হোম > সারা দেশ > রাজশাহী

জামিনে থাকা আ.লীগ নেতাকে পুলিশে দিলেন বিএনপির কর্মীরা

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

রাজশাহীতে জামিনে থাকা আওয়ামী লীগ নেতা মাইনুল ইসলাম স্বপনকে ধরে পুলিশে দিয়েছেন বিএনপির নেতা-কর্মীরা। ছবি: আজকের পত্রিকা

রাজশাহীতে জামিনে থাকা আওয়ামী লীগের এক নেতাকে ধরে পুলিশে দিয়েছেন বিএনপির নেতা-কর্মীরা। শুক্রবার দিবাগত রাতে রাজশাহী নগরের সাহেববাজার বড় মসজিদসংলগ্ন একটি আবাসিক হোটেল থেকে বের করে এনে তাঁকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়।

এই আওয়ামী লীগ নেতার নাম মাইনুল ইসলাম স্বপন (৫৫)। তিনি রাজশাহীর তানোর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও কলমা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান। ছাত্র-জনতার ওপর হামলার অভিযোগে তানোর থানার একটি মামলার এজাহারভুক্ত আসামি মাইনুল। এ মামলায় তিনি জামিনে ছিলেন। তার পরেও তাঁকে পুলিশে সোপর্দ করা হয়েছে।

রাতে আবাসিক হোটেল থেকে বের করার সময় বিএনপির নেতা-কর্মীরা তাকে নানা জেরা করতে থাকেন। এ সময় মাইনুল ইসলাম বলেন, তাঁর বিরুদ্ধে তানোর থানায় একটি মামলা আছে। এ মামলায় তিনি আদালত থেকে জামিনে নিয়েছেন। শহরের কোনো থানায় তাঁর নামে মামলা নেই। তবে বিএনপির নেতা-কর্মীরা তাঁকে ধরে বোয়ালিয়া থানায় সোপর্দ করেন।

বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাক আহম্মেদ বলেন, ‘মাইনুল ইসলামের বিরুদ্ধে আমাদের থানায় কোনো মামলা ছিল না। তাঁকে পুলিশে সোপর্দ করা হলে ছাত্র-আন্দোলনে হামলার একটি মামলায় অজ্ঞাত আসামি হিসেবে গ্রেপ্তার দেখানো হয়েছে। তাঁকে আদালতে পাঠানো হবে।’

রাজশাহী-৫ আসনে জামায়াতের প্রার্থী পরিবর্তন

রাজশাহী বিশ্ববিদ্যালয়: তহবিলের হিসাব না পেয়ে দৃশ্যত স্থবির রাকসু

রাজশাহীতে র‍্যাবের অভিযানে আগ্নেয়াস্ত্র উদ্ধার

রাজশাহীর চরাঞ্চলে শিয়ালের আতঙ্ক, এক রাতে আক্রান্ত ২০০ গরু

বগুড়ায় বিএনপির মিছিলে হামলার মামলায় শ্রমিক লীগ নেতা গ্রেপ্তার

ওসমান হাদি হত্যার বিচার দাবিতে রাজশাহীতে শিক্ষার্থীদের অবস্থান

সিরাজগঞ্জে লাশবাহী গাড়ির সঙ্গে সিমেন্টবোঝাই ট্রাকের সংঘর্ষ, আহত ২

যুবকের হাত-পা কেটে দেওয়ার অভিযোগ জামায়াত-শিবিরের কর্মীদের বিরুদ্ধে

চিড়িয়াখানা ফাঁকা করে আবার প্রাণ ফেরানোর চেষ্টায় রাসিক

কৃষকেরা ধানের বীজতলা পলিথিন দিয়ে ঢেকে রাখেন যে কারণে