হোম > সারা দেশ > নওগাঁ

শাশুড়িকে ধর্ষণের ঘটনায় মামলা, জামাতা গ্রেপ্তার

নওগাঁ প্রতিনিধি

নওগাঁয় শাশুড়িকে ধর্ষণের ঘটনায় করা মামলায় জামাতা ফরহাদ হোসেনকে (৩৫) গ্রেপ্তার করেছেন র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-৫) নাটোর ক্যাম্পের সদস্যরা। আজ বুধবার ভোরে ঢাকার তুরাগ থানার চাণ্ডালভোগ জামে মসজিদের সামনে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে বলে র‍্যাব-৫ নাটোর ক্যাম্প থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। 

গ্রেপ্তার ফরহাদ হোসেন নওগাঁ সদর থানার দুবলহাটি বনগাঁ গ্রামের মৃত মান্নানের ছেলে। 

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৮ আগস্ট নাতি মারা যাওয়ায় মেয়েকে দেখতে জামাতা ফরহাদের বাড়িতে যান তাঁর শাশুড়ি। গত ২১ সেপ্টেম্বর খাওয়া শেষে রাত ১০টার দিকে পাশের ঘরে ঘুমিয়ে পড়েন ভুক্তভোগী শাশুড়ি। রাত ৩টার দিকে জামাতা ফরহাদ চুপিসারে তাঁর শাশুড়ির ঘরে ঢুকে স্পর্শকাতর স্থানে হাত দেন। এ সময় ভুক্তভোগী বুঝতে পেরে তাঁর মেয়েকে ডাক দেওয়ার চেষ্টা করলে ফরহাদ মুখ চেপে ধরেন এবং মেরে ফেলার ভয় দেখিয়ে তাঁকে ধর্ষণ করেন। তিনি লজ্জায় ও ভয়ে কাউকে বিষয়টি জানাননি। পরদিন বিকেল ৪টার দিকে ভুক্তভোগী অসুস্থ হয়ে পড়লে বিষয়টি তাঁর মেয়েকে জানান এবং নওগাঁ সদর হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা নেন। পরে তিনি বাদী হয়ে নওগাঁ সদর থানায় মামলা করেন। 

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ঘটনার পর থেকে আসামি ফরহাদ পলাতক ছিলেন। পরে র‍্যাব-৫ নাটোর ক্যাম্পের কোম্পানি অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মো. ফরহাদ হোসেন এবং কোম্পানি উপ-অধিনায়ক মো. রফিকুল ইসলামের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ঢাকার তুরাগ থানার চাণ্ডালভোগ জামে মসজিদের সামনে থেকে পলাতক আসামি ফরহাদকে গ্রেপ্তার করে নওগাঁ সদর থানায় হস্তান্তর করা হয়। 

এ বিষয়ে নওগাঁ সদর মডেল থানার (ওসি) ফয়সাল বিন আহসান বলেন, র‍্যাবের অভিযানে ধর্ষণ মামলার এক আসামিকে গ্রেপ্তারের পর থানায় হস্তান্তর করা হয়। আজ দুপুরে তাঁকে আদালতে সোপর্দ করা হয়েছে। 

নাটোরে আদালত প্রাঙ্গণে দুপক্ষের সংঘর্ষ, আটক ৩

রাকসু জিএস আম্মারের ‘মানসিক চিকিৎসা’র দাবিতে ছাত্রদলের মানববন্ধন

আচরণবিধি লঙ্ঘন: জামায়াতের নায়েবে আমিরকে শোকজ

তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে টানানো ব্যানার সরিয়ে আম্মারের ভিডিও পোস্ট

দেশকে পাল্টে দিতে গণভোটে ‘হ্যাঁ’ দিতে হবে: স্বাস্থ্য উপদেষ্টা

নির্বাচনে নিরাপত্তা নিশ্চিত করতে ১ লাখ পুলিশকে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

রাবিতে ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা শুরু, আসনপ্রতি লড়ছেন ৫৯ পরীক্ষার্থী

ভর্তি পরীক্ষায় বসে বাবাকে প্রশ্নপত্রের ছবি পাঠাতে গিয়ে ধরা

রাবিতে ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

‎রাবিতে ভর্তি পরীক্ষায় ডিপসিক এআইয়ে উত্তর খুঁজছিল এক পরীক্ষার্থী