হোম > সারা দেশ > রাজশাহী

মিছিল করতে না দেওয়ার প্রতিবাদে রাজশাহীতে জামায়াতের বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

ঢাকাসহ সারা দেশে মিছিল ও সমাবেশের অনুমতি না দেওয়ার প্রতিবাদে আজ রোববার সকালে রাজশাহীতে বিক্ষোভ-মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজশাহী মহানগর শাখা। এতে জামায়াত-শিবিরের নেতা-কর্মীরা অংশ নেন। 

সকালে নগরীর লক্ষ্মীপুর মোড় থেকে মিছিলটি বের করা হয়। মিছিল শেষে ওই এলাকায় একটি সংক্ষিপ্ত সমাবেশের আয়োজন করা হয়। 

এ সময় জামায়াতের কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও রাজশাহী মহানগরের সেক্রেটারি এমাজ উদ্দিন মণ্ডল বক্তব্য দেন। তিনি বলেন, ‘সভা-সমাবেশ করা আমাদের সংবিধান স্বীকৃতি অধিকার। অথচ সরকার জামায়াতকে তার রাজনৈতিক কর্মসূচি বাস্তবায়ন করতে না দিয়ে বারবার সাংবিধানিক অধিকার হরণ করছে।’ 

তিনি আরও বলেন, ‘বিগত ১৫ বছর যাবৎ জামায়াতকে নির্মূল করার জন্য সরকার সব ধরনের অপচেষ্টা চালিয়েছে। আমরা বলে আসছি, আমরা শান্তিপূর্ণ সমাবেশ করতে চাই। বাংলাদেশ জামায়াতে ইসলামী কোনো ধরনের সংঘাত, সংঘর্ষে বিশ্বাসী নয়। তারপরেও পুলিশ-প্রশাসন সমাবেশে সহযোগিতার পরিবর্তে, সংঘাতমুখর পরিবেশের অবতারণা করেছে। এ ধরনের আচরণ অগণতান্ত্রিক, অন্যায় ও অনৈতিক। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।’ 

এ দিকে বিক্ষোভ মিছিল ও সমাবেশ শেষে ফেরার পথে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের সামনে পুলিশের একটি দল সেখানে পৌঁছে। পুলিশ নেতা-কর্মীদের আটকের চেষ্টা করলে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। 

এ বিষয়ে কথা বলতে নগরীর রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল হককে একাধিকবার ফোন করা হলেও তিনি ধরেননি। 
 
তবে থানার ডিউটি অফিসার নাসরিন আক্তার আজকের পত্রিকাকে জানান, জামায়াতের মিছিলের বিষয়ে ঊর্ধ্বতন কর্মকর্তারা বলতে পারবেন। থানায় জামায়াত-শিবিরের কোনো নেতা-কর্মী আটক অবস্থায় নেই।

রাজশাহী শহরের চার ফ্লাইওভার: কাজ শুরুর পর নকশা নিয়ে প্রশ্ন

হলফনামা বিশ্লেষণ: রাজশাহীর ৯২ শতাংশ প্রার্থীই উচ্চশিক্ষিত

বিএনপি কর্মীর বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ করতে গিয়ে দুই ঠিকাদার কারাগারে

ঈশ্বরদীতে রাতের খাবার খেয়ে ৩০ শ্রমিক হাসপাতালে

পুলিশ স্বামীর ইউনিফর্ম পরে টিকটকে স্ত্রী, কনস্টেবল প্রত্যাহার

চাঁদা চাইতে গিয়ে পিটুনির শিকার বিএনপির কর্মী

রাবি ক্যাম্পাসে শিক্ষকের গাড়ির ধাক্কায় পা ভাঙল ছাত্রীর

রাজশাহীতে কলার হাটে ট্রাক উল্টে মৃতের সংখ্যা বেড়ে ৫

স্বামীর হাত ধরে ট্রেনে ওঠার সময় দুর্ঘটনায় প্রাণ গেল স্ত্রীর

‘আওয়ামী লীগ থেকে জামায়াতে আসেন, দায়দায়িত্ব আমাদের’