হোম > সারা দেশ > চাঁপাইনবাবগঞ্জ

প্রধানমন্ত্রীর উপহারের বাড়ি পাওয়ার আকুতি ফুরকুনি বেগমের

গোমস্তাপুর (চাঁপাইনবাবগঞ্জ)

ভিক্ষা ও অন্যের বাড়িতে কাজ করে সংসার চালান ফুরকুনি বেগম (৭০)। নিজের কোনো জমিজমা নেই। অন্যের জায়গায় বাস করেন তিনি। এমন অবস্থায় নিজের একটু আশ্রয়ের জন্য প্রধানমন্ত্রীর উপহারের বাড়ি পাওয়ার আকুতি তাঁর।

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের দৌলতপুর গ্রামে বাড়ি তাঁর। ওই গ্রামের মৃত ফেলু শেখের স্ত্রী তিনি। একমাত্র মেয়েকে বিয়ে দিয়ে অন্যের জায়গায় বাস করছেন ফুরকুনি বেগম।

ফুরকুনি বেগম বলেন, ‘সবাই বাড়ি পাচ্ছে অথচ আমি পাচ্ছি না। প্রধানমন্ত্রী শেখ হাসিনা যাদের বাড়িঘর-জমিজমা নেই তাদের ইটের বাড়ি করে দিচ্ছেন। সঙ্গে জমির দলিলও দিয়ে দিচ্ছেন। শুনে খুব খুশি হয়েছি।’ কিছুই নেই তাঁর। এ বয়সে একটি বাড়ি পাওয়ার জন্য অনেকের দ্বারস্থ হয়েছেন তিনি। কিন্তু কেউ তাঁকে সহযোগিতা করেননি। তিনি ‘বাড়ি পাওয়ার যোগ্য কি না’ এমন প্রশ্ন করেছেন।

ফুরকুনির ছোট ভাই শুকুদ্দি জানান, বাবার জমি ভাগ হলে তাঁর বোন পৈতৃক সূত্রে পৌনে ১৪ কাঠা জমি পান। বোনের স্বামী মারা যাওয়ার পর মেয়ে ও নাতনির বিয়েতে সব জমি বিক্রি করে নিঃস্ব হয়ে যান তিনি। পরে তাঁর আশ্রয়ের একটু জায়গায় টিনের ছাউনি তুলে বসবাস করছেন। শুধু ইউনিয়ন পরিষদ থেকে বয়স্ক ভাতার টাকা পান বলে তিনি জানান।

সংশ্লিষ্ট ২ নম্বর ইউপি সদস্য গোলাম মর্তুজা জানান, বৃদ্ধার আইডি কার্ড নেওয়া হয়েছে। ইউনিয়ন পরিষদের সবার সঙ্গে আলোচনা করে পরবর্তী তালিকায় তাঁর নাম রাখার ব্যবস্থা করা হবে।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মিজানুর রহমান বলেন, ‘বৃদ্ধা ফুরকুনির বাড়ি না পাওয়ার বিষয়টি অবগত হয়েছি। বাড়ি বরাদ্দের তালিকায় অবশ্যই তাঁর নাম তালিকাভুক্ত করা হবে।’

রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের তিন কর্মকর্তাকে চাকরিচ্যুত

গণভোটের ব্যালটের টিক চিহ্ন মানেই ঠিক: আলী রীয়াজ

ট্রায়াল দেওয়ার নামে গাড়ি নিয়ে লাপাত্তা যুবদল নেতাকে বহিষ্কার

ব্রেনের চিকিৎসা করতেন এইচএসসি পাস নুরুল, ৬ মাসের জেল

দুই সহযোগীসহ ‘চাঁদাবাজ’ চান সওদাগর আটক, দেশীয় অস্ত্র উদ্ধার

লবণের কার্গো ট্রাকে মিলল ১২৬ কেজি গাঁজা

জামায়াতে ইসলামীতে কেউ স্বাধীনতাবিরোধী নয়: মেজর আখতারুজ্জামান

দেশে ১৭ লাখ ৮০ হাজার শিশু শ্রমে নিযুক্ত: সচিব

রাজশাহীতে হেরোইনসহ দম্পতি গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জে ২ ভারতীয় নাগরিক আটক, বিএসএফের কাছে হস্তান্তর