বগুড়ার শেরপুরে পুলিশ পরিচয়ে প্রতারণা মামলায় দুই যুবককে গ্রেপ্তার করা হয়েছে। আজ বুধবার ভোরে র্যাবের সহযোগিতায় তাঁদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁদের কাছ থেকে বিভিন্ন কোম্পানির ৪২টি মোবাইল সিম, ছয়টি মোবাইল ফোন সেট ও ২১ হাজার টাকা জব্দ করা হয়।
গ্রেপ্তার দুজন হলেন বগুড়ার শিবগঞ্জ উপজেলার হাটগাড়ি গ্রামের আহাম্মেদ ইমতিয়াজ (৩২) ও একই উপজেলার মহব্বত নন্দীপুর গ্রামের সজল ইসলাম (৩০)। আজ বুধবার আদালতের মাধ্যমে তাঁদের বগুড়া কারাগারে পাঠানো হয়েছে।
শেরপুর থানা-পুলিশের উপপরিদর্শক (এসআই) আনোয়ার হোসেন বলেন, পুলিশের পরিচয় দিয়ে তারা বিভিন্নজনের কাছ থেকে টাকা হাতিয়ে নিত। গত ৩০ মার্চ ও ২ এপ্রিল এমন প্রতারণার ঘটনায় থানায় দুটি অভিযোগ দেওয়া হয়। এর পরিপ্রেক্ষিতে বগুড়া র্যাবের সহযোগিতায় আজ বুধবার তাদের গ্রেপ্তার করা হয়।
এ বিষয়ে জানতে চাইলে শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম আজকের পত্রিকাকে বলেন, পুলিশ পরিচয়ে এভাবে প্রতারণার সঙ্গে আরও কেউ জড়িত আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।