হোম > সারা দেশ > রাজশাহী

আটঘরিয়ায় পাখি শিকার করায় ৫ জনকে জরিমানা

আটঘরিয়া (পাবনা) প্রতিনিধি

পাবনার আটঘরিয়ায় পাঁচজন পেশাদার পাখি শিকারিকে জরিমানা করা হয়েছে। গতকাল মঙ্গলবার ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এই জরিমানা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নাহারুল ইসলাম। 

অর্থদণ্ড পাওয়া পাখি শিকারিরা হলেন আটঘরিয়া উপজেলার মাছপাড়া ইউনিয়নের পাড়াসিদাই এলাকার বাসিন্দা সিরাজুল ইসলাম (৬৫), খাজিরুদ্দীন ইসলাম (৬০), আবু তালেব (৬০), কাওসার হোসেন (১৭) ও সুমন হোসেন (২১)। 

অর্থদণ্ডের বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেন ইউএনও নাহারুল ইসলাম। তিনি বলেন, ‘এ সময় উদ্ধার করা ১০টি ঘুঘু পাখি অবমুক্ত ও জব্দ করা কারেন্ট জালসহ পাখি শিকারের ফাঁদ পুড়িয়ে ধ্বংস করা হয়।’ 

ইউএনও নাহারুল ইসলাম আরও বলেন, ‘প্রতি বছর এই সময় কিছু পেশাদার পাখি শিকারি নেট-জালসহ বিভিন্ন ফাঁদ তৈরি করে পাখি শিকার করেন। এ বছরও উপজেলার বিভিন্ন বিলের প্রত্যন্ত গ্রামাঞ্চলে অবাধে পাখি শিকার চলছে। এ বিষয়ে পরিবেশ কর্মী ও স্থানীয় প্রশাসন সজাগ আছেন। মাঝেমধ্যে অভিযান পরিচালনা করে পাখি শিকারিদের আটক করাসহ বিতাড়িত করা হয়। তারই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে গতকাল বিকেল ৪টার দিকে উপজেলার খিদিরপুরের পদ্মবিলের দুর্গম এলাকায় আটঘরিয়া থানার পুলিশ ফোর্স সদস্যরা দুটি গ্রুপে বিভক্ত হয়ে এই অভিযান শুরু করেন।’

জয়পুরহাটে ট্রাক–ভ্যান সংঘর্ষে নিহত ১

সাজিদের মৃত্যুতে রাষ্ট্রের কাছে ৫ কোটি টাকা ক্ষতিপূরণ দাবি

দুর্গাপুরে বধ্যভূমিতে শহীদদের স্মরণে শ্রদ্ধা ও মোনাজাত

রাকসুর জিএসকে ‘হত্যার হুমকি’ দিয়ে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার ফেসবুক পোস্ট

বগুড়ায় ট্রাক-অটোরিকশার সংঘর্ষে চালক নিহত, আহত তিন

গভীর নলকূপ খনন: বরেন্দ্রজুড়ে শত শত মৃত্যুকূপ

শিশু সাজিদের শেষ বিদায়ে হাজারো মানুষের ঢল

আমার একটা কলিজা হারায় ফেলছি, বিচার চাই: সাজিদের বাবা

প্রাথমিকে শতভাগ বই, মাধ্যমিকে এল অর্ধেক

সব চেষ্টা—আকুতি বিফলে, মায়ের কোলে মৃত সাজিদ