হোম > সারা দেশ > রাজশাহী

৫ টাকায় কুসুম্বা মসজিদের ছবি পুনঃস্থাপনের দাবিতে মানববন্ধন

মান্দা (নওগাঁ) প্রতিনিধি 

মান্দায় ৫ টাকায় কুসুম্বা মসজিদের ছবি পুনঃস্থাপনের দাবিতে মানববন্ধন। ছবি: আজকের পত্রিকা

পাঁচ টাকার কাগজের নোটে ঐতিহাসিক কুসুম্বা শাহি মসজিদের ছবি পুনঃস্থাপনের দাবিতে নওগাঁর মান্দায় মানববন্ধন হয়েছে। আজ শুক্রবার জুমার নামাজের পর কুসুম্বা শাহি মসজিদ চত্বরে মুসল্লিরা এ মানববন্ধন করেন।

মানববন্ধনে বক্তব্য দেন নওগাঁ জেলা জামায়াতের আমির খন্দকার আব্দুর রাকিব, উপজেলা বিএনপির সাবেক সভাপতি মকলেছুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান ডা. ইকরামুল বারী টিপু ও কুসুম্বা শাহি মসজিদের ইমাম মাওলানা মোস্তফা আল-আমিন প্রমুখ।

এ সময় বক্তারা বলেন, ‘কুসুম্বা শাহি মসজিদ শুধু একটি স্থাপনা নয়, এটি আমাদের ঐতিহ্য, সংস্কৃতি ও মুসলিম স্থাপত্যের এক অনন্য নিদর্শন। পাঁচ টাকার নোট থেকে মসজিদটির ছবি অপসারণ করে জনগণের অনুভূতিতে আঘাত করা হয়েছে।’ দ্রুত এটি পুনঃস্থাপন না করলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারিও দেন তাঁরা।

বক্তারা বাংলাদেশ ব্যাংক ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে বলেন, পাঁচ টাকার নোটে কুসুম্বা শাহি মসজিদের ছবি পুনঃস্থাপন না হলে স্থানীয় জনগণের মধ্যে ক্ষোভ বাড়বে, যা সামাজিক অস্থিরতা তৈরি করতে পারে। তাঁরা দ্রুত এই দাবি বাস্তবায়নের আহ্বান জানান।

উল্লেখ্য, মোগল স্থাপত্যশৈলীতে নির্মিত কুসুম্বা শাহি মসজিদ নওগাঁ জেলার একটি গুরুত্বপূর্ণ ঐতিহাসিক নিদর্শন, যা বহু বছর ধরে বাংলাদেশের নোটে স্থান পেয়েছিল। সম্প্রতি পাঁচ টাকার কাগজের নতুন নোট থেকে মসজিদের ছবি সরিয়ে নেওয়া হয়।

শিক্ষক নেটওয়ার্ক বন্ধের আহ্বান জানাচ্ছি: রাকসু জিএস আম্মার

রাজশাহী-৫ আসনে জামায়াতের প্রার্থী পরিবর্তন

রাজশাহী বিশ্ববিদ্যালয়: তহবিলের হিসাব না পেয়ে দৃশ্যত স্থবির রাকসু

রাজশাহীতে র‍্যাবের অভিযানে আগ্নেয়াস্ত্র উদ্ধার

রাজশাহীর চরাঞ্চলে শিয়ালের আতঙ্ক, এক রাতে আক্রান্ত ২০০ গরু

বগুড়ায় বিএনপির মিছিলে হামলার মামলায় শ্রমিক লীগ নেতা গ্রেপ্তার

ওসমান হাদি হত্যার বিচার দাবিতে রাজশাহীতে শিক্ষার্থীদের অবস্থান

সিরাজগঞ্জে লাশবাহী গাড়ির সঙ্গে সিমেন্টবোঝাই ট্রাকের সংঘর্ষ, আহত ২

যুবকের হাত-পা কেটে দেওয়ার অভিযোগ জামায়াত-শিবিরের কর্মীদের বিরুদ্ধে

চিড়িয়াখানা ফাঁকা করে আবার প্রাণ ফেরানোর চেষ্টায় রাসিক