নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) ৩২ তম পুলিশ কমিশনার হিসেবে যোগদান করেছেন মোহাম্মদ আবু সুফিয়ান।
আজ শনিবার সকালে তিনি দায়িত্ব গ্রহণ করেন। দায়িত্ব গ্রহণের পর বেলা ১১টায় পুলিশ লাইন্স ড্রিল সেডে আরএমপির বিশেষ কল্যাণ সভায় যোগ দেন তিনি।
এ সভায় সভাপতিত্ব করেন আরএমপির নয়া কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান। সভায় তিনি পুলিশের করণীয় ও বর্জনীয় বিষয়গুলো যথাযথভাবে প্রতিপালনে নির্দেশনামূলক বক্তব্য দেন।
মোহাম্মদ আবু সুফিয়ান ১৯৯৮ সালে ১৭ তম বিসিএসের মাধ্যমে বাংলাদেশ পুলিশে যোগদান করেন। আরএমপিতে যোগদানের আগে তিনি ঢাকায় টুরিষ্ট পুলিশে কর্মরত ছিলেন।