হোম > সারা দেশ > রাজশাহী

তিন দিন ধরে প্রেমিকার বাড়িতে আটক প্রেমিক

তানোর (রাজশাহী) প্রতিনিধি

রাজশাহীর তানোর পৌর এলাকায় প্রেমিকার বাড়িতে মারুফ (১৯) নামের প্রেমিককে আটকে রাখা হয়েছে। মারুফের পরিবার ওই তরুণী সঙ্গে বিয়ে দিতে রাজি না হওয়ায় তিন দিন ধরে তাঁকে আটকে রাখা হয়েছে। ঘটনাটি ঘটেছে তানোর পৌর এলাকার ভক্তিপুর গ্রামে। 

আজ শুক্রবার বেলা ৪টা পর্যন্ত ঘটনাটি আপস মীমাংসার নামে স্থানীয় দুই কাউন্সিলর আরব আলী ও মুনজুর রহমান এবং যুবলীগ নেতা টুটুল প্রেমিক-প্রেমিকার পরিবারের সঙ্গে আর্থিক লেনদেনের পাশাপাশি দফায় দফায় বৈঠক করেছেন। 

মারুফ একই উপজেলার পাঁচন্দর ইউনিয়নের মোহাম্মাদপুর দক্ষিণপাড়া গ্রামের তোফাজ্জুল হোসেনের ছেলে। তিনি রাজশাহী মহানগরীর একটি কলেজে লেখাপড়া করেন। 
 
শুক্রবার দুপুরে ভক্তিপুর এলাকায় সরেজমিনে দেখা যায়, প্রেমিক মারুফকে দেখতে গ্রামের উৎসুক লোকজন ভিড় করে আছেন। 

এ সময় আটক মারুফ ঘরের জানালা দিয়ে বলেন, ‘দীর্ঘ চার বছর ধরে আমাদের প্রেম চলছে। আমাদের একাধিকবার শারীরিক সম্পর্কও হয়েছে। আমি রাজশাহীতে পড়ালেখা করি। পাশের আকচা স্কুল সংলগ্ন বানিয়ালপাড়া গ্রামে আমার নানার বাড়ি।’ 
 
মারুফ আরও বলেন, ‘আমি গত বুধবারে সন্ধ্যার দিকে রাজশাহী থেকে প্রেমিকার সাথে দেখা করার জন্য রাস্তায় দাঁড়িয়ে ছিলাম। সেখান থেকে তুলে এনে আমাকে আটকে রাখা হয়েছে। আমার সামনে এইচএসসি পরীক্ষা। আমাদের কথা হয়ে আছে পরীক্ষার পরপর অবশ্যই আমার এ প্রেমিকাকে বিয়ে করব। তবু প্রেমিকার পরিবার ও স্থানীয় কাউন্সিলর ছাড়াও কয়েকজন পরিকল্পিতভাবে আমাকে ধরে এনে আটক রেখেছে।’ 
 
এ সময় তরুণীর পরিবারের একাধিক নারী বলেন, মারুফকে আদর যত্নে রাখা হয়েছে। আমাদের মেয়েকে বিয়ে করলেই কেবল তাঁকে ছেড়ে দেওয়া হবে এমন কথা বলে দিয়েছেন কাউন্সিলর আরব আলী ও মুনজুর রহমান। তবে এখন পর্যন্ত প্রেমিক মারুফের পরিবার থেকে বিয়েতে সম্মতি দেননি বলেও জানান তারা। 
 
এ বিষয়ে ওয়ার্ডের কাউন্সিলর মুনজুর রহমান বলছেন, ‘বিয়ে দেওয়ার জন্য প্যানেল মেয়র আরব আলী ও যুবলীগ নেতা টুটুলসহ আমরা কয়েকজন মিলে চেষ্টা করছি। ঘটনাটি যেন বেশি দূর না গড়ায় সে জন্যে টুটুলকে থানা-পুলিশ ও স্থানীয় সাংবাদিকদের ম্যানেজ করার জন্য টাকাও দেওয়া হয়েছে। কিন্তু এখন তাঁদের খবরই নেই।’ 
 
কিন্তু তিন দিন ধরে এভাবে ওই যুবককে আটকে রাখতে পারেন কিনা এ প্রশ্ন করা হলে, তিনি কোনো মন্তব্য করতে চাননি। 

বিষয়টি তানোর পৌরসভার প্যানেল মেয়র ও কাউন্সিলর আরব আলী ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ছেলের পরিবার বিয়েতে রাজি না হওয়ায় বিয়ের আয়োজন করা যাচ্ছে না। আবার ওই ছেলের সঙ্গে ওই তরুণীর বিয়ে না হলে প্রেমিকা তরুণী আত্মহত্যা করবে বলেও তাঁকে জানিয়ে দিয়েছেন। 

শুক্রবার বিকেল ৪টায় তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসান আজকের পত্রিকাকে জানান, তাঁর বদলি হয়েছে। আজ সন্ধ্যাই নতুন কর্মস্থলে যোগদান করবেন। তবে বিষয়টি নিয়ে থানায় কেউ অভিযোগ দিলে পুলিশ সব ধরনের আইনগত ব্যবস্থা নেবে। 

শিশু সাজিদের মৃত্যু: মামলা করবে না পরিবার, ডিসি বললেন মামলা হবে

ব্যবসায়ীর দোকানে হামলা, মারধর করে টাকা লুটের অভিযোগ

স্কুলছাত্রীকে শ্লীলতাহানির মামলায় ছাত্রদল নেতা কারাগারে

বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় সমাবর্তন ২১ ডিসেম্বর

সিরাজগঞ্জে অডিটরিয়ামের ওয়াশরুম থেকে বৃদ্ধের লাশ উদ্ধার

জয়পুরহাটে ট্রাক–ভ্যান সংঘর্ষে নিহত ১

সাজিদের মৃত্যুতে রাষ্ট্রের কাছে ৫ কোটি টাকা ক্ষতিপূরণ দাবি

দুর্গাপুরে বধ্যভূমিতে শহীদদের স্মরণে শ্রদ্ধা ও মোনাজাত

রাকসুর জিএসকে ‘হত্যার হুমকি’ দিয়ে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার ফেসবুক পোস্ট

বগুড়ায় ট্রাক-অটোরিকশার সংঘর্ষে চালক নিহত, আহত তিন