হোম > সারা দেশ > সিরাজগঞ্জ

উল্লাপাড়ায় স্বাস্থ্য কর্মকর্তার অপসারণের দাবিতে কর্মবিরতি

উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মবিরতি পালন করছেন কর্মরত সব কর্মকর্তা ও কর্মচারীরা। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আনোয়ার হোসেনের অপসারণের দাবিতে এ কর্মবিরতি শুরু করেন। আজ বৃহস্পতিবার দ্বিতীয় দিনের মতো তারা কর্মসূচি পালন করছে। গতকাল বুধবার সকাল থেকে তাঁরা এই কর্মসূচি শুরু করেন।

প্রতিষ্ঠানের স্বার্থবিরোধী কাজ, কর্মচারীদের অবৈধভাবে বেতন কর্তন এবং সরকারি টাকা আত্মসাতের অভিযোগে ওই কর্মকর্তার অপসারণ দাবি করছেন কর্মচারীরা। তাঁকে অপসারণ না করা পর্যন্ত কর্মবিরতি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন তাঁরা। এতে করে টিকা প্রদানসহ সব কার্যক্রম বন্ধ রয়েছে। কর্মবিরতি চলাকালে কর্মচারীরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ প্রদর্শন করে। এ সময় বিভিন্ন স্লোগানে তারা ডা. আনোয়ার হোসেনকে অপসারণের দাবি জানান।

কর্মবিরতি পালনকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সিএইসি অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কে এম রাশেদুল হাসান বলেন, ‘এই কর্মকর্তা করোনাকালীন সরকারের দেওয়া বরাদ্দের টাকা আত্মসাৎ করেছে এবং আমাদের ভর্তি দেখিয়ে টাকা হাতিয়ে নিয়েছে। কমিউনিটি ক্লিনিকের এমএইচভিদের বেতনের টাকা আত্মসাৎসহ নানা অভিযোগে আমরা তাঁর অপসারণ চাই। তাঁকে এখান থেকে দ্রুত অপসারণ করা না হলে আমাদের আন্দোলন চলবেই।’

রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের তিন কর্মকর্তাকে চাকরিচ্যুত

গণভোটের ব্যালটের টিক চিহ্ন মানেই ঠিক: আলী রীয়াজ

ট্রায়াল দেওয়ার নামে গাড়ি নিয়ে লাপাত্তা যুবদল নেতাকে বহিষ্কার

ব্রেনের চিকিৎসা করতেন এইচএসসি পাস নুরুল, ৬ মাসের জেল

দুই সহযোগীসহ ‘চাঁদাবাজ’ চান সওদাগর আটক, দেশীয় অস্ত্র উদ্ধার

লবণের কার্গো ট্রাকে মিলল ১২৬ কেজি গাঁজা

জামায়াতে ইসলামীতে কেউ স্বাধীনতাবিরোধী নয়: মেজর আখতারুজ্জামান

দেশে ১৭ লাখ ৮০ হাজার শিশু শ্রমে নিযুক্ত: সচিব

রাজশাহীতে হেরোইনসহ দম্পতি গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জে ২ ভারতীয় নাগরিক আটক, বিএসএফের কাছে হস্তান্তর