হোম > সারা দেশ > রাজশাহী

পাঠ্যবইয়ে আবার ভাসানীর জীবনী অন্তর্ভুক্ত করার দাবিতে রাজশাহীতে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

রাজশাহীতে ভাসানী অনুসারী পরিষদের মানববন্ধন। ছবি: আজকের পত্রিকা

পঞ্চম ও অষ্টম শ্রেণির পাঠ্যপুস্তক থেকে মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর জীবনী প্রত্যাহারের প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। আজ শনিবার সকালে নগরের সাহেববাজার জিরো পয়েন্টে ভাসানী অনুসারী পরিষদের রাজশাহী জেলা ও নগর কমিটি এই মানববন্ধনের আয়োজন করে।

কর্মসূচি থেকে সপ্তম ও নবম শ্রেণির পাঠ্যপুস্তকে ভাসানীর জীবনী পুনরায় অন্তর্ভুক্ত করার দাবি জানানো হয়।

কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন ভাসানী ফাউন্ডেশনের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সভাপতি অধ্যাপক ড. জি এম শফিউর রহমান। তিনি বলেন, আওয়ামী লীগ সরকার শেখ মুজিবুর রহমানের ওপর কাউকে থাকতে দেয়নি। তারা মনে করে, বাংলাদেশে শেখ মুজিবই একমাত্র ব্যক্তি যার ওপরে আর কেউ নাই। কিন্তু মওলানা ভাসানী আওয়ামী লীগের জন্মদাতা। তিনি আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা। আওয়ামী লীগ সরকার মওলানা ভাসানীকে ধামাচাপা দিয়ে রাখতে চেয়েছিল। নতুন প্রজন্মকে তাঁর সম্পর্কে জানার সুযোগ দেয়নি। পাঠ্যবই থেকে তাঁর জীবনী তুলে দিয়ে ইতিহাস বিকৃত করেছে। বাংলাদেশের প্রকৃত ইতিহাস থেকে এত দিন শিক্ষার্থীদের দূরে রেখেছে।

পাঠ্যবইয়ে আবার মওলানা ভাসানীর জীবনী অন্তর্ভুক্ত করার দাবি জানিয়ে শফিউর রহমান বলেন, শেখ হাসিনা সরকার অন্যায়ভাবে মওলানা ভাসানীর জীবনী পাঠ্যবই থেকে প্রত্যাহার করেছে। কারণ ভাসানীকে যদি মানুষ বুঝতে পারে, জানতে পারে, তাহলে ভাসানীর আড়ালে শেখ মুজিব চলে যাবে। সে জন্য শেখ মুজিবকে বড় করতে ভাসানীর জীবনী প্রত্যাহার করে নিয়েছিল আওয়ামী লীগ।

প্রায় ঘণ্টাব্যাপী এই কর্মসূচিতে আরও বক্তব্য দেন, ভাসানী অনুসারী পরিষদের রাজশাহী জেলার সভাপতি এশারুল ইসলাম, সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, মহানগরের সহসভাপতি নূর হোসেন চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক ফারুক আহমেদ প্রমুখ।

আচরণবিধি লঙ্ঘন: রাজশাহী-১ আসনের বিএনপির প্রার্থীকে আদালতে তলব

রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের তিন কর্মকর্তাকে চাকরিচ্যুত

গণভোটের ব্যালটের টিক চিহ্ন মানেই ঠিক: আলী রীয়াজ

ট্রায়াল দেওয়ার নামে গাড়ি নিয়ে লাপাত্তা যুবদল নেতাকে বহিষ্কার

ব্রেনের চিকিৎসা করতেন এইচএসসি পাস নুরুল, ৬ মাসের জেল

দুই সহযোগীসহ ‘চাঁদাবাজ’ চান সওদাগর আটক, দেশীয় অস্ত্র উদ্ধার

লবণের কার্গো ট্রাকে মিলল ১২৬ কেজি গাঁজা

জামায়াতে ইসলামীতে কেউ স্বাধীনতাবিরোধী নয়: মেজর আখতারুজ্জামান

দেশে ১৭ লাখ ৮০ হাজার শিশু শ্রমে নিযুক্ত: সচিব

রাজশাহীতে হেরোইনসহ দম্পতি গ্রেপ্তার