হোম > সারা দেশ > রাজশাহী

বড়াইগ্রামে ডাকাতিতে জড়িত থাকার অভিযোগে পিস্তলসহ আটক ১ 

বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি

নাটোরের বড়াইগ্রামে একটি পিস্তল ও চার রাউন্ড গুলিসহ এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার ভোররাত ৪টার দিকে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের কলাবাগান এলাকা থেকে ডাকাতিতে জড়িত থাকার অভিযোগে তাঁকে আটক করা হয়। এ ঘটনায় আরও তিনজনকে ধরতে অভিযানে নেমেছে পুলিশ।

আটক ব্যক্তির নাম বুলবুল হাসান (১৯)। তিনি সিরাজগঞ্জ জেলার কামারখন্দ উপজেলার প্রাইকুশা গ্রামের হাফিজুল ইসলামের ছেলে।

বড়াইগ্রাম থানার উপপরিদর্শক কামরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, রাত সাড়ে ১১টার দিকে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের (ফিডার রোড) সুতিরপার এলাকায় তিরাইল পূর্বপাড়া গ্রামের আবু হানিফের ছেলে রাজদুল হোসেনের (৩৬) হাত-পা বেঁধে মোটরসাইকেল ছিনতাই করে বুলবুল হাসানসহ চারজন। রাত ১টার দিকে পুলিশ খবর পেয়ে অভিযানে নামে। রাতে কলাবাগান এলাকায় রাস্তায় পেরেক দিয়ে গাড়ি বিকল করে আবারও ডাকাতি শুরু করে তারা। পুলিশ বুঝতে পেরে অভিযান চালিয়ে একজনকে আটক করে। বাকি তিনজন পালিয়ে যায়। এ সময় একটি পিস্তল, চার রাউন্ড গুলি ও রাস্তায় ফেলা লোহার পেরেক উদ্ধার করা হয়।

রাজদুল হোসেন বলেন, ‘আমি পুকুরে মাছের চাষ করি। সেখান থেকে রাতে মোটরসাইকেল নিয়ে বাড়ি ফিরছিলাম। সুতিরপার এলাকায় পৌঁছালে চারজন লাঠি নিয়ে আমার মোটরসাইকেলের সামনে দাঁড়ায়। তাঁরা লুঙ্গি দিয়ে আমার পা ও গায়ের জামা দিয়ে হাত বেঁধে পাশের কলাগাছের সঙ্গে আটকে মোটরসাইকেল নিয়ে পালিয়ে যায়। আমি দাঁত দিয়ে হাতের বাঁধন খুলে তেলের পাম্পে থাকা লোকজনকে বিষয়টি জানালে তাঁরা পুলিশকে খবর দেন।’

অতিরিক্ত পুলিশ সুপার (বড়াইগ্রাম সার্কেল) শরিফ আল রাজিব বলেন, ছিনতাই হওয়া মোটরসাইকেলটি উদ্ধার করা হয়েছে। এক ডাকাতকে আটক এবং বাকিদের আটকে কাজ করছে পুলিশ। মামলার প্রক্রিয়া চলমান রয়েছে।

তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে টানানো ব্যানার সরিয়ে আম্মারের ভিডিও পোস্ট

দেশকে পাল্টে দিতে গণভোটে ‘হ্যাঁ’ দিতে হবে: স্বাস্থ্য উপদেষ্টা

নির্বাচনে নিরাপত্তা নিশ্চিত করতে ১ লাখ পুলিশকে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

রাবিতে ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা শুরু, আসনপ্রতি লড়ছেন ৫৯ পরীক্ষার্থী

ভর্তি পরীক্ষায় বসে বাবাকে প্রশ্নপত্রের ছবি পাঠাতে গিয়ে ধরা

রাবিতে ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

‎রাবিতে ভর্তি পরীক্ষায় ডিপসিক এআইয়ে উত্তর খুঁজছিল এক পরীক্ষার্থী

প্রতীক বরাদ্দের আগেই ফেসবুকে প্রচার, প্রার্থীকে আদালতে তলব

রাজশাহীতে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১

নির্বাচনে ব্যাপক প্রভাব কালোটাকার: বদিউল আলম