ওই যুবলীগ কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

আজ বৃহস্পতিবার দুপুরে গ্রেপ্তার সোহেল রানাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। এর আগে গতকাল বুধবার রাতে উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ইমন পাশা বাদী হয়ে শিবগঞ্জ থানায় মামলা করেন। এরপর ওই দিন পুলিশ নিজ বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করে। 

গ্রেপ্তারকৃত ওই যুবলীগ কর্মী হলেন, উপজেলার সোনামসজিদ বালিয়াদিঘি গ্রামের সাদেকুল মাস্টারের ছেলে ও সোনামসজিদ স্থলবন্দর ১ নম্বর ওয়ার্ড শাখার যুবলীগ কর্মী। 

মামলার তদন্তকারী কর্মকর্তা ও শিবগঞ্জ থানার উপপরিদর্শক মেসবাহুল হক জানান, মামলার বিবরণে বলা হয়-সম্প্রতি কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এসএম কামাল হোসেনকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে কটূক্তি করেন যুবলীগ কর্মী সোহেল রানা। বিষয়টি উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ইমন পাশার নজরে আসলে ক্ষুব্ধ হয়ে তিনি আইনের আশ্রয় নেন। 

এ বিষয়ে উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ইমন পাশা বলেন, গ্রেপ্তার হওয়া সোহেল রানা শুধু এস এম কামাল হোসেনকে নয়, পুরো আওয়ামী লীগ পরিবারকে নিয়ে কটূক্তি করেছেন। তাঁর উপযুক্ত শাস্তি হওয়া উচিত। 

সোহেল রানার দলীয় পরিচয়ের বিষয়টি নিশ্চিত করেছেন যুবলীগের সোনামসজিদ স্থলবন্দর শাখার সাধারণ সম্পাদক লুৎফর রহমান। 

এ বিষয়ে মামলার তদন্তকারী কর্মকর্তা ও শিবগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মেসবাহুল হক জানান, বৃহস্পতিবার দুপুরে গ্রেপ্তার সোহেল রানাকে আদালতে সোপর্দ করা হয়। পরে বিচারক তাঁর জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। 

১৮ দিন পর অপহৃত গরু ব্যবসায়ীর লাশ মিলল পদ্মা নদীতে

জাতীয় নির্বাচনের আগেই শাকসু দাবি রাবি শিবিরের

এনসিপির রাজশাহী জেলা ও মহানগর কমিটির দ্বন্দ্বের জেরে দুই কমিটিই স্থগিত

নাটোরে আদালত প্রাঙ্গণে দুপক্ষের সংঘর্ষ, আটক ৩

রাকসু জিএস আম্মারের ‘মানসিক চিকিৎসা’র দাবিতে ছাত্রদলের মানববন্ধন

আচরণবিধি লঙ্ঘন: জামায়াতের নায়েবে আমিরকে শোকজ

তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে টানানো ব্যানার সরিয়ে আম্মারের ভিডিও পোস্ট

দেশকে পাল্টে দিতে গণভোটে ‘হ্যাঁ’ দিতে হবে: স্বাস্থ্য উপদেষ্টা

নির্বাচনে নিরাপত্তা নিশ্চিত করতে ১ লাখ পুলিশকে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

রাবিতে ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা শুরু, আসনপ্রতি লড়ছেন ৫৯ পরীক্ষার্থী