হোম > সারা দেশ > সিরাজগঞ্জ

উল্লাপাড়ায় স্বাস্থ্য কর্মকর্তার অপসারণের দাবিতে কর্মবিরতি

উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মবিরতি পালন করছেন কর্মরত সব কর্মকর্তা ও কর্মচারীরা। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আনোয়ার হোসেনের অপসারণের দাবিতে এ কর্মবিরতি শুরু করেন। আজ বৃহস্পতিবার দ্বিতীয় দিনের মতো তারা কর্মসূচি পালন করছে। গতকাল বুধবার সকাল থেকে তাঁরা এই কর্মসূচি শুরু করেন।

প্রতিষ্ঠানের স্বার্থবিরোধী কাজ, কর্মচারীদের অবৈধভাবে বেতন কর্তন এবং সরকারি টাকা আত্মসাতের অভিযোগে ওই কর্মকর্তার অপসারণ দাবি করছেন কর্মচারীরা। তাঁকে অপসারণ না করা পর্যন্ত কর্মবিরতি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন তাঁরা। এতে করে টিকা প্রদানসহ সব কার্যক্রম বন্ধ রয়েছে। কর্মবিরতি চলাকালে কর্মচারীরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ প্রদর্শন করে। এ সময় বিভিন্ন স্লোগানে তারা ডা. আনোয়ার হোসেনকে অপসারণের দাবি জানান।

কর্মবিরতি পালনকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সিএইসি অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কে এম রাশেদুল হাসান বলেন, ‘এই কর্মকর্তা করোনাকালীন সরকারের দেওয়া বরাদ্দের টাকা আত্মসাৎ করেছে এবং আমাদের ভর্তি দেখিয়ে টাকা হাতিয়ে নিয়েছে। কমিউনিটি ক্লিনিকের এমএইচভিদের বেতনের টাকা আত্মসাৎসহ নানা অভিযোগে আমরা তাঁর অপসারণ চাই। তাঁকে এখান থেকে দ্রুত অপসারণ করা না হলে আমাদের আন্দোলন চলবেই।’

এনসিপির রাজশাহী জেলা ও মহানগর কমিটির দ্বন্দ্বের জেরে দুই কমিটিই স্থগিত

নাটোরে আদালত প্রাঙ্গণে দুপক্ষের সংঘর্ষ, আটক ৩

রাকসু জিএস আম্মারের ‘মানসিক চিকিৎসা’র দাবিতে ছাত্রদলের মানববন্ধন

আচরণবিধি লঙ্ঘন: জামায়াতের নায়েবে আমিরকে শোকজ

তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে টানানো ব্যানার সরিয়ে আম্মারের ভিডিও পোস্ট

দেশকে পাল্টে দিতে গণভোটে ‘হ্যাঁ’ দিতে হবে: স্বাস্থ্য উপদেষ্টা

নির্বাচনে নিরাপত্তা নিশ্চিত করতে ১ লাখ পুলিশকে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

রাবিতে ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা শুরু, আসনপ্রতি লড়ছেন ৫৯ পরীক্ষার্থী

ভর্তি পরীক্ষায় বসে বাবাকে প্রশ্নপত্রের ছবি পাঠাতে গিয়ে ধরা

রাবিতে ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত