সিরাজগঞ্জে পিস্তল ও গুলি রাখার অপরাধে রেজাউল করিম (৩২) নামের এক যুবককে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। গতকাল মঙ্গলবার সকালে সিরাজগঞ্জের স্পেশাল ট্রাইব্যুনাল-৬-এর বিচারক সুপ্রিয়া রহমান এ আদেশ দেন।
রেজাউল করিম সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার কোনাবাড়ী গ্রামের বাসিন্দা।
মামলার অভিযোগপত্র সূত্রে জানা গেছে, ২০১৫ সালের ৩১ ডিসেম্বর রাতে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় অভিযান চালায় র্যাব। অভিযানে উপজেলার কোনাবাড়ী একতা ক্লাব এলাকা থেকে একটি পিস্তল ও গুলিসহ রেজাউল করিমকে আটক করা হয়। পরে উল্লাপাড়া থানায় অস্ত্র আইনে তাঁর বিরুদ্ধে মামলা করা হয়।
এই মামলায় ১০ জনের সাক্ষ্য গ্রহণ করেন আদালত। অভিযোগ প্রমাণিত হওয়ায় রেজাউল করিমকে ১০ বছরের সশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।