হোম > সারা দেশ > রাজশাহী

একই দিনে দুই ডোজ টিকা নিয়ে হাসপাতালে ভর্তি গৃহবধূ

প্রতিনিধি, বালিয়াডাঙ্গী (ঠাকুরগাঁও)

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় ফেনশী আকতার (৩৯) নামে এক গৃহবধূকে একদিনেই দুই ডোজ টিকা দেওয়া হয়েছে। টিকা নেওয়ার পর শারীরিক ভাবে অসুস্থ হয়ে পড়লে তাঁকে বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। 

গতকাল মঙ্গলবার বিকেলে বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের করোনা টিকা গ্রহণের বুথে এ ঘটনা ঘটেছে। ফেনশী আকতার চাড়োল ইউনিয়নের ছোট সিঙ্গীয়া গ্রামের তাজিম উদ্দীনের স্ত্রী। তিনি বর্তমানে বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিচ্ছেন। 

গৃহবধূ ফেনশী আকতার বলেন, টিকার দ্বিতীয় ডোজ নিতে স্বামীর সঙ্গে হাসপাতালের আসি। মহিলাদের টিকার বুথে একজন নার্সকে টিকা কার্ড দেখালে তিনি টিকা দেন। দুই মিনিট পর আরেকজন নার্স এসে টিকা পুশ করেন। আগেই টিকা নিয়েছি বললে নার্সরা বলেন কিছুই হবে না। তবে সমস্যা হলে আমাদের বলবেন। 

গৃহবধূর স্বামী তাজিম উদ্দীন বলেন, ভুল করে সিনোফার্মের ২ ডোজ টিকা দিয়ে ফেলেছে নার্স। এখন কি হবে? খুব চিন্তা হচ্ছে। যদি কিছু হয়! নার্সদের ভুলের মাশুল এখন আমার স্ত্রী ও আমাকে দিতে হচ্ছে। 

ঘটনার সত্যতা স্বীকার করে বালিয়াডাঙ্গী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবুল কাসেম বলেন, টিকা বুথে প্রচণ্ড ভিড়। প্রতিদিন ভিড় সামলাতে হিমশিম খেতে হচ্ছে। গৃহবধূ বর্তমানে ভালো আছেন। দুই ডোজ টিকা নেওয়ার কারণে মানসিক সমস্যায় ভুগছেন তিনি। 

এনসিপির রাজশাহী জেলা ও মহানগর কমিটির দ্বন্দ্বের জেরে দুই কমিটিই স্থগিত

নাটোরে আদালত প্রাঙ্গণে দুপক্ষের সংঘর্ষ, আটক ৩

রাকসু জিএস আম্মারের ‘মানসিক চিকিৎসা’র দাবিতে ছাত্রদলের মানববন্ধন

আচরণবিধি লঙ্ঘন: জামায়াতের নায়েবে আমিরকে শোকজ

তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে টানানো ব্যানার সরিয়ে আম্মারের ভিডিও পোস্ট

দেশকে পাল্টে দিতে গণভোটে ‘হ্যাঁ’ দিতে হবে: স্বাস্থ্য উপদেষ্টা

নির্বাচনে নিরাপত্তা নিশ্চিত করতে ১ লাখ পুলিশকে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

রাবিতে ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা শুরু, আসনপ্রতি লড়ছেন ৫৯ পরীক্ষার্থী

ভর্তি পরীক্ষায় বসে বাবাকে প্রশ্নপত্রের ছবি পাঠাতে গিয়ে ধরা

রাবিতে ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত