হোম > সারা দেশ > সিরাজগঞ্জ

ভেঙে গেছে সড়ক সেতুর স্ল্যাব, যানবাহন চলাচল বন্ধ

উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় সেতুর স্ল্যাব ভেঙে যাওয়ায় দুর্ভোগে পড়েছেন গ্রামবাসীরা। তাঁরা ওই সেতুর ওপর দিয়ে পায়ে হেঁটে প্রতিদিন ঝুঁকি নিয়ে চলাচল করছেন। এতে যেকোনো সময় ঘটতে পারে দুর্ঘটনা। 

সরেজমিনে দেখা যায়, উপজেলার কৃষকগঞ্জ বাজার-শাহজাদপুর আঞ্চলিক সড়কে সলপ ইউনিয়নের কোনাবাড়ী গ্রামের পাশে অবস্থিত সেতুর স্ল্যাবের মাঝের বেশ কিছু অংশ ভেঙে পড়েছে। ফলে সেতু দিয়ে যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) এই রাস্তা দিয়ে যানবাহন চলাচল বন্ধ হয়ে যাওয়ায় এলাকার লোকজন ও ব্যবসায়ীরা ভোগান্তির শিকার হচ্ছেন। 

স্থানীয় লোকজন জানান, কৃষকগঞ্জ বাজার-শাহজাদপুর আঞ্চলিক সড়কটি ওই এলাকার মানুষজনের যাতায়াতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রতিদিন এই সড়ক দিয়ে ট্রাক, অটোরিকশা, সিএনজি, ব্যাটারিচালিত ভ্যান চলাচল করে। চলতি বছরের শুরুতেই এই সড়কের সেতুর ওপরের স্ল্যাবের বেশ কিছু অংশ ভেঙে যায়। ফলে স্থানীয়রা এই সেতুর ওপর দিয়ে পায়ে হেঁটে প্রতিদিন ঝুঁকি নিয়ে চলাচল করছেন। 
 
কৃষকগঞ্জ ও নলসোন্দা বাজারের ব্যবসায়ীরা বলেন, ‘কোনাবাড়ী গ্রামের পাশের সড়ক সেতুর স্ল্যাব ভেঙে যাওয়ায় এই পথে মালামাল পরিবহন করতে পারছি না। আমাদের অন্তত ৭ কিলোমিটার পথ ঘুরে বিকল্প পথে মালামাল পরিবহন করতে হচ্ছে। এতে আমাদের পরিবহন ব্যয় দ্বিগুণ বেড়ে গেছে।’ 

এ বিষয়ে এলজিইডির উল্লাপাড়া কার্যালয়ের উপজেলা প্রকৌশলী মো. মাঈন উদ্দিন বলেন, বন্যায় ক্ষতিগ্রস্ত ওই সড়ক সেতুর বিষয়টি সম্পর্কে কার্যালয়ে জানানো হয়েছে। দ্রুত তদন্ত করে সেতুটি মেরামতের ব্যবস্থা নেওয়া হবে। 

খালেদা জিয়ার মৃত্যু: শোকে স্তব্ধ বগুড়াবাসী

কম্বল নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৩

শিক্ষক নেটওয়ার্ক বন্ধের আহ্বান জানাচ্ছি: রাকসু জিএস আম্মার

রাজশাহী-৫ আসনে জামায়াতের প্রার্থী পরিবর্তন

রাজশাহী বিশ্ববিদ্যালয়: তহবিলের হিসাব না পেয়ে দৃশ্যত স্থবির রাকসু

রাজশাহীতে র‍্যাবের অভিযানে আগ্নেয়াস্ত্র উদ্ধার

রাজশাহীর চরাঞ্চলে শিয়ালের আতঙ্ক, এক রাতে আক্রান্ত ২০০ গরু

বগুড়ায় বিএনপির মিছিলে হামলার মামলায় শ্রমিক লীগ নেতা গ্রেপ্তার

ওসমান হাদি হত্যার বিচার দাবিতে রাজশাহীতে শিক্ষার্থীদের অবস্থান

সিরাজগঞ্জে লাশবাহী গাড়ির সঙ্গে সিমেন্টবোঝাই ট্রাকের সংঘর্ষ, আহত ২