রাজশাহীর তানোরে একটি পাইকড়গাছ থেকে পারভেজ কিস্কু ওরফে পলাশ (২৫) নামে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
আজ রোববার সকাল ৯টার দিকে উপজেলার পাঁচন্দর ইউনিয়নের মোহনপুর ভিমপাড়া গ্রাম থেকে লাশটি উদ্ধার করা হয়। মৃত যুবক ওই গ্রামের হাকিম কিস্কুর ছেলে।
স্থানীয়রা জানান, গতকাল শনিবার রাতে পরিবারের অজান্তে বাড়ির পাশে একটি পাইকড়গাছের সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন পলাশ। আজ সকালে ওই গাছের সঙ্গে ঝুলন্ত অবস্থায় তাঁর লাশ দেখতে পেয়ে পরিবারের সদস্য ও স্থানীয়রা পুলিশকে জানান। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।
তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহিম জানান, লাশ ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা হয়েছে। ময়নাতদন্তে প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ বেরিয়ে আসবে।