হোম > সারা দেশ > সিরাজগঞ্জ

অস্ত্র মামলায় সিরাজগঞ্জে দুজনের যাবজ্জীবন কারাদণ্ড

সিরাজগঞ্জ প্রতিনিধি

অস্ত্র মামলায় সিরাজগঞ্জে দুই যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ বৃহস্পতিবার বেলা ১১টায় সিরাজগঞ্জের স্পেশাল ট্রাইব্যুনাল-৬-এর বিচারক সুপ্রিয়া রহমান এই কারাদণ্ড দেন। স্পেশাল ট্রাইব্যুনাল-৬-এর সরকারি কৌঁসুলি মহসিন খান রানা এ তথ্য নিশ্চিত করেছেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন পাবনা জেলার খয়ের বাগান গ্রামের আব্দুল হেলাল খাঁর ছেলে মিজানুর রহমান মিজান (১৯) ও ভাউডাঙ্গা গ্রামের মৃত ইমান আলী বিশ্বাসের ছেলে আব্দুল ওয়াহাব (৩৫)। এঁদের মধ্যে আব্দুল ওয়াহাব পলাতক রয়েছেন। 

মামলা সূত্রে ২০১৯ সালের ৬ নভেম্বর সিরাজগঞ্জ সদর উপজেলার কাদাই গ্রামে সিলভার ডেল পার্কের মেইন গেটে অস্ত্র বেচাকেনা হচ্ছে—এমন খবরে সেখানে অভিযান চালায় সিরাজগঞ্জ গোয়েন্দা পুলিশ। এ সময় আব্দুল ওয়াহাব কাছ থেকে একটি দেশীয় বন্দুক এবং মিজানুর রহমানের কাছ থেকে একটি দেশীয় বন্দুক ও একটি কার্তুজ উদ্ধার করা হয়। পরে আসামিদের স্বীকারোক্তি অনুযায়ী আব্দুল ওয়াহাবের বাড়ি থেকে ২৭টি পাইপগান উদ্ধার করা হয়। এ ঘটনায় সিরাজগঞ্জ গোয়েন্দা পুলিশের পক্ষ থেকে সদর থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়। 

সরকারি কৌঁসুলি মহসিন খান রানা বলেন, মামলা চলাকালে আটজন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করা হয়। আসামিদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় দুজনকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দেন আদালত।

তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে টানানো ব্যানার সরিয়ে আম্মারের ভিডিও পোস্ট

দেশকে পাল্টে দিতে গণভোটে ‘হ্যাঁ’ দিতে হবে: স্বাস্থ্য উপদেষ্টা

নির্বাচনে নিরাপত্তা নিশ্চিত করতে ১ লাখ পুলিশকে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

রাবিতে ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা শুরু, আসনপ্রতি লড়ছেন ৫৯ পরীক্ষার্থী

ভর্তি পরীক্ষায় বসে বাবাকে প্রশ্নপত্রের ছবি পাঠাতে গিয়ে ধরা

রাবিতে ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

‎রাবিতে ভর্তি পরীক্ষায় ডিপসিক এআইয়ে উত্তর খুঁজছিল এক পরীক্ষার্থী

প্রতীক বরাদ্দের আগেই ফেসবুকে প্রচার, প্রার্থীকে আদালতে তলব

রাজশাহীতে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১

নির্বাচনে ব্যাপক প্রভাব কালোটাকার: বদিউল আলম