হোম > সারা দেশ > রাজশাহী

বড়াইগ্রামে ডাকাতিতে জড়িত থাকার অভিযোগে পিস্তলসহ আটক ১ 

বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি

নাটোরের বড়াইগ্রামে একটি পিস্তল ও চার রাউন্ড গুলিসহ এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার ভোররাত ৪টার দিকে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের কলাবাগান এলাকা থেকে ডাকাতিতে জড়িত থাকার অভিযোগে তাঁকে আটক করা হয়। এ ঘটনায় আরও তিনজনকে ধরতে অভিযানে নেমেছে পুলিশ।

আটক ব্যক্তির নাম বুলবুল হাসান (১৯)। তিনি সিরাজগঞ্জ জেলার কামারখন্দ উপজেলার প্রাইকুশা গ্রামের হাফিজুল ইসলামের ছেলে।

বড়াইগ্রাম থানার উপপরিদর্শক কামরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, রাত সাড়ে ১১টার দিকে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের (ফিডার রোড) সুতিরপার এলাকায় তিরাইল পূর্বপাড়া গ্রামের আবু হানিফের ছেলে রাজদুল হোসেনের (৩৬) হাত-পা বেঁধে মোটরসাইকেল ছিনতাই করে বুলবুল হাসানসহ চারজন। রাত ১টার দিকে পুলিশ খবর পেয়ে অভিযানে নামে। রাতে কলাবাগান এলাকায় রাস্তায় পেরেক দিয়ে গাড়ি বিকল করে আবারও ডাকাতি শুরু করে তারা। পুলিশ বুঝতে পেরে অভিযান চালিয়ে একজনকে আটক করে। বাকি তিনজন পালিয়ে যায়। এ সময় একটি পিস্তল, চার রাউন্ড গুলি ও রাস্তায় ফেলা লোহার পেরেক উদ্ধার করা হয়।

রাজদুল হোসেন বলেন, ‘আমি পুকুরে মাছের চাষ করি। সেখান থেকে রাতে মোটরসাইকেল নিয়ে বাড়ি ফিরছিলাম। সুতিরপার এলাকায় পৌঁছালে চারজন লাঠি নিয়ে আমার মোটরসাইকেলের সামনে দাঁড়ায়। তাঁরা লুঙ্গি দিয়ে আমার পা ও গায়ের জামা দিয়ে হাত বেঁধে পাশের কলাগাছের সঙ্গে আটকে মোটরসাইকেল নিয়ে পালিয়ে যায়। আমি দাঁত দিয়ে হাতের বাঁধন খুলে তেলের পাম্পে থাকা লোকজনকে বিষয়টি জানালে তাঁরা পুলিশকে খবর দেন।’

অতিরিক্ত পুলিশ সুপার (বড়াইগ্রাম সার্কেল) শরিফ আল রাজিব বলেন, ছিনতাই হওয়া মোটরসাইকেলটি উদ্ধার করা হয়েছে। এক ডাকাতকে আটক এবং বাকিদের আটকে কাজ করছে পুলিশ। মামলার প্রক্রিয়া চলমান রয়েছে।

ট্রায়াল দেওয়ার নামে গাড়ি নিয়ে লাপাত্তা যুবদল নেতাকে বহিষ্কার

ব্রেনের চিকিৎসা করতেন এইচএসসি পাস নুরুল, ৬ মাসের জেল

দুই সহযোগীসহ ‘চাঁদাবাজ’ চান সওদাগর আটক, দেশীয় অস্ত্র উদ্ধার

লবণের কার্গো ট্রাকে মিলল ১২৬ কেজি গাঁজা

জামায়াতে ইসলামীতে কেউ স্বাধীনতাবিরোধী নয়: মেজর আখতারুজ্জামান

দেশে ১৭ লাখ ৮০ হাজার শিশু শ্রমে নিযুক্ত: সচিব

রাজশাহীতে হেরোইনসহ দম্পতি গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জে ২ ভারতীয় নাগরিক আটক, বিএসএফের কাছে হস্তান্তর

প্রক্সির মাধ্যমে ভর্তি হওয়া রাবির তিন শিক্ষার্থীকে বহিষ্কার

সীমান্ত দিয়ে আসা অস্ত্র দেশের নিরাপত্তার জন্য হুমকি: বিজিবির রাজশাহী সেক্টর কমান্ডার