হোম > সারা দেশ > রাজশাহী

‘সরকার দেশে কর্তৃত্ববাদী শাসন ব্যবস্থা কায়েম করেছে’

রাবি প্রতিনিধি

বাংলাদেশ ছাত্র ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি মশিউর রহমান খান রিচার্ড বলেছেন, ‘বর্তমান সরকার দেশে ফ্যাসিবাদ ও কর্তৃত্ববাদী শাসন ব্যবস্থা কায়েম করেছে। যার ফলাফল আমরা বিশ্ববিদ্যালয়গুলোতে দেখতে পাই। বিশ্ববিদ্যালয় একটি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান। তবুও বিশ্ববিদ্যালয় প্রশাসন শিক্ষার্থীদের উন্নয়নের কথা মাথায় রাখেন না। তারা একটি নির্দিষ্ট সরকারি ছাত্র সংগঠনের পৃষ্ঠপোষকতা করে।’ 
 
আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শহীদ বুদ্ধিজীবী স্মৃতিফলকের সামনে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র ফেডারেশনের নবম কাউন্সিলের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এর আগে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দুই দিনব্যাপী কাউন্সিলের উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে মশিউর রহমান খান আরও বলেন, ‘পাবলিক বিশ্ববিদ্যালয়কে আমরা যখন বাংলায় বলি তখন সেটা সরকারি বিশ্ববিদ্যালয় হয়ে যায়। কিন্তু পাবলিকের বাংলা সরকারি নয়। এটা হওয়ার কথা ছিল জনসাধারণের বিশ্ববিদ্যালয়। জনগণের অর্থায়নে পরিচালিত শিক্ষাপ্রতিষ্ঠানে উচ্চশিক্ষা নিশ্চিত করার জায়গা, গবেষণা করার জায়গা, মুক্ত চিন্তা করার জায়গা। কিন্তু আমরা বিশ্ববিদ্যালয়কে এখনো সর্বজনীন করতে পারিনি।’

রাবি শাখা ছাত্র ফেডারেশনের সাধারণ সম্পাদক মহব্বত হোসেন মিলন বলেন, বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল ছাত্রলীগের সাধারণ সম্পাদক কীভাবে বলতে পারে প্রাধ্যক্ষ সিট দেওয়ার কে? এটাই হচ্ছে আমাদের দেশের বিশ্ববিদ্যালয়ের বর্তমান পরিস্থিতি। এমন অবস্থায় আপনি মাথা নত করবেন নাকি উঁচু করবেন এই সিদ্ধান্ত আপনার কাছে।

অনুষ্ঠান শেষে একটি মিছিল বের হয়। মিছিলটি ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এদিন বিকেল ৩টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ক্যাফেটেরিয়ায় কাউন্সিল অধিবেশন হয়। কাউন্সিলের দ্বিতীয় দিন শুক্রবার বিকেল ৩টায় কেন্দ্রীয় ক্যাফেটেরিয়ায় নতুন কমিটি গঠন ও শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাবি ছাত্র ফেডারেশনের সাধারণ সম্পাদক মহব্বত হোসেন মিলন। সংগঠনের সদস্য রায়হান ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন ছাত্র ফেডারেশন কেন্দ্রীয় কমিটির সদস্য লিমন সরকার, রাজশাহী মহানগরের সভাপতি জিন্নাত আরা সুমু, সাধারণ সম্পাদক নাদিম সিনা, রাবি শাখার সংগঠক আযাদ রহমান প্রমুখ। এ সময় অর্ধশতাধিক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

দুয়ারেই বিষাক্ত ধোঁয়া দম বন্ধ পড়াশোনা

রাজশাহীতে কৃষক লীগ নেত্রী ও আ.লীগ সমর্থক আইনজীবীর মনোনয়নপত্র দাখিল

খালেদা জিয়ার মৃত্যু: শোকে স্তব্ধ বগুড়াবাসী

কম্বল নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৩

শিক্ষক নেটওয়ার্ক বন্ধের আহ্বান জানাচ্ছি: রাকসু জিএস আম্মার

রাজশাহী-৫ আসনে জামায়াতের প্রার্থী পরিবর্তন

রাজশাহী বিশ্ববিদ্যালয়: তহবিলের হিসাব না পেয়ে দৃশ্যত স্থবির রাকসু

রাজশাহীতে র‍্যাবের অভিযানে আগ্নেয়াস্ত্র উদ্ধার

রাজশাহীর চরাঞ্চলে শিয়ালের আতঙ্ক, এক রাতে আক্রান্ত ২০০ গরু

বগুড়ায় বিএনপির মিছিলে হামলার মামলায় শ্রমিক লীগ নেতা গ্রেপ্তার