হোম > সারা দেশ > রাজশাহী

রাজশাহীতে অবসরপ্রাপ্ত বিজিবি সদস্যর ঝুলন্ত লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

রাজশাহীতে আমিরুল ইসলাম (৬৫) নামে অবসরপ্রাপ্ত এক বিজিবি সদস্যর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার সন্ধ্যায় মহানগরীর মোল্লাপাড়া এলাকার নিজ বাড়ি থেকে পুলিশ আমিরুলের লাশ উদ্ধার করে। নগরীর কাশিয়াডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।

ওসি জানান, দুপুরের খাবারের পরে আমিরুল তার ঘরে ঘুমাতে যান। সন্ধ্যা পর্যন্ত তিনি ঘুম থেকে না ওঠায় পরিবারের সদস্যরা তার ঘরের দরজায় নক করেন। কিন্তু দীর্ঘ সময় ডাকাডাকির পরেও তিনি সাড়াশব্দ করেননি। এরপর পরিবারের সদস্যরা পুলিশে খবর দেন। পুলিশ এসে ঘরের ফ্যানের সঙ্গে ঝোলানো অবস্থায় আমিরুলের লাশ দেখতে পায়। 

তবে এলাকাবাসী বলছেন, সম্প্রতি দুই কোটি টাকা মূল্যের একটি জমি আমিরুল তার ছেলে এবং স্ত্রীকে রেজিস্ট্রি করে দেন। এরপর আমিরুল ওই জমিটি তার ছেলে এবং স্ত্রীর কাছে ফেরত চান। বিষয়টি নিয়ে পরিবারের মধ্যে অশান্তি ছিল। এ কারণে আমিরুলের মৃত্যুটি তাদের কাছে রহস্যজনক মনে হচ্ছে। 

এ ব্যাপারে আমিরুলের ছেলে ফিরোজ আহমেদ বকুল বলেন, ‘আমার বাবার সঙ্গে একসঙ্গে মসজিদে জোহরের নামাজ পড়েছি। এরপরে একসঙ্গে খেয়েছি। খাওয়ার পরে বাবা তার ঘরে ঘুমাতে যান। আমাদের পরিবারে কোনো অশান্তি ছিল না। তিনি কী কারণে আত্মহত্যা করতে পারেন সেটি বলতে পারছি না।’ 

এদিকে ওসি আরও জানিয়েছেন, আমিরুলের লাশ উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজের ফরেনসিক বিভাগে পাঠানো হয়েছে। এ ঘটনায় অপমৃত্যুর মামলা হবে। তবে ময়নাতদন্ত রিপোর্ট হাতে পাওয়ার পরে মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে বোঝা যাবে।

রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের তিন কর্মকর্তাকে চাকরিচ্যুত

গণভোটের ব্যালটের টিক চিহ্ন মানেই ঠিক: আলী রীয়াজ

ট্রায়াল দেওয়ার নামে গাড়ি নিয়ে লাপাত্তা যুবদল নেতাকে বহিষ্কার

ব্রেনের চিকিৎসা করতেন এইচএসসি পাস নুরুল, ৬ মাসের জেল

দুই সহযোগীসহ ‘চাঁদাবাজ’ চান সওদাগর আটক, দেশীয় অস্ত্র উদ্ধার

লবণের কার্গো ট্রাকে মিলল ১২৬ কেজি গাঁজা

জামায়াতে ইসলামীতে কেউ স্বাধীনতাবিরোধী নয়: মেজর আখতারুজ্জামান

দেশে ১৭ লাখ ৮০ হাজার শিশু শ্রমে নিযুক্ত: সচিব

রাজশাহীতে হেরোইনসহ দম্পতি গ্রেপ্তার

চাঁপাইনবাবগঞ্জে ২ ভারতীয় নাগরিক আটক, বিএসএফের কাছে হস্তান্তর