হোম > সারা দেশ > সিরাজগঞ্জ

উল্লাপাড়ায় স্বাস্থ্য কর্মকর্তার অপসারণের দাবিতে কর্মবিরতি

উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মবিরতি পালন করছেন কর্মরত সব কর্মকর্তা ও কর্মচারীরা। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আনোয়ার হোসেনের অপসারণের দাবিতে এ কর্মবিরতি শুরু করেন। আজ বৃহস্পতিবার দ্বিতীয় দিনের মতো তারা কর্মসূচি পালন করছে। গতকাল বুধবার সকাল থেকে তাঁরা এই কর্মসূচি শুরু করেন।

প্রতিষ্ঠানের স্বার্থবিরোধী কাজ, কর্মচারীদের অবৈধভাবে বেতন কর্তন এবং সরকারি টাকা আত্মসাতের অভিযোগে ওই কর্মকর্তার অপসারণ দাবি করছেন কর্মচারীরা। তাঁকে অপসারণ না করা পর্যন্ত কর্মবিরতি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন তাঁরা। এতে করে টিকা প্রদানসহ সব কার্যক্রম বন্ধ রয়েছে। কর্মবিরতি চলাকালে কর্মচারীরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ প্রদর্শন করে। এ সময় বিভিন্ন স্লোগানে তারা ডা. আনোয়ার হোসেনকে অপসারণের দাবি জানান।

কর্মবিরতি পালনকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সিএইসি অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কে এম রাশেদুল হাসান বলেন, ‘এই কর্মকর্তা করোনাকালীন সরকারের দেওয়া বরাদ্দের টাকা আত্মসাৎ করেছে এবং আমাদের ভর্তি দেখিয়ে টাকা হাতিয়ে নিয়েছে। কমিউনিটি ক্লিনিকের এমএইচভিদের বেতনের টাকা আত্মসাৎসহ নানা অভিযোগে আমরা তাঁর অপসারণ চাই। তাঁকে এখান থেকে দ্রুত অপসারণ করা না হলে আমাদের আন্দোলন চলবেই।’

রাজশাহী-৫ আসনে জামায়াতের প্রার্থী পরিবর্তন

রাজশাহী বিশ্ববিদ্যালয়: তহবিলের হিসাব না পেয়ে দৃশ্যত স্থবির রাকসু

রাজশাহীতে র‍্যাবের অভিযানে আগ্নেয়াস্ত্র উদ্ধার

রাজশাহীর চরাঞ্চলে শিয়ালের আতঙ্ক, এক রাতে আক্রান্ত ২০০ গরু

বগুড়ায় বিএনপির মিছিলে হামলার মামলায় শ্রমিক লীগ নেতা গ্রেপ্তার

ওসমান হাদি হত্যার বিচার দাবিতে রাজশাহীতে শিক্ষার্থীদের অবস্থান

সিরাজগঞ্জে লাশবাহী গাড়ির সঙ্গে সিমেন্টবোঝাই ট্রাকের সংঘর্ষ, আহত ২

যুবকের হাত-পা কেটে দেওয়ার অভিযোগ জামায়াত-শিবিরের কর্মীদের বিরুদ্ধে

চিড়িয়াখানা ফাঁকা করে আবার প্রাণ ফেরানোর চেষ্টায় রাসিক

কৃষকেরা ধানের বীজতলা পলিথিন দিয়ে ঢেকে রাখেন যে কারণে