হোম > সারা দেশ > রাজশাহী

পদ্মা সেতু হয়ে রাজশাহী-ঢাকা ট্রেনের দাবিতে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

রাজশাহী থেকে পদ্মা সেতু হয়ে দ্রুতগতির ঢাকাগামী আন্তনগর ট্রেন চালুর দাবিতে মানববন্ধন হয়েছে। আজ মঙ্গলবার সকালে রাজশাহী নগরীর সাহেববাজার জিরোপয়েন্টে এ কর্মসূচির আয়োজন করে সার্ক পিপলস লিংক ফোরাম বাংলাদেশ। এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মুস্তাফিজুর রহমান খান।

কর্মসূচিতে অন্যদের মধ্যে বক্তব্য দেন—সংগঠনের সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা ডা. আব্দুল মান্নান, সাধারণ সম্পাদক কল্পনা রায়, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের যুগ্ম মহাসচিব রাশেদ রিপন, রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সহসভাপতি তৈয়বুর রহমান, জাতীয় আদিবাসী পরিষদের দপ্তর সম্পাদক সুভাষ চন্দ্র হেমব্রম, রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদ সাধারণ সম্পাদক জামাত খান, বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ। 

এ সময় বক্তারা বলেন, স্বপ্নের পদ্মা সেতু হয়ে ঢাকার সঙ্গে রাজশাহীর রেল যোগাযোগ পদ্মা সেতুতে ট্রেন চলাচলের প্রথম দিন থেকেই সম্ভব হবে। ট্রেন রাজশাহী থেকে ঈশ্বরদী-পোড়াদহ-কুষ্টিয়া-রাজবাড়ী-ফরিদপুর-ভাঙা-জাজিরা-পদ্মাসেতু-মাওয়া-নারায়ণগঞ্জ-ঢাকা পর্যন্ত সহজে যাতায়াত করতে পারবে।

ফলে পদ্মাসেতুর কারণে এ রুটে যাতায়াত আকর্ষণীয় হবে। তা ছাড়া কুষ্টিয়া-রাজবাড়ি-ফরিদপুর-গোপালগঞ্জের যাত্রীরা সহজেই রেলপথে ভ্রমণ করতে পারবেন। এ যাত্রা সম্ভব হবে পদ্মা সেতুতে রেল সংযোগের প্রথম দিন থেকেই। এ পথে ট্রেন চলাচলের জন্য রেলওয়ের বাড়তি কোনো খরচ হবে না। বর্তমানে রাজশাহী থেকে ভাঙা হয়ে গোপালগঞ্জ পর্যন্ত একটি ট্রেন চলাচল করছে। তাই এটি ঢাকা পর্যন্ত চালু করাও কঠিন কিছু নয়। বিষয়টি গুরুত্বের সঙ্গে নেওয়ার জন্য দাবি জানান বক্তারা।

রাজশাহী বিশ্ববিদ্যালয়: তহবিলের হিসাব না পেয়ে দৃশ্যত স্থবির রাকসু

রাজশাহীতে র‍্যাবের অভিযানে আগ্নেয়াস্ত্র উদ্ধার

রাজশাহীর চরাঞ্চলে শিয়ালের আতঙ্ক, এক রাতে আক্রান্ত ২০০ গরু

বগুড়ায় বিএনপির মিছিলে হামলার মামলায় শ্রমিক লীগ নেতা গ্রেপ্তার

ওসমান হাদি হত্যার বিচার দাবিতে রাজশাহীতে শিক্ষার্থীদের অবস্থান

সিরাজগঞ্জে লাশবাহী গাড়ির সঙ্গে সিমেন্টবোঝাই ট্রাকের সংঘর্ষ, আহত ২

যুবকের হাত-পা কেটে দেওয়ার অভিযোগ জামায়াত-শিবিরের কর্মীদের বিরুদ্ধে

চিড়িয়াখানা ফাঁকা করে আবার প্রাণ ফেরানোর চেষ্টায় রাসিক

কৃষকেরা ধানের বীজতলা পলিথিন দিয়ে ঢেকে রাখেন যে কারণে

প্রাথমিকের শতভাগ বই এলেও সংকট মাধ্যমিকে