হোম > সারা দেশ > রাজশাহী

বগুড়ায় রাস্তা থেকে তুলে নিয়ে ব্যবসায়ীকে গলাকেটে হত্যা 

বগুড়া প্রতিনিধি

বগুড়ায় বাড়ি ফেরার পথে রাস্তা থেকে তুলে নিয়ে বাবর আলী (৫০) নামে এক ব্যবসায়ীকে গলাকেটে হত্যা করা হয়েছে। আজ মঙ্গলবার সকালে শহরের ফুলবাড়ি বারুনীমেলা এলাকায় করতোয়া নদীর ব্রিজের ওপর থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নারুলী পুলিশ  ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) সাজ্জাদ হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। 

বাবর আলী পেশায় মুদি দোকানি ছিলেন। তিনি বগুড়া পৌরসভার ২০ নম্বর ওয়ার্ডের আকাশতারা এলাকার মৃত রমজান আলীর ছেলে। 

নিহতের মেয়ে বিনা খাতুন বলেন, ‘আমার বাবার ধাওয়া পাড়া এলাকায় মুদি দোকান রয়েছে। রাতে দোকান থেকে বাড়িতে ফেয়ার পথে বাড়ির সামনে থেকে  ১০-১৫ জন দুর্বৃত্ত তুলে নিয়ে যায়। তাদের বেশির ভাগেরই মুখ ঢাকা ছিল। পরে জানতে পারি আমার বাবাকে গলাকেটে হত্যা করে মরদেহ ব্রিজের ওপর ফেলে তারা পালিয়ে গেছে।’

বেলাল নামে স্থানীয় এক ব্যক্তি বলেন, ‘সকালে আমি হাঁটার জন্য বের হয়েছিলাম। ব্রিজের ওপর গেলে একটা গলাকাটা মরদেহ দেখতে পাই। সবাইকে জানিয়ে সেখান থেকে চলে আসি। পরে জানতে পারি পুলিশ মরদেহ নিয়ে গেছে।’

নারুলী পুলিশ ফাঁড়ির  উপপরিদর্শক সাজ্জাদ হোসেন বলেন, ‘পূর্ব শত্রুতার জেরে বাড়ির সামনে থেকে বাবর নামে ওই ব্যক্তিকে একদল দুর্বৃত্ত তুলে নিয়ে গলাকেটে হত্যা করে। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।’

রাজশাহী-৫ আসনে জামায়াতের প্রার্থী পরিবর্তন

রাজশাহী বিশ্ববিদ্যালয়: তহবিলের হিসাব না পেয়ে দৃশ্যত স্থবির রাকসু

রাজশাহীতে র‍্যাবের অভিযানে আগ্নেয়াস্ত্র উদ্ধার

রাজশাহীর চরাঞ্চলে শিয়ালের আতঙ্ক, এক রাতে আক্রান্ত ২০০ গরু

বগুড়ায় বিএনপির মিছিলে হামলার মামলায় শ্রমিক লীগ নেতা গ্রেপ্তার

ওসমান হাদি হত্যার বিচার দাবিতে রাজশাহীতে শিক্ষার্থীদের অবস্থান

সিরাজগঞ্জে লাশবাহী গাড়ির সঙ্গে সিমেন্টবোঝাই ট্রাকের সংঘর্ষ, আহত ২

যুবকের হাত-পা কেটে দেওয়ার অভিযোগ জামায়াত-শিবিরের কর্মীদের বিরুদ্ধে

চিড়িয়াখানা ফাঁকা করে আবার প্রাণ ফেরানোর চেষ্টায় রাসিক

কৃষকেরা ধানের বীজতলা পলিথিন দিয়ে ঢেকে রাখেন যে কারণে