হোম > সারা দেশ > রাজশাহী

আটঘরিয়ায় পাখি শিকার করায় ৫ জনকে জরিমানা

আটঘরিয়া (পাবনা) প্রতিনিধি

পাবনার আটঘরিয়ায় পাঁচজন পেশাদার পাখি শিকারিকে জরিমানা করা হয়েছে। গতকাল মঙ্গলবার ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এই জরিমানা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. নাহারুল ইসলাম। 

অর্থদণ্ড পাওয়া পাখি শিকারিরা হলেন আটঘরিয়া উপজেলার মাছপাড়া ইউনিয়নের পাড়াসিদাই এলাকার বাসিন্দা সিরাজুল ইসলাম (৬৫), খাজিরুদ্দীন ইসলাম (৬০), আবু তালেব (৬০), কাওসার হোসেন (১৭) ও সুমন হোসেন (২১)। 

অর্থদণ্ডের বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেন ইউএনও নাহারুল ইসলাম। তিনি বলেন, ‘এ সময় উদ্ধার করা ১০টি ঘুঘু পাখি অবমুক্ত ও জব্দ করা কারেন্ট জালসহ পাখি শিকারের ফাঁদ পুড়িয়ে ধ্বংস করা হয়।’ 

ইউএনও নাহারুল ইসলাম আরও বলেন, ‘প্রতি বছর এই সময় কিছু পেশাদার পাখি শিকারি নেট-জালসহ বিভিন্ন ফাঁদ তৈরি করে পাখি শিকার করেন। এ বছরও উপজেলার বিভিন্ন বিলের প্রত্যন্ত গ্রামাঞ্চলে অবাধে পাখি শিকার চলছে। এ বিষয়ে পরিবেশ কর্মী ও স্থানীয় প্রশাসন সজাগ আছেন। মাঝেমধ্যে অভিযান পরিচালনা করে পাখি শিকারিদের আটক করাসহ বিতাড়িত করা হয়। তারই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে গতকাল বিকেল ৪টার দিকে উপজেলার খিদিরপুরের পদ্মবিলের দুর্গম এলাকায় আটঘরিয়া থানার পুলিশ ফোর্স সদস্যরা দুটি গ্রুপে বিভক্ত হয়ে এই অভিযান শুরু করেন।’

চাঁপাইনবাবগঞ্জে ২ ভারতীয় নাগরিক আটক, বিএসএফের কাছে হস্তান্তর

প্রক্সির মাধ্যমে ভর্তি হওয়া রাবির তিন শিক্ষার্থীকে বহিষ্কার

সীমান্ত দিয়ে আসা অস্ত্র দেশের নিরাপত্তার জন্য হুমকি: বিজিবির রাজশাহী সেক্টর কমান্ডার

বাঘায় অস্ত্র, গুলিসহ যুবক আটক

রাজশাহীতে তাপমাত্রা নামল ৭ ডিগ্রিতে

রাজশাহীর ৬ আসন: দুই দলের ৮ প্রার্থীর ভরসা ধারের টাকা

গাড়িতে মিলল ৩৭ লাখ টাকা, এলজিইডির প্রকৌশলীর বিরুদ্ধে দুদকের মামলা

রাজশাহীতে ৯ স্বতন্ত্র প্রার্থীর সবার মনোনয়নপত্র বাতিল

র‍্যাব পরিচয়ে কম্বল বিতরণের কথা বলে ৫ লাখ টাকা আত্মসাৎ, প্রতারক গ্রেপ্তার

সিরাজগঞ্জে ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা