হোম > সারা দেশ > সিরাজগঞ্জ

সিরাজগঞ্জে কারা হেফাজতে ধর্ষণচেষ্টা মামলার আসামির মৃত্যু

সিরাজগঞ্জ প্রতিনিধি

সিরাজগঞ্জে নূর ইসলাম (৫৫) নামে ধর্ষণচেষ্টা মামলার এক আসামি কারা হেফাজতে মারা গেছেন। আজ রোববার বিকেল পৌনে ৪টার দিকে সিরাজগঞ্জের ২৫০ শয্যাবিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। তিনি হার্ট অ্যাটাকে মারা গেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করছেন চিকিৎসকেরা।

সিরাজগঞ্জ জেলা কারাগারের সহকারী সার্জন মশিউর রহমান আজকের পত্রিকাকে বলেন, কারাগারে আসার পর থেকেই নূর ইসলাম হাইপার টেনশনে ভুগছিলেন। আজ দুপুরে তাঁর শ্বাসকষ্ট শুরু হলে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে চিকিৎসা নেওয়ার পর তিনি মারা যান। উচ্চ রক্তচাপের কারণে হার্ট অ্যাটাকে তাঁর মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে নিহতের মরদেহের ময়নাতদন্তের রিপোর্ট হাতে পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

সিরাজগঞ্জ জেলা কারাগারের জেলার মোহাম্মদ ইউনুস জামান আজকের পত্রিকাকে বলেন, ‘কাজীপুর থানায় দায়ের করা একটি ধর্ষণচেষ্টা মামলায় ২০২২ সালের ১৫ অক্টোবর নূর ইসলামকে কারাগারে পাঠান আদালত। আজ রোববার দুপুরে তিনি কারাগারে অসুস্থ হয়ে পড়লে দ্রুত সিরাজগঞ্জের ২৫০ শয্যাবিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বিকেল পৌনে ৪টার দিকে তাঁর মৃত্যু হয়।’

এনসিপির রাজশাহী জেলা ও মহানগর কমিটির দ্বন্দ্বের জেরে দুই কমিটিই স্থগিত

নাটোরে আদালত প্রাঙ্গণে দুপক্ষের সংঘর্ষ, আটক ৩

রাকসু জিএস আম্মারের ‘মানসিক চিকিৎসা’র দাবিতে ছাত্রদলের মানববন্ধন

আচরণবিধি লঙ্ঘন: জামায়াতের নায়েবে আমিরকে শোকজ

তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে টানানো ব্যানার সরিয়ে আম্মারের ভিডিও পোস্ট

দেশকে পাল্টে দিতে গণভোটে ‘হ্যাঁ’ দিতে হবে: স্বাস্থ্য উপদেষ্টা

নির্বাচনে নিরাপত্তা নিশ্চিত করতে ১ লাখ পুলিশকে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

রাবিতে ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা শুরু, আসনপ্রতি লড়ছেন ৫৯ পরীক্ষার্থী

ভর্তি পরীক্ষায় বসে বাবাকে প্রশ্নপত্রের ছবি পাঠাতে গিয়ে ধরা

রাবিতে ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত