হোম > সারা দেশ > রাজশাহী

পৌর মেয়রের বিরুদ্ধে ১৭ কোটি টাকা আত্মসাতের অভিযোগে মামলা

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

রাজশাহীর কেশরহাট পৌরসভার মেয়র শহিদুজ্জামান শহিদের বিরুদ্ধে প্রায় ১৭ কোটি টাকা আত্মসাতের অভিযোগে আদালতে মামলা হয়েছে। ৬ মার্চ রাজশাহীর সিনিয়র স্পেশাল জজ আদালত ও জেলা দায়রা জজ আদালতে মামলাটি করেছেন ওই পৌরসভার কাউন্সিলর একরামুল হক। বিষয়টি এতদিন গোপন থাকলেও আজ মঙ্গলবার মামলার বাদী নিজে গণমাধ্যমকে জানান।

বিষয়টি নিশ্চিত করে বাদীপক্ষের আইনজীবী মিজানুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, আদালত মামলাটি আমলে নিয়ে দুর্নীতি দমন কমিশনকে (দুদক) তদন্তের নির্দেশ দিয়েছেন।

মামলার এজাহার সূত্রে জানা গেছে, কেশরহাট পৌর মেয়র শহিদুজ্জামান শহিদের দায়িত্ব পালনের সময় বিধি-বিধান ও নিয়মনীতির তোয়াক্কা না করে ক্ষমতার অপব্যবহার করে পৌরসভার বিপুল পরিমাণ টাকা আত্মসাৎ করেছেন। কোন কোন খাত থেকে টাকা আত্মসাৎ করা হয়েছে তা মামলার আরজিতে তুলে ধরা হয়েছে। এর আগে গত ২৫ জানুয়ারি কেশরহাট পৌরসভার পাঁচজন কাউন্সিলর মেয়র শহীদের বিরুদ্ধে সাত কোটি টাকা আত্মসাতের অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছিলেন।

অভিযোগের বিষয়ে জানতে পৌর মেয়র শহিদুজ্জামান শহিদের সঙ্গে মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগ করা হয়। কিন্তু তিনি ফোন না ধরায় তাঁর বক্তব্য পাওয়া যায়নি।

রাবিতে ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা শুরু, আসনপ্রতি লড়ছেন ৫৯ পরীক্ষার্থী

ভর্তি পরীক্ষায় বসে বাবাকে প্রশ্নপত্রের ছবি পাঠাতে গিয়ে ধরা

রাবিতে ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

‎রাবিতে ভর্তি পরীক্ষায় ডিপসিক এআইয়ে উত্তর খুঁজছিল এক পরীক্ষার্থী

প্রতীক বরাদ্দের আগেই ফেসবুকে প্রচার, প্রার্থীকে আদালতে তলব

রাজশাহীতে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ১

নির্বাচনে ব্যাপক প্রভাব কালোটাকার: বদিউল আলম

রাবিতে ভর্তি পরীক্ষা শুরু কাল, মানতে হবে যেসব নির্দেশনা

আচরণবিধি লঙ্ঘন: রাজশাহী-১ আসনের বিএনপির প্রার্থীকে আদালতে তলব

রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের তিন কর্মকর্তাকে চাকরিচ্যুত