হোম > সারা দেশ > নাটোর

নাটোরে এক ভাইয়ের মৃত্যুর খবরে আরও দুই ভাইয়ের মৃত্যু

প্রতিনিধি, নাটোর

নাটোরে এক ভাইয়ের মৃত্যুশোক সইতে না পেরে কয়েক ঘণ্টার ব্যবধানে মারা গেছেন আরও দুই ভাই। তাঁদের দুজন করোনায় আক্রান্ত হয়ে এবং অন্যজন এক ভাইয়ের মৃত্যুর খবর পেয়ে হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মারা যান। তাঁরা হলেন নাটোর শহরের ঐতিহ্যবাহী বিসমিল্লাহ (পচুর) হোটেলের স্বত্বাধিকারী শরিফুল ইসলাম ওরফে পচু (৫৬), তাঁর বড় ভাই মো. বাবলু হোসেন (৭০) ও ছোট ভাই জাহাঙ্গীর আলম (৪৬)। প্রথমে পচু, পচুর শোকে বাবলু ও পরে জাহাঙ্গীর মারা যান। 

তিন ভাই শহরের ভবানীগঞ্জ মহল্লার মৃত আবদুর রশিদের ছেলে। একে একে তিন ভাইয়ের মৃত্যুতে নাটোর শহরে শোকের ছায়া নেমে এসেছে। 

নাটোর পৌরসভার ৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর নান্নু শেখ জানান, বিসমিল্লাহ হোটেলের স্বত্বাধিকারী শরিফুল ইসলাম পচু গত রোববার করোনায় আক্রান্ত হয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। তাঁকে সেবা করার জন্য হাসপাতালে থাকা ছোট ভাই জাহাঙ্গীর আলমও করোনায় সংক্রমিত হয়ে বুধবার একই হাসপাতালে ভর্তি হন। তাঁকে আইসিইউতে নেওয়া হয়। অবস্থার অবনতি হলে শরিফুল ইসলামকেও আইসিইউতে নেওয়া হয়। শুক্রবার ভোর ৩টার দিকে শরিফুল ইসলাম মারা যান। ভোর ৪টার দিকে তাঁর মৃত্যুর খবর শোনার পরপরই বড় ভাই মো. বাবলু হৃদ্‌রোগে আক্রান্ত হন। হাসপাতালে নেওয়ার আগেই নিজ বাড়িতে তাঁর মৃত্যু হয়। জুমার নামাজের পর পৌর গাড়িখানা কবরস্থানে দুই ভাইয়ের দাফন অনুষ্ঠিত হয়। রাত ৯টার দিকে রামেক হাসপাতালের আইসিইউতে থাকা ছোট ভাই জাহাঙ্গীর আলমেরও মৃত্যু হয়। 

শরিফুল ইসলামের ছেলে লিটন ইসলাম কান্নাজড়িত কণ্ঠে জানান, পরিবারে তাঁর বাবাই সবার বিপদে–আপদে এগিয়ে আসতেন। এলাকায়ও মানুষের পাশে দাঁড়াতেন অকৃপণ চিত্তে। তাঁর মৃত্যুর খবর শুনে বড় ভাই সহ্য করতে পারেননি। সঙ্গে সঙ্গে হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে তিনি মারা যান। ছোট চাচাও বাবা অসুস্থ হলে তাঁর সেবা করতে গিয়ে অকালে চলে গেলেন। একই দিনে একজন একজন করে বাবা-চাচাকে হারিয়ে চোখে অন্ধকার দেখছি। 

দুয়ারেই বিষাক্ত ধোঁয়া দম বন্ধ পড়াশোনা

রাজশাহীতে কৃষক লীগ নেত্রী ও আ.লীগ সমর্থক আইনজীবীর মনোনয়নপত্র দাখিল

খালেদা জিয়ার মৃত্যু: শোকে স্তব্ধ বগুড়াবাসী

কম্বল নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৩

শিক্ষক নেটওয়ার্ক বন্ধের আহ্বান জানাচ্ছি: রাকসু জিএস আম্মার

রাজশাহী-৫ আসনে জামায়াতের প্রার্থী পরিবর্তন

রাজশাহী বিশ্ববিদ্যালয়: তহবিলের হিসাব না পেয়ে দৃশ্যত স্থবির রাকসু

রাজশাহীতে র‍্যাবের অভিযানে আগ্নেয়াস্ত্র উদ্ধার

রাজশাহীর চরাঞ্চলে শিয়ালের আতঙ্ক, এক রাতে আক্রান্ত ২০০ গরু

বগুড়ায় বিএনপির মিছিলে হামলার মামলায় শ্রমিক লীগ নেতা গ্রেপ্তার