হোম > সারা দেশ > রাজশাহী

পদ্মা সেতু হয়ে রাজশাহী-ঢাকা ট্রেনের দাবিতে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

রাজশাহী থেকে পদ্মা সেতু হয়ে দ্রুতগতির ঢাকাগামী আন্তনগর ট্রেন চালুর দাবিতে মানববন্ধন হয়েছে। আজ মঙ্গলবার সকালে রাজশাহী নগরীর সাহেববাজার জিরোপয়েন্টে এ কর্মসূচির আয়োজন করে সার্ক পিপলস লিংক ফোরাম বাংলাদেশ। এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মুস্তাফিজুর রহমান খান।

কর্মসূচিতে অন্যদের মধ্যে বক্তব্য দেন—সংগঠনের সহসভাপতি বীর মুক্তিযোদ্ধা ডা. আব্দুল মান্নান, সাধারণ সম্পাদক কল্পনা রায়, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের যুগ্ম মহাসচিব রাশেদ রিপন, রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সহসভাপতি তৈয়বুর রহমান, জাতীয় আদিবাসী পরিষদের দপ্তর সম্পাদক সুভাষ চন্দ্র হেমব্রম, রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদ সাধারণ সম্পাদক জামাত খান, বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ। 

এ সময় বক্তারা বলেন, স্বপ্নের পদ্মা সেতু হয়ে ঢাকার সঙ্গে রাজশাহীর রেল যোগাযোগ পদ্মা সেতুতে ট্রেন চলাচলের প্রথম দিন থেকেই সম্ভব হবে। ট্রেন রাজশাহী থেকে ঈশ্বরদী-পোড়াদহ-কুষ্টিয়া-রাজবাড়ী-ফরিদপুর-ভাঙা-জাজিরা-পদ্মাসেতু-মাওয়া-নারায়ণগঞ্জ-ঢাকা পর্যন্ত সহজে যাতায়াত করতে পারবে।

ফলে পদ্মাসেতুর কারণে এ রুটে যাতায়াত আকর্ষণীয় হবে। তা ছাড়া কুষ্টিয়া-রাজবাড়ি-ফরিদপুর-গোপালগঞ্জের যাত্রীরা সহজেই রেলপথে ভ্রমণ করতে পারবেন। এ যাত্রা সম্ভব হবে পদ্মা সেতুতে রেল সংযোগের প্রথম দিন থেকেই। এ পথে ট্রেন চলাচলের জন্য রেলওয়ের বাড়তি কোনো খরচ হবে না। বর্তমানে রাজশাহী থেকে ভাঙা হয়ে গোপালগঞ্জ পর্যন্ত একটি ট্রেন চলাচল করছে। তাই এটি ঢাকা পর্যন্ত চালু করাও কঠিন কিছু নয়। বিষয়টি গুরুত্বের সঙ্গে নেওয়ার জন্য দাবি জানান বক্তারা।

এনসিপির রাজশাহী জেলা ও মহানগর কমিটির দ্বন্দ্বের জেরে দুই কমিটিই স্থগিত

নাটোরে আদালত প্রাঙ্গণে দুপক্ষের সংঘর্ষ, আটক ৩

রাকসু জিএস আম্মারের ‘মানসিক চিকিৎসা’র দাবিতে ছাত্রদলের মানববন্ধন

আচরণবিধি লঙ্ঘন: জামায়াতের নায়েবে আমিরকে শোকজ

তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে টানানো ব্যানার সরিয়ে আম্মারের ভিডিও পোস্ট

দেশকে পাল্টে দিতে গণভোটে ‘হ্যাঁ’ দিতে হবে: স্বাস্থ্য উপদেষ্টা

নির্বাচনে নিরাপত্তা নিশ্চিত করতে ১ লাখ পুলিশকে বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

রাবিতে ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা শুরু, আসনপ্রতি লড়ছেন ৫৯ পরীক্ষার্থী

ভর্তি পরীক্ষায় বসে বাবাকে প্রশ্নপত্রের ছবি পাঠাতে গিয়ে ধরা

রাবিতে ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত