হোম > সারা দেশ > সিরাজগঞ্জ

সিরাজগঞ্জে কারা হেফাজতে ধর্ষণচেষ্টা মামলার আসামির মৃত্যু

সিরাজগঞ্জ প্রতিনিধি

সিরাজগঞ্জে নূর ইসলাম (৫৫) নামে ধর্ষণচেষ্টা মামলার এক আসামি কারা হেফাজতে মারা গেছেন। আজ রোববার বিকেল পৌনে ৪টার দিকে সিরাজগঞ্জের ২৫০ শয্যাবিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। তিনি হার্ট অ্যাটাকে মারা গেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করছেন চিকিৎসকেরা।

সিরাজগঞ্জ জেলা কারাগারের সহকারী সার্জন মশিউর রহমান আজকের পত্রিকাকে বলেন, কারাগারে আসার পর থেকেই নূর ইসলাম হাইপার টেনশনে ভুগছিলেন। আজ দুপুরে তাঁর শ্বাসকষ্ট শুরু হলে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে চিকিৎসা নেওয়ার পর তিনি মারা যান। উচ্চ রক্তচাপের কারণে হার্ট অ্যাটাকে তাঁর মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে নিহতের মরদেহের ময়নাতদন্তের রিপোর্ট হাতে পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

সিরাজগঞ্জ জেলা কারাগারের জেলার মোহাম্মদ ইউনুস জামান আজকের পত্রিকাকে বলেন, ‘কাজীপুর থানায় দায়ের করা একটি ধর্ষণচেষ্টা মামলায় ২০২২ সালের ১৫ অক্টোবর নূর ইসলামকে কারাগারে পাঠান আদালত। আজ রোববার দুপুরে তিনি কারাগারে অসুস্থ হয়ে পড়লে দ্রুত সিরাজগঞ্জের ২৫০ শয্যাবিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা মুজিব জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বিকেল পৌনে ৪টার দিকে তাঁর মৃত্যু হয়।’

রাবিতে পদত্যাগী ছয় ডিনের কাজের দায়িত্বে উপাচার্য ও উপ-উপাচার্যদ্বয়

রাবিতে অরাজক পরিস্থিতি সৃষ্টির ষড়যন্ত্র চলছে: ডিনদের পদত্যাগ ইস্যুতে ছাত্রদল

আন্দোলনের মুখে রাবিতে আওয়ামীপন্থী ছয় ডিনের পদত্যাগ

নিরাপত্তা শঙ্কায় রাবি শিক্ষকের ক্লাস-পরীক্ষা বর্জন

ওসমান হাদি ভোটের রাজনীতিতে বিশ্বাস করতেন: তারেক রহমান

রাবির ৬ ডিনের পদত্যাগ দাবি: ভিসি, প্রো-ভিসির দপ্তরে তালার পর সভা, সিদ্ধান্ত রাতে

শিশু সাজিদের পরিবারকে অনুদান দিল জামায়াত

বগুড়ায় ট্রাকচাপায় কলেজছাত্র নিহত

দুই ধান ব্যবসায়ীর ১০ লাখ টাকা ও কৃষকের তিনটি গরু চুরি

রাবিতে ৬ ডিনের চেম্বারে তালা, দায়িত্ব ছাড়তে রাজি হয়েছেন বলে জানালেন জিএস আম্মার