হোম > সারা দেশ > রাজশাহী

উন্নয়ন সমাবেশে বক্তব্যের সময় মঞ্চ ভেঙে পড়ে গেলেন এমপি আয়েন উদ্দিন

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

রাজশাহীতে উন্নয়ন সমাবেশে বক্তব্য দেওয়ার সময় মঞ্চ ভেঙে পড়েছেন প্রধান অতিথি সংসদ সদস্য আয়েন উদ্দিন। এ সময় মঞ্চের সামনের নেতা কর্মীরা বিভিন্ন স্লোগান ও হাততালি দিতে থাকেন। 

ঘটনাটি ঘটে আজ বুধবার মোহনপুর উপজেলা সদরের একটি স্কুল মাঠে। উপজেলা আওয়ামী লীগ এ সমাবেশের আয়োজন করে। 

সমাবেশের শেষ দিকে বক্তব্য দিচ্ছিলেন সংসদ সদস্য আয়েন উদ্দিন। তখন মঞ্চে অতিরিক্ত নেতা কর্মীদের চাপে মঞ্চটি ভেঙে যায়। ফলে অন্য নেতা কর্মীদের সঙ্গে তিনিও পড়ে যান। পরে সমাবেশটি ওখানেই শেষ করা হয়। এরপর একটি উন্নয়ন শোভাযাত্রা বের করা হয়।

এরপর তিনি দলীয় কার্যালয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শহীদ শেখ রাসেলের জন্মদিন উপলক্ষে কেক কেক কাটেন সংসদ সদস্য আয়েন উদ্দিন। 

এ সময় তিনি সাংবাদিকদের বলেন, ‘আজকে এই উন্নয়ন শোভাযাত্রায় হাজার হাজার নেতা কর্মী স্বতঃস্ফূর্তভাবে অংশ নিয়েছে। এতেই প্রমাণিত হয়, বাংলাদেশ আজ উন্নয়নের অগ্রযাত্রায় শামিল হয়েছে। উন্নয়নের এই অগ্রযাত্রা অব্যাহত রাখতে এই এলাকার মানুষ আবারও নৌকায় ভোট দিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে রাষ্ট্রীয় ক্ষমতায় আনবে।’

মঞ্চ ভেঙে পড়া প্রসঙ্গে তিনি বলেন, ‘প্রতিটি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক ছিলেন। এ ছাড়া উপজেলা আওয়ামী লীগের নেতারাও ছিলেন। এ কারণে মঞ্চটি ভেঙে গেছে। তবে কেউ আহত হয়নি। আমিও ব্যথা পাইনি।’

রাজশাহী শহরের চার ফ্লাইওভার: কাজ শুরুর পর নকশা নিয়ে প্রশ্ন

হলফনামা বিশ্লেষণ: রাজশাহীর ৯২ শতাংশ প্রার্থীই উচ্চশিক্ষিত

বিএনপি কর্মীর বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ করতে গিয়ে দুই ঠিকাদার কারাগারে

ঈশ্বরদীতে রাতের খাবার খেয়ে ৩০ শ্রমিক হাসপাতালে

পুলিশ স্বামীর ইউনিফর্ম পরে টিকটকে স্ত্রী, কনস্টেবল প্রত্যাহার

চাঁদা চাইতে গিয়ে পিটুনির শিকার বিএনপির কর্মী

রাবি ক্যাম্পাসে শিক্ষকের গাড়ির ধাক্কায় পা ভাঙল ছাত্রীর

রাজশাহীতে কলার হাটে ট্রাক উল্টে মৃতের সংখ্যা বেড়ে ৫

স্বামীর হাত ধরে ট্রেনে ওঠার সময় দুর্ঘটনায় প্রাণ গেল স্ত্রীর

‘আওয়ামী লীগ থেকে জামায়াতে আসেন, দায়দায়িত্ব আমাদের’