বগুড়ার নন্দীগ্রামে ছোট ভাই ইদ্রিস আলীর মৃত্যুর খবর শুনে চাচাতো বড় ভাই কাতেব আলীও (৫৮) মারা গেছেন। আজ বুধবার নন্দীগ্রাম পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের দক্ষিণ পাড়ায় এ ঘটনা ঘটে।
মৃত ইদ্রিস আলী নন্দীগ্রাম দক্ষিণ পাড়ার হাতেম আলীর ছেলে। তিনি নন্দীগ্রাম উপজেলা শ্রমিক লীগের সদস্যসচিব রাশেদুল ইসলাম লিটনের বাবা ছিলেন।
স্থানীয়রা জানান, আজ ভোরে ইদ্রিস আলী বুকে ব্যথা অনুভব করছিলেন। এ সময় তিনি কাউকে কিছু না জানিয়ে একাই বাড়ি থেকে বেরিয়ে ডাক্তারের কাছে যাচ্ছিলেন। পরে তাঁর স্ত্রী তাঁকে খুঁজতে গিয়ে দেখেন ইদ্রিস আলী রাস্তায় পড়ে আছেন। এ সময় তাঁর ডাকচিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এসে দেখেন ইদ্রিস আলী মারা গেছেন।
ঘটনার সময় ইদ্রিস আলীর চাচাতো বড় ভাই গাভির দুধ দহন করছিলেন। এ সময় তিনি ছোট ভাইয়ের মৃত্যুর কথা শুনে বিচলিত হয়ে পড়েন এবং মারা যান।
নন্দীগ্রাম পৌরসভার মেয়র আনিছুর রহমান তাঁদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, তাঁদের দুই ভাইয়ের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন বলেন, ছোট ভাইয়ের মৃত্যুর খবর শুনে চাচাতো বড় ভাইও মারা গেছেন। ঘটনাটি খুবই হৃদয়বিদারক।