হোম > সারা দেশ > রাজশাহী

একই দিনে দুই ডোজ টিকা নিয়ে হাসপাতালে ভর্তি গৃহবধূ

প্রতিনিধি, বালিয়াডাঙ্গী (ঠাকুরগাঁও)

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় ফেনশী আকতার (৩৯) নামে এক গৃহবধূকে একদিনেই দুই ডোজ টিকা দেওয়া হয়েছে। টিকা নেওয়ার পর শারীরিক ভাবে অসুস্থ হয়ে পড়লে তাঁকে বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। 

গতকাল মঙ্গলবার বিকেলে বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের করোনা টিকা গ্রহণের বুথে এ ঘটনা ঘটেছে। ফেনশী আকতার চাড়োল ইউনিয়নের ছোট সিঙ্গীয়া গ্রামের তাজিম উদ্দীনের স্ত্রী। তিনি বর্তমানে বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিচ্ছেন। 

গৃহবধূ ফেনশী আকতার বলেন, টিকার দ্বিতীয় ডোজ নিতে স্বামীর সঙ্গে হাসপাতালের আসি। মহিলাদের টিকার বুথে একজন নার্সকে টিকা কার্ড দেখালে তিনি টিকা দেন। দুই মিনিট পর আরেকজন নার্স এসে টিকা পুশ করেন। আগেই টিকা নিয়েছি বললে নার্সরা বলেন কিছুই হবে না। তবে সমস্যা হলে আমাদের বলবেন। 

গৃহবধূর স্বামী তাজিম উদ্দীন বলেন, ভুল করে সিনোফার্মের ২ ডোজ টিকা দিয়ে ফেলেছে নার্স। এখন কি হবে? খুব চিন্তা হচ্ছে। যদি কিছু হয়! নার্সদের ভুলের মাশুল এখন আমার স্ত্রী ও আমাকে দিতে হচ্ছে। 

ঘটনার সত্যতা স্বীকার করে বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবুল কাসেম বলেন, টিকা বুথে প্রচণ্ড ভিড়। প্রতিদিন ভিড় সামলাতে হিমশিম খেতে হচ্ছে। গৃহবধূ বর্তমানে ভালো আছেন। দুই ডোজ টিকা নেওয়ার কারণে মানসিক সমস্যায় ভুগছেন তিনি। 

ট্রায়াল দেওয়ার নামে গাড়ি নিয়ে লাপাত্তা যুবদল নেতাকে বহিষ্কার

ব্রেনের চিকিৎসা করতেন এইচএসসি পাস নুরুল, ৬ মাসের জেল

দুই সহযোগীসহ ‘চাঁদাবাজ’ চান সওদাগর আটক, দেশীয় অস্ত্র উদ্ধার

লবণের কার্গো ট্রাকে মিলল ১২৬ কেজি গাঁজা

জামায়াতে ইসলামীতে কেউ স্বাধীনতাবিরোধী নয়: মেজর আখতারুজ্জামান

দেশে ১৭ লাখ ৮০ হাজার শিশু শ্রমে নিযুক্ত: সচিব

রাজশাহীতে হেরোইনসহ দম্পতি গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জে ২ ভারতীয় নাগরিক আটক, বিএসএফের কাছে হস্তান্তর

প্রক্সির মাধ্যমে ভর্তি হওয়া রাবির তিন শিক্ষার্থীকে বহিষ্কার

সীমান্ত দিয়ে আসা অস্ত্র দেশের নিরাপত্তার জন্য হুমকি: বিজিবির রাজশাহী সেক্টর কমান্ডার